X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

বগুড়ার ৭ আসনে আ.লীগের মনোনয়নপত্র কিনলেন ৬২ জন

বগুড়া প্রতিনিধি
১৪ নভেম্বর ২০১৮, ১৯:০০আপডেট : ১৪ নভেম্বর ২০১৮, ১৯:০২

বগুড়া

বগুড়ার সাতটি আসনে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৬২ জন। এর মধ্যে বেশিরভাগ মনোনয়নপ্রত্যাশীই নতুন। গত শুক্রবার (৯ নভেম্বর) থেকে রবিবার পর্যন্ত ধানমন্ডির দলীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র কেনেন তারা।

বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের প্রার্থীরা হলেন– বর্তমান এমপি আবদুল মান্নান, সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর শাহী সুমন, জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন নবাব, আওয়ামী লীগ নেতা ডা. মকবুলার রহমান, জেলা আওয়ামী লীগ উপদেষ্টা অধ্যক্ষ মুনজিল আলী সরকার, শহর আওয়ামী লীগের সদস্য এসএম মোজাহেদুল ইসলাম বিপ্লব, পেশাজীবী পরিষদের প্রেসিডিয়াম সদস্য এসএম খাবীরুজ্জামান, শাহজাহান আলী, তাজবুল ইসলাম, একেএম আসাদুজ্জামান এবং ওমর ফারুক চৌধুরী।

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে মনোনয়নপত্র কিনেছেন আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক আয়শা খাতুন, জেলা সদস্য আবুল কাশেম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক, সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান, সদস্য আকরাম হোসেন, আওয়ামী লীগ নেতা সৈয়দ ওয়ালী মোকারম চৌধুরী, জেলা যুবলীগ নেতা মোবাশ্বার হোসেন, জেলা কৃষকলীগের সহ-সভাপতি আবদুল মোত্তালেব ও আবদুল করিম এবং স্বেচ্ছাসেবকলীগের সদস্য উজ্জল প্রসাদ কানু।

বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে মনোনয়নপত্র কিনেছেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল মতিন, আইন বিষয়ক সম্পাদক তবিবুর রহমান তবি, জেলা উপদেষ্টা সোলায়মান আলী, জেলা সদস্য জামিলুর রশিদ, আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম খান রাজু, সান্তাহার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম জাহিদুল বারী, আওয়ামী লীগ নেতা মারুফ রাব্বী ও জার্মানি আওয়ামী লীগের উপদেষ্টা আসাদুর রহমান খন্দকার।

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ মমতাজ উদ্দিন, কাহালু উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট হেলালুর রহমান ও কামাল উদ্দিন কবিরাজ, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট ইউনুস আলী মণ্ডল, রেজাউল হক, এনএম আহছানুল হক এবং উপজেলা সদস্য জাহিদুর রহমান মনোনয়নপত্র কিনেছেন।

বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে বর্তমান এমপি হাবিবর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু, সহ-সভাপতি আমানউল্লাহ, মহিলা আওয়ামী আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌসী রুপা, ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিআইএম নুরুন্নবী তারিক, আওয়ামী লীগ নেতা খান নূরে খোদা ও এএম হান্নান এবং শেরপুর উপজেলা মহিলা লীগের সভাপতি তাহমিনা জামান হিমিকা মনোনয়নপত্র কিনেছেন।

বগুড়া-৬ (সদর) আসনে মনোনয়নপত্র কিনেছেন জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ মমতাজ উদ্দিন, উপ-কমিটির বন ও পরিবেশ বিষয়ক সদস্য সাখাওয়াত হোসেন শফিক, জেলা সহ-সভাপতি রেজাউল করিম মন্টু, যুগ্ম-সম্পাদক রাগেবুল আহসান রিপু ও মঞ্জুরুল আলম মোহন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতান মাহমুদ খান রনি, শিক্ষা ও মানব সম্পাদক শাহাদত আলম ঝুনু, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজুল ইসলাম রাজ, আওয়ামী লীগ নেতা মুহম্মদ মাহবুব-উল-আলম, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম।

বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে মনোনয়নপত্র কিনেছেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম আসাদুর রহমান দুলু, মহিলা বিষয়ক সম্পাদক কামরুন নাহার পুতুল, পৌর আওয়ামী লীগের আহ্বায়ক রফি নেওয়াজ খান রবিন, গাবতলী উপজেলা সভাপতি এএইচ আজম খান, আওয়ামী লীগ নেতা সাব্বির হাসান, জেলা মহিলা শ্রমিকলীগের সভাপতি শামীমা আখতার, শাজাহানপুর উপজেলা যুবলীগের সভাপতি এম সুলতান আহম্মেদ এবং শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন।

বগুড়া সদর আসনের সম্ভাব্যপ্রার্থী রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক নেতা, আওয়ামী লীগের উপ-কমিটির বন ও পরিবেশ বিষয়ক সদস্য সাখাওয়াত হোসেন শফিক আশা করেন, তিনি মনোনয়ন পাবেন। আর নির্বাচন করলে নেত্রীকে আসনটি উপহার দিতে পারবেন। বগুড়া-১ আসনে মনোনয়নপ্রত্যাশী সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর শাহী সুমন জানান, তিনি দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে আছেন। সংগঠনের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন। তার বিশ্বাস, হাই-কমান্ড তাকে মূল্যায়ন করবে। আর নির্বাচন করলে তিনিও বিজয়ী হবেন।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা