X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে চতুর্থ দিনে মনোনয়নপত্র নিলেন ১২ জন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৪ নভেম্বর ২০১৮, ২১:২৫আপডেট : ১৪ নভেম্বর ২০১৮, ২১:৪৪

চট্টগ্রাম

মনোনয়নপত্র সংগ্রহের চতুর্থ দিন চট্টগ্রামে ১২ জন সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার (১৪ নভেম্বর) রিটার্নিং অফিসার (বিভাগীয় কমিশনার) কার্যালয়, জেলা রিটার্নিং অফিসার (জেলা প্রশাসক) এবং উপজেলা রিটার্নিং অফিসার কার্যালয় থেকে এসব মনোনয়নপত্র সংগ্রহ করেন প্রার্থীরা।

জেলা নির্বাচন কর্মকর্তা মুনির হোসাইন খান এ তথ্য নিশ্চিত করেছেন। বুধবার বিএনপির দুই জন, জাতীয় পার্টি একজন, ন্যাপ (মুজাফর) দুই জন, সাম্যবাদী একজন, ইসলামী আন্দোলন বাংলাদেশের দুই জন, ইসলামী ঐক্যজোট একজন, সতন্ত্র থেকে তিন জন মনোনয়নপ্রত্র সংগ্রহ করেন বলে তিনি জানান।

এ নিয়ে গত চার দিনে চট্টগ্রামে ৬৮ জন সম্ভাব্য প্রার্থী ৭১টি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর আগে মনোনয়নপত্র বিতরণের প্রথম দিন রবিবার ১৫ জন প্রার্থী ১৬টি মনোনয়নপত্র সংগ্রহ করেন। পরের দিন সোমবার (১২ নভেম্বর) ২৩ জন প্রার্থী ২৪টি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মঙ্গলবার (১৩ নভেম্বর) ১৭ জন প্রার্থী ১৮টি মনোনয়নপত্র সংগ্রহ করেন। সর্বশেষ বুধবার ১২ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

মুনির হোসাইন খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মনোনয়নপত্র বিতরণের চতুর্থ দিন বুধবার ১২টি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।’

জেলা নির্বাচন অফিস জানায়, বুধবার চট্টগ্রাম-১ (মিরসরাই) আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হিসেবে মোহাম্মদ শামসুদ্দীন, বাংলাদেশ সাম্যবাদী দলের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দিলীপ বডুয়া।

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির মির্জা মোহাম্মদ আকবর। চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির মোশাররফ হোসেন দিপ্তী। চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ইসলামী ঐক্যজোটের মুফতি ফয়াজুল্লাহ ইসলাম। চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ন্যাপ (মোজাফর ) আলী  নেওয়াজ।

চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জাতীয় পার্টির মো. সোলায়মান আলম শেঠ। চট্টগ্রাম-১৩ (অনোয়ারা, কর্ণফুলী) আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের  মোহাম্মদ ইরফানুল হক চৌধুরী। চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ন্যাপ (মুজাফর) আশীষ কুমার শীল, সতন্ত্র প্রার্থী জাকের হোসেন চৌধুরী (বাচ্চু)।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
জুড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ
জুড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ
দক্ষিণখানে ভবনের চার তলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
দক্ষিণখানে ভবনের চার তলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট হলেন ১৯ জ্যেষ্ঠ রাজনীতিক
ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট হলেন ১৯ জ্যেষ্ঠ রাজনীতিক
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী