X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

খুলনায় জাতীয় ঐক্যফ্রন্টের প্রথম সভা

খুলনা প্রতিনিধি
১৫ নভেম্বর ২০১৮, ০৭:০২আপডেট : ১৫ নভেম্বর ২০১৮, ০৭:০৬
image

জাতীয় ঐক্যফ্রন্ট খুলনা মহানগর শাখার প্রথম সভা বুধবার (১৪ নভেম্বর) সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, মহানগর শাখার সভাপতি ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু। বক্তারা সভায় বলেছেন, দেশ ও জাতির ঐতিহাসিক প্রয়োজনে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন সফল করতে জাতীয় ঐক্যফ্রন্ট সাত দফা দাবি নিয়ে যাত্রা শুরু করেছে। জাতীয় ঐক্যফ্রন্ট একটি অর্থবহ, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চায়। জনদাবির পক্ষে ঐক্যফ্রন্টের নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্তকে স্বাগত ও জোটের কেন্দ্রীয় নেতাদের অভিনন্দন জানানো হয়। খুলনায় জাতীয় ঐক্যফ্রন্টের প্রথম সভা

সভায় জনগণের ভোটের অধিকার ও গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনকে সফল করতে দলমত নির্বিশেষে জনগণকে ঐক্যফ্রন্টের পতাকাতলে সমাবেত হওয়ার আহ্বান জানানো হয়। সভা থেকে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ আটক সকল নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়। বক্তারা একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।

বক্তারা সভায় তড়িঘড়ি করে নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে ‘অগ্রহণযোগ্য’ আখ্যা দেন এবং বিরোধী দলকে নির্বাচনি কাজ পরিচালনার জন্য সময় দিতে ১ মাস সময় বৃদ্ধির দাবি জানান।

নির্বাচনি আইনভঙ্গ করে সরকারি দলের বাদ্যযন্ত্র নিয়ে র‌্যালি-সমাবেশ করা, ওয়ার্ডে ওয়ার্ডে আয়োজিত কর্মীসভায় মাইক লাগিয়ে বিএনপির নেতা-কর্মীদের ভয়ভীতি ও হুমকি প্রদানের মতো বিষয়ে ব্যবস্থা নিতে ঐক্যফ্রন্টের নেতারা রিটার্নিং অফিসারের প্রতি আহ্বান জানান। সভায় ২০ দলের নেতা-কর্মীদের দমন-নিপীড়ন বন্ধ, গায়েবি মামলা প্রত্যাহার ও আটক নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়।

জাতীয় ঐক্যফ্রন্ট খুলনা মহানগরের নেতাদের মধ্যে সভায় উপস্থিত ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দলের খুলনা শাখার সভাপতি অ্যাড. আ ফ ম মহসীন, জেএসডি খুলনার সভাপতি মোঃ লোকমান হাকিম, মোঃ মাহতাব উদ্দীন, ড. জাকির হোসেন, অধ্যাপক শফিকুল আলম মুন্সী, জেএসডির সাধারণ সম্পাদক শেখ আব্দুল খালেক, ২০ দলীয় জোটের নেতা অ্যাড. লতিফুর রহমান লাবু, গোলাম কিবরিয়া, মোস্তফা কামাল, আকতার জাহান রুকু, সিরাজুদ্দিন সেন্টু, মাওলানা নাসির উদ্দিন, হাফেজ শফিকুর রহমান প্রমুখ।

তাদের পাশাপাশি উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র মনিরুজ্জামান মনি, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, সেকেন্দার জাফরউল্লাহ খান সাচ্চু, সিরাজুল ইসলাম, শাহজালাল বাবলু, রেহানা ঈসা, স ম আ. রহমান, শেখ ইকবাল হোসেন, ফকরুল আলম, আরিফুজ্জামান অপু, আসাদুজ্জামান মুরাদ, মেহেদী হাসান দীপু, মহিবুজ্জামান কচি, ইকবাল হোসেন খোকন, ইউসুফ হারুন মজনু, মাসুদ পারভেজ বাবু, অ্যাড. তৌহিদুর রহমান তুষার, একরামুল কবির মিল্টন, শামসুজ্জামান চঞ্চল, নাজির উদ্দিন নান্নু, আশফাকুর রহমান কাকন, শমসের আলী মিন্টু, হাফিজুর রহমান মনি ও সাইফুল ইসলাম প্রমুখ।

/এএমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী