X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

মনোনয়নপ্রত্যাশীদের ট্যাক্স খতিয়ে দেখার আহ্বান রাসিক মেয়রের

রাজশাহী প্রতিনিধি
১৫ নভেম্বর ২০১৮, ১১:১৬আপডেট : ১৫ নভেম্বর ২০১৮, ১১:১৬





খায়রুজ্জামান লিটন আগামী জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপ্রত্যাশীদের ট্যাক্স দেওয়ার বিষয়টি খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র খায়রুজ্জামান লিটন। তিনি বলেন, ‘আওয়ামী লীগ থেকে ৪ হাজারেরও বেশি মনোনয়ন ফরম তোলা হয়েছে। বিএনপি থেকে কত হাজার তুলবে পরে জানা যাবে। এসব মনোনয়নপ্রত্যাশীদের কতজন ইনকাম ট্যাক্স দেন, বিষয়টি খতিয়ে দেখতে কর বিভাগের কর্মকর্তাদের অনুরোধ করছি।’

মঙ্গলবার (১৩ নভেম্বর) দুপুরে নগরীর কর ভবন এলাকায় কর অঞ্চল রাজশাহী আয়োজিত কর মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিটি মেয়র বলেন, ‘মনোনয়ন প্রত্যাশীদের ৫০ শতাংশেরও বেশি এক টাকাও ট্যাক্স দেয় না বলে আমার ধারণা। এদের ধরা দরকার। এখন সময় এসেছে এই সব দুরাচার, অনিয়ম, দুর্নীতি বন্ধ করা দরকার। দেশের উন্নয়ন হলেও, আজকে তো নৈতিকতার উন্নয়ন হচ্ছে না। দেশ এগিয়ে যাবে আর নৈতিকতা হারিয়ে যাবে তা তো হয় না।’

খায়রুজ্জামান লিটন বলেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে এমন কেউ নেই যে সংসদ সদস্যের মনোনয়নপত্র কিনছেন না। এই অপসংস্কৃতি কেন হবে? এটাকে গণতন্ত্রের একটা দৃষ্টান্ত বলে কেউ যদি চালিয়ে দিতে চায় আমি তার সঙ্গে দ্বিমত পোষণ করছি।’

মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, ‘১৮ কোটি মানুষের দেশে কেন মাত্র ৩৫ লাখ ট্যাক্সদাতা থাকবে? কেন এটি ১ কোটি ৩৫ লাখ হবে না? কেন এটি আড়াইকোটি হবে না? উন্নত বিশ্বে ৯৯ শতাংশ মানুষ ট্যাক্স দেয়, আমাদের তো ৯৯ শতাংশ মানুষের ট্যাক্স দেওয়ার দরকার নেই, অন্তত ২৫ শতাংশ ট্যাক্স প্রদানকারী হোক।’

মেয়র বলেন, ‘সমাজের পঁচন হয় উপর থেকে, নিচ থেকে নয়। একজন কৃষক, শ্রমজীবী, রিকশাচালক, ক্ষুদ্র দোকানদার, ব্যবসায়ী সে সমাজকে নষ্ট করতে পারে না। নষ্ট করার মতো তার সক্ষমতাও নেই। নষ্ট করে রাষ্ট্রের যারা শীর্ষ পর্যায়ে আছেন, যারা জনগণের তথাকথিত নির্বাচিত জনপ্রতিনিধি অথবা অবৈধভাবে ক্ষমতাদখলকারীরা। বাংলাদেশের সমাজের তথাকথিত শিল্পপতি, সমাজসেবী বা আইনপ্রণেতা, যারা ঢাকাসহ বিভিন্ন জায়গায় আছেন, যাদের এক পুরুষ, দুই পুরুষ আগের ঠিকানা খুঁজে পাওয়া যায় না। তারা হয়েছেন কথাকথিত জনপ্রতিনিধি, সমাজসেবী। এভাবে আমাদের সমাজের পঁচন ধরেছে।’

 

 

 

/এসএসজেড/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া