X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

পঞ্চম দিন চট্টগ্রামে মনোনয়নপত্র সংগ্রহ করলেন ১৪ জন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৫ নভেম্বর ২০১৮, ২২:৩৫আপডেট : ১৫ নভেম্বর ২০১৮, ২৩:০০

চট্টগ্রাম

মনোনয়নপত্র বিতরণের পঞ্চম দিন চট্টগ্রামে ১৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার (১৫ নভেম্বর) রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে তারা মনোনয়নপত্র সংগ্রহ করেন। জেলা নির্বাচন কর্মকর্তা মুনীর হোসাইন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

এ নিয়ে গত ৫ দিনে চট্টগ্রামে ৮২ জন সম্ভাব্যপ্রার্থী ৯৫টি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর আগে মনোনয়নপত্র বিতরণের প্রথম দিন রবিবার ১৫ জন ১৬টি মনোনয়নপত্র সংগ্রহ করেন। পরের দিন সোমবার (১২ নভেম্বর) ২৩ জন প্রার্থী ২৪টি মনোনয়নপত্র সংগ্রহ করেন। মঙ্গলবার (১৩ নভেম্বর) ১৭ জন ১৮টি মনোনয়নপত্র সংগ্রহ করেন। বুধবার ১২ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। সর্বশেষ আজ বৃহস্পতিবার (১৫ নভেম্বর) ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন।

জেলা নির্বাচন কর্মকর্তা মুনীর হোসাইন খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মনোনয়নপত্র বিতরণের পঞ্চম দিন ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বৃহস্পতিবার আওয়ামী লীগের ৪ জন, বিএনপির ৪ জন, বাংলাদেশ কল্যাণ পার্টির ৩ জন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ১ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশের ১ জন এবং স্বতন্ত্র থেকে ১ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন।’

খোঁজ নিয়ে জানা গেছে, বৃহস্পতিবার চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন মোস্তফা কামাল পাশা। তিনি বিএনপির পক্ষ হয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেন। একই দিন  চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেন মোহাম্মদ আসলাম চৌধুরী ও মো. ইসহাক চৌধুরী। এদিন একই আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেন দিদারুল আলম।

চট্টগ্রাম-৫ ( হাটহাজারী) আসনে বাংলাদেশ কল্যাণ পার্টি প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেন মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ  ইব্রাহিম। একই আসনে এদিন ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেন মোহাম্মদ রফিক।

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেন মোহাম্মদ শাহজাহান।

চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেন মুজিবুর রহমান। চট্টগ্রাম-৯ (কোতোয়ালী) আসনে বাংলাদেশ কল্যাণ পার্টির প্রার্থী  হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেন মুহাম্মদ ইলিয়াস। চট্টগ্রাম-১০ (হালিশহর-ডবলমুরিং) আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেন মামুন উল হক চৌধুরী। চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে বাংলাদেশ কল্যাণ পার্টির প্রার্থী হিসেব মনোনয়নপত্র সংগ্রহ করেন মুহাম্মদ শাহজাদা আলম। চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে বিএনপি প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেন মোহাম্মদ ইদ্রিস মিয়া এবং চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেন মুফতি ইজাহারুল ইসলাম চৌধুরী। একই আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেন আহমদ রহমান চৌধুরী।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!