X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ময়মনসিংহের ১১টি আসনেই আ.লীগ ও বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের হুড়োহুড়ি

আতাউর রহমান জুয়েল, ময়মনসিংহ
১৭ নভেম্বর ২০১৮, ১১:৪৯আপডেট : ১৭ নভেম্বর ২০১৮, ১১:৫৭

ময়মনসিংহ আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ময়মনসিংহের ১১টি আসনেই  চলছে আওয়ামী লীগ ও বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের হুড়োহুড়ি। দলীয় মনোনয়ন পেতে বিপুল সংখ্যক নেতারা মনোনয়ন সংগ্রহ করেছেন। মনোনয়ন সংগ্রহে অতীতের সব রেকর্ড ভঙ্গ হওয়ায় মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন রাজনীতিবিদ ও নাগরিক নেতারা।

জেলায় বিভিন্ন রাজনৈতিক দলের মনোনয়ন সংগ্রহ করেছেন ২৬৭ জন। এর মধ্যে আওয়ামী লীগের ১৬৬ জন, বিএনপির ১০১জন। ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনে মনোনয়ন প্রত্যাশী ২৩ জন, এরমধ্যে আওয়ামী লীগের ১৪জন, বিএনপির ৯ জন। ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে মনোনয়ন কিনেছেন ৩৩ জন। এদের মধ্যে আওয়ামী লীগের ১৭ জন, বিএনপির ১০ জন। ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে মনোনয়ন প্রত্যাশী  ২৮ জন। এরমধ্যে আওয়ামী লীগের ১৬ জন ও বিএনপির ১২ জন। ময়মনসিংহ-৪ (সদর)  আসনে আওয়ামী লীগ ও বিএনপিসহ  ১৯ জন মনোনয়ন প্রত্যাশী রয়েছেন। এর মধ্যে আওয়ামী লীগের ১০জন, বিএনপির ৮ জন,সিপিবির একজন। ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের মনোনয়নের প্রত্যাশায় ২৭ জন ফরম সংগ্রহ করেছেন। এরমধ্যে আওয়ামী লীগের ১৬জন, বিএনপির ৮জন এবং অন্যান্য দলের ৩ জন। ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনে মনোনয়ন সংগ্রহ করেছেন  ২০ জন। এরমধ্যে আ.লীগের ১৪ জন, বিএনপির ৫ জন এবং অন্য দলের আরেকজন। ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে মনোনয়নের প্রত্যাশায় ২৯ জন ফরম সংগ্রহ করেছেন। এরমধ্যে আওয়ামী লীগের ১৬ জন, বিএনপির ৮জন এবং অন্যান্য দলের ৫ জন। ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে একাদশ সংসদ নির্বাচনের মনোনয়ন কিনেছেন ২১ জন। এরমধ্যে আওয়ামী লীগের ১০ জন, বিএনপির ১১ জন। ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে ৩০ জন মনোনয়ন প্রত্যাশী রয়েছেন। এরমধ্যে আওয়ামী লীগের ২১জন, বিএনপির ৮ জন এবং অন্য দলের একজন।  ময়মনসিংহ-১০ (গফরগাঁও)  আসনে মনোনয়ন ক্রয় করেছেন ২৩ জন। তাদের মধ্যে আওয়ামীলীগ থেকে ১২ জন, বিএনপির ১০জন। ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৩৫ জন। এর মধ্যে আওয়ামী লীগের ২০জন, বিএনপির ১২ জন।

পদ পদবীর জন্য কিছুটা কোন্দল থাকলেও এমপি নির্বাচনে মনোনয়ন প্রত্যাশায় দলীয় কোন্দল নাই দাবি করে ময়মনসিংহ জেলা আ.লীগের সহ-সভাপতি অধ্যাপক ইউসুফ খান পাঠান বলেন, ‘আওয়ামী লীগ সরকারের বিগত ১০ বছরের উন্নয়নের সুফল জনগণ পেয়েছে। জনগণ আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চায়। নৌকা প্রতীক পেলেই এমপি নির্বাচিত হওয়া যাবে এই প্রত্যাশায় বিপুল সংখ্যক নেতা মনোনয়ন সংগ্রহ করেছেন।’

ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাধারন সম্পাদক আবু ওয়াহাব আকন্দ জানান, ‘অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন হলে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা লাভ করে নিশ্চিত ক্ষমতায় আসবে। এই কারণেই ধানের শীষ প্রতীক পেতে নেতারা মনোনয়ন সংগ্রহ করেছেন।’

জেলা সিপিবি সভাপতি অ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাত বলেন, ‘আওয়ামী লীগ ও বিএনপি দলীয় রাজনীতিতে কোনও শৃংখলা নাই। এছাড়া এমপি নির্বাচিত হলেই রাতারাতি অঢেল অর্থের মালিক হওয়া যায়। এসব কারণেই নির্বাচিত প্রার্থী হতে বড় দুই দলেই বিপুল সংখ্যক নেতাকর্মী মনোনয়ন সংগ্রহ করেছেন।’

এদিকে সুশাসনের জন্য নাগরিকের জেলা সভাপতি অ্যাডভোকেট এএইচএম  খালেকুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত ১০ বছর ক্ষমতায় থাকার কারণে আওয়ামী লীগ নেতাকর্মীরা অধিক অর্থের মালিক হয়েছেন। তাদের কোনও অভাব নাই বলেই উচ্চাকাঙ্ক্ষা বেড়ে গিয়ে এমপি হওয়ার বাসনায় মনোনয়ন কিনেছেন। এলাকায় গুঞ্জন আছে অনেক নেতা নিজ দলের নেতাদের অর্থ দিয়ে ডামি প্রার্থী করতে মনোনয়ন সংগ্রহ করিয়েছেন। মনোনয়ন বোর্ডে তার পক্ষে কথা বলবে সেজন্য।’

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে যা বললেন সাবেক আইজিপি বেনজীর আহমেদ
দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে যা বললেন সাবেক আইজিপি বেনজীর আহমেদ
গরমে পুড়ছে খুলনা বিভাগ
গরমে পুড়ছে খুলনা বিভাগ
দোকান থেকেই বছরে ২ লাখ কোটি টাকার ভ্যাট আদায় সম্ভব
দোকান থেকেই বছরে ২ লাখ কোটি টাকার ভ্যাট আদায় সম্ভব
বঙ্গবন্ধু স্টেডিয়ামে অতীত ফিরিয়ে আনলেন শান্ত-রানারা
বঙ্গবন্ধু স্টেডিয়ামে অতীত ফিরিয়ে আনলেন শান্ত-রানারা
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি