X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

তাড়াশে তরুণ-তরুণীর লাশ উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি
১৭ নভেম্বর ২০১৮, ২১:০৪আপডেট : ১৭ নভেম্বর ২০১৮, ২১:২০

 

সিরাজগঞ্জ সিরাজগঞ্জের তাড়াশে রুবিনা খাতুন (১৫) ও সাহেদ আলী (১৮) নামের তরুণ-তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৮ নভেম্বর) দুপুরে তাড়াশ উপজেলার চক-জয়কৃষ্ণপুর ও রঘুনিলী গ্রাম থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। সকাল সাড়ে ১১টার দিকে বিষপান করে রুবিনা আত্মহত্যা করে। এরপর দুপুরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সাহেদ আলী। পুলিশ ও স্থানীয়রা জানান, ওই তরুণ-তরুণীর মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। 

লাশ দুটি উদ্ধার করে তাড়াশ থানায় রাখা হয়েছে। লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য রবিবার (১৮ নভেম্বর) সকালে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

ওসি আরও জানান, উপজেলার চক-জয়কৃষ্ণপুর গ্রামের আব্দুর রউফের মেয়ে নবম শ্রেণির ছাত্রী রুবিনা খাতুনের (১৫) সঙ্গে পাশের রঘুনিলী গ্রামের ময়ান আলীর ছেলে সাহেদ আলীর (১৮) প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি রুবিনা খাতুনের অভিভাবকরা তার অন্যত্র বিয়ে ঠিক করেন। বিয়েতে রুবিনা অমত করলে অভিভাবকরা জোরাজোরি করেন। এতে অভিমান করে সকাল সাড়ে ১১টার দিকে রুবিনা নিজ বাড়ির সোয়ার ঘরে দরজা আটকে কীটনাশক পান করে। বাড়ির লোকজন জানতে পেরে তাকে সেখান থেকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান (শজিমেক) হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এদিকে, রুবিনার মৃত্যুর খবর পেয়ে দুপুরে প্রেমিক শাহেদ আলী নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এ বিষয়ে তাড়াশ থানায় দুটি অপমৃত্যু মামলা হয়েছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. বাবুল শেখ জানান, রুবিনা খাতুন ও সাহেদ আলীর সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। সকালে রুবিনা গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করে। এই খবর শুনে প্রেমিক সাহেদও নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্রাজিলের জার্সিতে এই বছরই শেষ মার্তার
ব্রাজিলের জার্সিতে এই বছরই শেষ মার্তার
৩ মে ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ ডেকেছে ইসলামী আন্দোলন
৩ মে ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ ডেকেছে ইসলামী আন্দোলন
ইসলামী ব্যাংকের নোয়াখালী জোনের কর্মকর্তা সম্মেলন
ইসলামী ব্যাংকের নোয়াখালী জোনের কর্মকর্তা সম্মেলন
ওলামা দলের আংশিক কমিটি দিয়েছে বিএনপি
ওলামা দলের আংশিক কমিটি দিয়েছে বিএনপি
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী