X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

‘দেশের ৫০ ভাগ মানুষ জানে না, তাদের ডায়াবেটিস রয়েছে’

রাজশাহী প্রতিনিধি
১৭ নভেম্বর ২০১৮, ২২:১৬আপডেট : ১৭ নভেম্বর ২০১৮, ২২:৩০

সেমিনারে আলোচকরা (ছবি– প্রতিনিধি)

উন্নয়নশীল দেশগুলোতে ডায়াবেটিক রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে। বাংলাদেরও তা থেকে পিছিয়ে নেই। তাই ডায়াবেটিস প্রতিরোধ করার জন্য সচেতন হতে হবে। দেশের ৫০ ভাগ মানুষ জানে না, তাদের ডায়াবেটিস রয়েছে। ২০১৫ সালে ১১ জনের ১ জন ডায়াবেটিক রোগে আক্রান্ত ছিল।

শনিবার (১৭ নভেম্বর) দুপুরে রাজশাহী মেডিক্যাল কলেজের ডা. কাইছার রহমান চৌধুরী মিলনায়তনে এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। ডায়াবেটিক কল্যাণ কেন্দ্রের ৩০ বছর পূর্তি ও বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, ‘রাসিক ছয়টি বিভাগের মাধ্যমে নগরবাসীকে সেবা প্রদান করে। এই ছয়টি বিভাগের মধ্যে সুনাম অর্জনকারী ও জাতীয়ভাবে পদক অর্জনকারী বিভাগ হচ্ছে স্বাস্থ্য বিভাগ। স্বাস্থ্য বিভাগের কর্মীরা, বিশেষ করে নারী কর্মীরা ওয়ার্ডে ওয়ার্ডে, বাড়ি বাড়ি গিয়ে সেবা প্রদান করেন।’

তিনি আরও বলেন, ‘ডায়াবেটিস এমন একটি রোগ, এতে রাতারাতি মানুষের মৃত্যুর আশঙ্কা কম থাকলেও এটি অসংখ্য রোগের জন্ম দেয়। যদি অনিয়ন্ত্রিত জীবনাযাপন করা হয়, তাহলে মানুষ দ্রুত তার শারীরিক শক্তি হারিয়ে ফেলে। এজন্য ডায়াবেটিক রোগীদের অনেক কিছুই মেনে চলতে হয়, মেনে চলতে হবে।’

রাজশাহী মেডিক্যাল কলেজের প্যাথলজি বিভাগের অবসরপ্রাপ্ত প্রভাষক ডা. ইমদাদুল হকের সভাপতিত্বে ও রাজশাহী ডায়াবেটিক কল্যাণ কেন্দ্রের সভাপতি ডা. এফএমএ জাহিদের পরিচালনায় সেমিনারে বক্তব্য রাখেন– বাংলাদেশ ডায়াবেটিক কল্যাণ সমিতির সভাপতি প্রফেসর ডা. একে আজাদ খান, ঢাকা সেন্ট্রাল মেডিক্যাল কলেজের অ্যান্ডোক্রাইনোলজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর লাইক আহম্মেদ খান, রাজশাহী মেডিক্যাল কলেজের অ্যান্ডোক্রাইনোলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা. ইমতিয়াজ মাহবুব, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক সাইদুর রহমান খান প্রমুখ।

সেমিনারে আরও উপস্থিত ছিলেন– রাসিকের প্যানেল মেয়র-১ সরিফুল ইসলাম বাবু, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, অধ্যাপক রুহুল আমিন প্রামাণিক, রাজশাহী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. নওশাদ আলী, রাজশাহী মেডিক্যাল কলেজ শিক্ষক সমিতির সভাপতি ডা. সানাউল হক মিয়া, রাজশাহী বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারের প্রধান শিক্ষক ডা. তবিবুর রহমান শেখ প্রমুখ।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক