X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়ার ৬ আসনে মনোনয়নপত্র নিলেন বিএনপির ৪৪ জন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৭ নভেম্বর ২০১৮, ২২:৪৪আপডেট : ১৭ নভেম্বর ২০১৮, ২২:৫৯

ব্রাহ্মণবাড়িয়া

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ব্রাহ্মণবাড়িয়ার ৬ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিএনপির ৪৪ জন। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে সর্বোচ্চ ১৩ জন এবং ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে একজন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর)

এ আসনে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি ও শিল্পপতি আলহাজ এ.কে একরামুজ্জামান। তিনি এই আসনে বিএনপির একমাত্র প্রার্থী।

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ)

এ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিএনপির ১০ জন প্রার্থী। তারা হলেন– বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক প্রতিমন্ত্রী আলহাজ উকিল আবদুস সাত্তার ভূঁইয়া, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মোহাম্মদ শামীম, সরাইল উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুর রহমান, আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু আসিফ আহমেদ, সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, জেলা বিএনপির সহ-সভাপতি ড. আজিজ আহমেদ, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি এস.এন তরুন দে, সাবেক ছাত্রদল নেতা আহসান উদ্দিন শিপন ও বিএনপি নেতা জাবেদ আল হাসান স্বাধীন।

ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর)

এ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৩ জন। তারা হলেন– বিএনপির নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল, সাবেক ছাত্রদল নেতা ড. তৌফিকুল ইসলাম মিথিল ও অ্যাডভোকেট মিনারা বেগম।

ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া)

এ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৬ জন। তারা হলেন– বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি মুশফিকুর রহমান, জেলা বিএনপির সহ-সভাপতি ও কেন্দ্রীয় কৃষকদল নেতা নাছির উদ্দিন হাজারী, কেন্দ্রীয় বিএনপি নেতা শাকিল ওয়াহেদ সুমন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম. আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী মুসলিম উদ্দিন এবং বিএনপি নেতা আমেরিকা প্রবাসী মামুনুর রশীদ মোহন।

ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর)

এ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ১৩ জন। তারা হলেন– কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম-সম্পাদক তকদীর হোসেন মোহাম্মদ জসীম, নবীনগর উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী শফিকুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনিছুর রহমান মনজু, জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক ছাত্রদল নেতা সাঈদুল হক সাঈদ, কেন্দ্রীয় ছাত্রদল নেতা রাজিব আহসান পাপ্পু, জেলা বিএনপির সদস্য নাজমুল হাসান তাপস, নবীনগর পৌরসভার মেয়র ও বিএনপি নেতা মাঈনুদ্দিন, নবীনগর উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক প্রফেসর নাইলা, বিএনপি নেতা ফারুক আহমেদ, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল-বাকী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, আলী আজ্জম জালাল ও বিএনপি নেত্রী মোছেনা বেগম।

ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর)

এ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ১১ জন। তারা হলেন– বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি আবদুল খালেক, বিএনপির নির্বাহী কমিটির সদস্য রফিক সিকদার, বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল মান্নান, বিএনপি নেতা মেহেদী হাসান পলাশ, ডা. রফিকুল ইসলাম খোকন, মোস্তাফিজুর রহমান, মেজর (অব.) সাঈদুর রহমান সাঈদ, বোরহান উদ্দিন, হারেস মিয়া, সারোয়ার জাহান ও দেওয়ান স্বপন।

এ ব্যাপারে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জহিরুল হক খোকন বলেন, ‘একটি বড় দলে অনেকেই প্রার্থী হতে পারেন। যাচাই-বাছাই শেষে যিনি দলীয় মনোনয়ন পাবেন, তার পক্ষেই দলীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মুখোমুখি ইরান-ইসরায়েল, পরীক্ষার মুখে মার্কিন সামরিক কৌশল
মুখোমুখি ইরান-ইসরায়েল, পরীক্ষার মুখে মার্কিন সামরিক কৌশল
শহীদ মিনারে বীরমুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাসের প্রতি শেষ শ্রদ্ধা
শহীদ মিনারে বীরমুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাসের প্রতি শেষ শ্রদ্ধা
বিমানবন্দরে বাউন্ডারি ভেঙে ঢুকে যাওয়া বাসের চালক গ্রেফতার 
বিমানবন্দরে বাউন্ডারি ভেঙে ঢুকে যাওয়া বাসের চালক গ্রেফতার 
মোংলার তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস, সহসা নামবে না বৃষ্টি
মোংলার তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস, সহসা নামবে না বৃষ্টি
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া