X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

রাজশাহী-২ আসনে সংসদ সদস্য বাদশাকে নিয়ে তৃণমূল আ.লীগে অস্বস্তি

দুলাল আবদুল্লাহ, রাজশাহী
১৮ নভেম্বর ২০১৮, ১৩:২১আপডেট : ১৮ নভেম্বর ২০১৮, ১৩:২৮

 

ফজলে হোসেন বাদশা রাজশাহীর ছয়টি আসনের মধ্যে সদরে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে তেমন উচ্ছ্বাস নেই। রাজশাহী-২ আসনের সংসদ সদস্য, ১৪ দলের শরিক, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা দুই দফায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এবারও ১৪ দল থেকে তার মনোনয়ন পাওয়ার সম্ভাবনাই বেশি। তবে রাজশাহী সদরের মতো গুরুত্বপূর্ণ সংসদীয় আসনে নিজ দল থেকে মনোনয়ন না পাওয়া এ নিয়ে ক্ষোভ রয়েছে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের মধ্যে। তাদের দাবি, সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকেই আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা কখনও তাকে কাছে পাননি। এজন্য এবার মহানগর আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা সদর আসন থেকে মনোনয়ন পেতে চেষ্টা করছেন।
১৪ দলীয় জোটের জন্য অনেকটা সবুজ সংকেত থাকার পরেও রাজশাহী-২ সদর আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে রাজশাহী-২ (সদর) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দিয়েছেন তিনজন। রবিবার (১১ নভেম্বর) দলীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন দুইজন। এরা হলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা ও সদস্য হাবিবুর রহমান বাবু। এর আগে এ আসনে মনোনয়ন ফরম বিতরণের প্রথম দিন মহানগর যুবলীগের সভাপতি রমজান আলী দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দেন।

রাজশাহী মহানগর আওয়ামী লীগের অনেক নেতাই বলছেন, নৌকার পক্ষে, নৌকা প্রতীক নিয়ে স্থানীয় মহানগর আওয়ামী লীগের এমন অনেক নেতাই আছেন, যারা এবার নির্বাচন করবেন।

রাজশাহী মহানগর আওয়ামী লীগের সদস্য ও আরডিএ সদস্য হাবিবুর রহমান জানান, নগরীতে তিনি দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন। তিনি আশাবাদী মনোনায়ন পাওয়ার ব্যাপারে।

একই আশাবাদ ব্যক্ত করেছেন রাজশাহী মহানগর যুবলীগের সভাপতি রমজান আলী। তিনি জানান, রাজশাহী-২ (সদর) আসনে নির্বাচন করতে তিনি আগ্রহী। এজন্য দলীয় মনোনয়ন জমা দিয়েছেন। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকেই মনোনয়ন দেবেন তার পক্ষে তিনি কাজ করবেন।
রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার বলেন, ‘গত দশ বছরে শরিক দলের সংসদ সদস্য হওয়ার পরও ফজলে হোসেন বাদশা মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এক কাপ চা খেতেও আসেননি। এমনকি আমাদের সঙ্গে তার কোনও যোগাযোগ নেই। তিনি হয়ত এবারও জোটের শরিক হিসেবে ভোট করবেন। আমি আওয়ামী লীগের রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক। অথচ তিনি একবারের জন্যও আমাকে ফোন করেননি। অর্থাৎ তিনি নিজেই আওয়ামী লীগ থেকে বিচ্ছিন্ন হয়ে আছেন।’

তবে রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা বলেন, ‘বিগত দুই দফায় রাজশাহী সদর আসন থেকে নির্বাচিত হয়েছি। ১৪ দল থেকে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছিল। এবারও ১৪ দল থেকে মহানগরীর উন্নয়ন ও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ করতে আমাকেই মনোনয়ন দেওয়া হবে।’

তিনি বলেন, ‘নির্বাচিত হওয়ার পর থেকে নগরীর উন্নয়নে কাজ করেছি। তার ফল নগরবাসী পাচ্ছে। বিশেষ করে, শিক্ষা, স্বাস্থ্যসহ প্রতিটি ক্ষেত্রে নগরীর ব্যাপক উন্নয়ন করেছি।’

নির্বাচিত হওয়ার পর থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা আপনাকে কাছে পাননি, জিজ্ঞেস করা হলে ফজলে হোসেন বাদশা বলেন, ‘যারা বলেন, তারা কী ভেবে যে বলেন তা জানি না। কারণ, নগরবাসীর সবাই আমাকে বেশ ভালোভাবেই জানেন।’

রাজশাহী মহানগরীর উন্নয়নের তথ্য সংবলিত লিফলেট বিতরণ করছেন রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা ও তার দলের কর্মী-সমর্থকরা। তবে শরিক দল আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্বাচনি প্রচারণায় দেখা যাচ্ছে না।

রাজশাহী মহানগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামাণিক দেবু বলেন, ‘আমরা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী। এই চেতনাকে ধারণ করে আমরা আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধ আছি। আগামী নির্বাচনে আবার বিজয়ী হয়ে সরকার গঠন করতে হলে বিগত ১০ বছরে সরকার যেসব উন্নয়ন করেছে তা সাধারণ মানুষের সামনে তুলে ধরতে হবে। আমরা সেই কাজটিই দীর্ঘদিন ধরে করে আসছি। ফলে রাজশাহীর মানুষ এখন জানেন, কারা ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়।’

দেবাশীষ প্রামানিক দেবু আরও বলেন, ‘সময় হলে আওয়ামী লীগের নেতাকর্মীরা আবারও জোটের প্রার্থীর জন্য কাজ করবেন।’

এদিকে ১৪ দলীয় জোটের বাইরে থেকেও অনেকে ভোটের প্রস্তুতি নিচ্ছেন। এমন একজন সাম্যবাদী দলের রাজশাহী মহানগর শাখার সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা। তিনি সদর আসনের জন্য গত সোমবার (১২ নভেম্বর) রির্টানিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন ফরম তুলেছেন। এছাড়াও রাজশাহী মহানগর শাখা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক খন্দকার মোস্তাফিজুর রহমান ডালিম ঢাকার বনানী চেয়ারম্যানের কার্যালয় থেকে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের লড়াইয়ে নামা সাম্যবাদী দলের নেতা মাসুদ রানা বলেন, ‘গত ১০ বছরে সদর আসনে নৌকা নিয়ে জিতেও ফজলে হোসেন বাদশা ১৪ দলের নেতাকর্মীদের বিন্দুমাত্র মূল্যায়ন করেননি। ১০ সেকেন্ডের জন্যও বিপদে-আপদে পাশে দাঁড়াননি। এই অবমূল্যায়নের জবাব দিতেই আমি নির্বাচনে লড়ছি। নির্বাচিত হলে এই অবমূল্যায়িত সব নেতাকর্মী সাধারণ জনগণের পাশে থাকবো। জনগণের সঙ্গে রাজনৈতিক দলের মেলবন্ধনের কাজটি করে থাকে তৃণমূলের কর্মীরা। তাদের দাবির প্রতি শ্রদ্ধা জানিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছি। জনগণের প্রতি আমার বিশ্বাস আছে। তারা আমাকে নির্বাচিত করবে।’

জানা গেছে, বিএনপি থেকে রাজশাহী সদর আসনে মনোনয়ন প্রত্যাশীদের তালিকায় রয়েছে তিন হেভিওয়েট প্রার্থীর নাম। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক মেয়র ও সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান মিনু এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ।

মিজানুর রহমান মিনু বলেন, ‘আমি রাজশাহী সদর থেকে নির্বাচিত তিনবারের মেয়র ও একবারের সংসদ সদস্য। দলীয় হাইকমান্ড চাইলে ও নির্বাচনি পরিবেশ যদি বজায় থাকে তাহলে সদর আসন থেকে আমিই নির্বাচন করবো। তিনি গত মঙ্গলবার (১৩ নভেম্বর) দলীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।’

আওয়ামী লীগ ও বিএনপি এই দ্বি-দলীয় বৃত্তের বাইরে বিকল্প শক্তি গড়ে তুলতে ৫ দফার আন্দোলন করছে বাম গণতান্ত্রিক জোট। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে, সারাদেশের মতো রাজশাহীতেও প্রার্থী দেবে তারা।

রাজশাহী জেলা সিপিবির সভাপতি এনামুল হক বলেন, ‘নির্বাচনি পরিবেশ যদি তৈরি হয় এবং সব দলের অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠিত হলে রাজশাহী সদর আসন থেকে বাম গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে প্রার্থী দেওয়া হবে।’

সিপিবির জেলা কমিটির সাধারণ সম্পাদক রাকসুর সাবেক ভিপি রাগীব আহসান মুন্না বলেন, ‘দল যদি নির্বাচনে অংশ নেয় তাহলে অবশ্যই সদর আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবো।’

রাজশাহী-২ (সদর) আসনে মোট ভোটারের সংখ্যা ৩ লাখ ১৭ হাজার ৮৫৩ জন। এদের মধ্যে নারী ভোটারের সংখ্যা ১ লাখ ৬১ হাজার ৯৫১ জন ও পুরুষ ভোটারের সংখ্যা ১ লাখ ৫৫ হাজার ৯০২ জন। এ আসনে মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১০৪টি।

/এআর/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!