X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

বরিশালে অপহৃত দুই স্কুলছাত্রী ঢাকা থেকে উদ্ধার, আটক ২

বরিশাল প্রতিনিধি
১৮ নভেম্বর ২০১৮, ১৬:৪৩আপডেট : ১৮ নভেম্বর ২০১৮, ১৯:২০

বরিশালে অপহৃত দুই স্কুলছাত্রী ঢাকা থেকে উদ্ধার, আটক ২ বরিশালের কাশিপুর গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণির দুই ছাত্রীকে অপহরণের চারদিন পর ঢাকার খিলগাঁও থেকে উদ্ধার করেছে এয়ারপোর্ট থানা পুলিশ। এ সময় আটক করা হয়েছে অপহরণকারী রিপন হাওলাদার ও মিরাজকে।

আটক মিরাজ পিরোজপুরের অমিতপুর গ্রামের নান্না হাওলাদারের ছেলে এবং রিপন একই এলাকার হাবিবুর রহমানের ছেলে। তারা পেশায় অটোচালক।

অপহৃতদের বাড়ি নগরীর চহঠা এলাকায়। শনিবার রাত সাড়ে ১২টার দিকে ঢাকার মেরাদিয়া প্রাথমিক স্কুল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে অপহৃতদের উদ্ধার এবং অপহরণকারীদের আটক করে বরিশালে নিয়ে আসা হয়। রবিবার দুপুর আড়াইটায় বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ কমিশনার মো. মোশাররফ হোসেন।

পুলিশ কমিশনার আরও বলেন, ‘অপহরণকারীরা মোবাইল ফোনের মাধ্যমে ওই দুই ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এরপর ফুসলিয়ে তাদের অপহরণ করে।

এয়ারপোর্ট থানার ওসি এআর মুকুল বলেন, ‘গত ১৪ নভেম্বর ওই দুই ছাত্রী নিজ নিজ বাড়ি থেকে স্কুলের উদ্দেশে বের হওয়ার পর নিখোঁজ হয়। পরে অপহরণকারীরা অজ্ঞাত স্থান থেকে মোবাইলে দুই ছাত্রীর কান্না অভিভাবকদের শোনায়। এরপর তাদের পরিবার থানায় সাধারণ ডায়েরি করলে পুলিশ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তাদের উদ্ধার করে। পুলিশ প্রযুক্তির মাধ্যমে রাজধানীর সিপাহীবাগে দুই স্কুল ছাত্রীর অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালায়। সিপাহীবাগের একটি ফ্ল্যাট থেকে দুই ছাত্রীকে উদ্ধার ও অপহরণকারীদের আটক করা হয়।

তিনি আরও জানান, অপহরণকারীরা দুই ছাত্রীকে ওই ফ্ল্যাটে আটকে রেখে ধর্ষণের কথা স্বীকার করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

/আইএ/জেবি/এএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!