X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

লক্ষ্মীপুরে ১৪ সাবেক ছাত্রলীগ নেতা আ. লীগের মনোনয়ন চায়

লক্ষ্মীপুর প্রতিনিধি
১৮ নভেম্বর ২০১৮, ১৮:৩২আপডেট : ১৮ নভেম্বর ২০১৮, ১৯:০৭

 

লক্ষ্ণীপুর থেকে মনোনয়নপ্রত্যাশী কয়েকজন সাবেক ছাত্রলীগ নেতা লক্ষ্মীপুর জেলার চারটি সংসদীয় আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৭০ জন। এদের মধ্যে অন্তত ১৪ জন সাবেক ছাত্রলীগ নেতা। এসব নেতার অনেকেই আশা করছেন, এবারে দল থেকে তারা মনোনয়ন পাবেন। সংশ্লিষ্ট নেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসন থেকে মনোনয়ন প্রত্যাশী তরুণ ও সাবেক ছাত্রলীগ নেতারা হলেন—সাবেক জেলা ছাত্রলীগ নেতা মাহবুব আলম মাহবুব, ঢাকা মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোমিন পাটওয়ারী ও জগ্ননাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি মাইন উদ্দিন মানু।

লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসন থেকে মনোনয়ন ফরম কিনেছেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নুর উদ্দিন চৌধুরী নয়ন, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি শামছু পাটওয়ারী, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সাধারণ সম্পাদক আব্দুল কাদির, সাবেক ছাত্রলীগ নেতা গাজী জহির ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান পাটওয়ারী।

লক্ষ্মীপুর-৩ (সদর) আসন থেনে মনোনয়ন প্রত্যাশী ছাত্রলীগ নেতারা হলেন—জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এ কে এম সালাহ উদ্দিন টিপু, সাবেক ছাত্রলীগের সভাপতি আব্দুল মতলব ও সাবেক ছাত্রলীগ নেতা শোয়েব হোসেন ফারুক।

লক্ষ্মীপুর-৪ (কমলনগর ও রামগতি) আসনে মানোনয়নপত্র কিনেছেন ছাত্রলীগের ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সাধারণ সম্পাদক তাসবিরুল হক অনু, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য আবদুর জাহের সাজু ও সাবেক ছাত্রলীগ নেতা শামছুল করিম।

সাবেক ছাত্রলীগ নেতা ও লক্ষ্মীপুর-১ আসনের প্রার্থী মাহবুব আলম মাহবুব বলেন, ‘ছাত্রজীবনে ছাত্রলীগের রাজনীতি করেছি। ছাত্র রাজনীতির পর যুবলীগের রাজনীতির পাশাপাশি ব্যবসা করেছি। ২০০১ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত দলের দুর্দিনে নেতাকর্মীদের আশ্রয় ও মামলা হামলার খরচ চালিয়েছি। এবার আমাকে এই আসন থেকে মনোনয়ন দেওয়ার দাবি জানাচ্ছি।’

লক্ষ্মীপুর-২ আসনের মনোনয়ন প্রত্যাশী ও সাবেক ছাত্রলীগ নেতা শামছুল ইসলাম পাটওয়ারী বলেন, ‘ছাত্রজীবন থেকে ছাত্রলীগের রাজনীতি করছি। দলের খারাপ সময়ে কাজ করেছি। দল তরুণ নেতৃত্বকে গুরুত্ব দিচ্ছে। আশা করি ছাত্রলীগের সাবেক নেতাদের থেকে দলীয় মনোনয়ন দেওয়া হবে।’

/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’