X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

দিনাজপুরে একদিনে ৫ হাজার ৭১৬ মেট্রিক টন পাথর উৎপাদন

দিনাজপুর প্রতিনিধি
১৯ নভেম্বর ২০১৮, ১১:১৯আপডেট : ১৯ নভেম্বর ২০১৮, ১১:২২

দিনাজপুর দিনাজপুর মধ্যপাড়ায় পাথর খনি থেকে পাথর উৎপাদনে নতুন রেকর্ড করেছে পাথর উৎপাদনে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানিয়া-ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি)। গত শনিবার থেকে রবিবার পর্যন্ত একদিনে (২৪ ঘন্টার ৩টি শিফটে) এই খনি থেকে ৫ হাজার ৭১৬ মেট্রিক টন পাথর উৎপাদন করেছে কোম্পানিটি।

খনি সূত্র জানায়, দিনাজপুরের মধ্যপাড়া কঠিন শিলা খনি থেকে ২০০৭ সালের ২৫ মে বাণিজ্যিকভাবে পাথর উত্তোলন শুরু করে। দৈনিক তিন শিফটে ৫ হাজার ৫শ’ মেট্রিক টন পাথর উত্তোলনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও প্রথম অবস্থায় গড়ে দৈনিক ১৮০০ থেকে ২ হাজার টন পাথর উত্তোলন করা হচ্ছিল। কিন্তু ২০১২ সাল থেকে তা নেমে দাঁড়ায় ৫০০ টনে। যাতে করে পাথর খনিটিতে ৬ বছরে প্রায় ২শ’ কোটি টাকার লোকসান করে। এ অবস্থায় পাথর খনির উৎপাদন বৃদ্ধি করতে এবং লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরিত করতে পেট্রোবাংলা কর্তৃপক্ষ বেরুলাশের ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানিয়া ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি)’র সঙ্গে ৬ বছরের জন্য চুক্তি করেন।

১৭১.৮৬ মিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে ২০২০ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত ৬ বছরে ৯২ লাখ টন পাথর উত্তোলনের চুক্তিতে ২০১৪ সালের ২০ ফেব্রুয়ারি থেকে পাথর উত্তোলন শুরু করে জিটিসি।

ঠিকাদারি প্রতিষ্ঠান জিটিসি’র নির্বাহী পরিচালক জাবেদ সিদ্দীক বলেন, ‘মাঝখানে বেশ কয়েকবার পাথর উৎপাদন বন্ধ ছিল। তবে ২০১৭ সালের জুন মাস থেকে পুরোদমে এই খনি থেকে পাথর উত্তোলন শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান জিটিসি। এরই মধ্যে পাথর উৎপাদনে নতুন রেকর্ড সৃষ্টি করেছে জিটিসি। গত শনিবার থেকে রবিবার পর্যন্ত ২৪ ঘন্টার ৩টি শিফটে ৫ হাজার ৭১৬ মেট্রিক টন পাথর উৎপাদন করেছে কোম্পানিটি। এর আগে গত ৩ সেপ্টেম্বর একদিনে ৫ হাজার ৩২৭ মেট্রিক টন পাথর উৎপাদন করে নতুন রেকর্ড সৃষ্টি করেছে জিটিসি।’

জিটিসি’র নির্বাহী পরিচালক জাবেদ সিদ্দীকি আরও বলেন, ‘মধ্যপাড়া খনির দায়িত্বভার গ্রহণের পর থেকে পাথর খনিটিকে লাভজনক করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি । খনির নতুন স্টোপ নির্মাণ করে বিদেশি মেশিনারিজ যন্ত্রপাতি ও যন্ত্রাংশ স্থাপন করে খনির পাথর উত্তোলন বৃদ্ধিকে গুরুত্বের সঙ্গে নিয়ে অর্ধশতাধিক বিদেশি খনি বিশেষজ্ঞ, দেশি প্রকৌশলী এবং ৭ শতাধিক খনি শ্রমিক তিন শিফটে পাথর উত্তোলন কাজে নিয়োজিত আছেন। প্রতিমাসে ১ লাখ ২০ হাজার মেট্রিক টন পাথর উত্তোলনের লক্ষ্যমাত্রা নিয়ে গত অক্টোবর মাসে প্রায় ১ লাখ ২৩ হাজার মেট্রিক টন পাথর উত্তোলন করে। পাথর উৎপাদন লক্ষ্যমাত্রায় পৌঁছানোর ফলে খনি শ্রমিকদের বিগত মাসগুলোতে বেতন ও ওভারটাইমের সঙ্গে উৎপাদন বোনাসও দিয়েছে এই কোম্পানিটি।’

/এমএফ/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউক্রেনের ড্রোনের জন্য নতুন প্রযুক্তি নিয়ে কাজ করছে যুক্তরাজ্য
ইউক্রেনের ড্রোনের জন্য নতুন প্রযুক্তি নিয়ে কাজ করছে যুক্তরাজ্য
সংরক্ষিত আসনের ১৬ শতাংশ এমপির পেশা রাজনীতি
সংরক্ষিত আসনের ১৬ শতাংশ এমপির পেশা রাজনীতি
ঢাবির সব ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
ঢাবির সব ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
বাংলাদেশের আম-কাঁঠাল-আলু নিতে চায় চীন
বাংলাদেশের আম-কাঁঠাল-আলু নিতে চায় চীন
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে