X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

খালেদা জিয়াসহ ফেনীতে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অর্ধশতাধিক

ফেনী প্রতিনিধি
১৯ নভেম্বর ২০১৮, ১৩:১৪আপডেট : ১৯ নভেম্বর ২০১৮, ১৫:১৯

ফেনীর বিভিন্ন আসনের মনোনয়ন প্রত্যাশীরা ফেনীতে বিএনপির অর্ধশতাধিক মনোনয়ন প্রত্যাশী ফরম জমা দিয়েছেন। খালেদা জিয়া ছাড়াও আছেন দলের ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবদীন ভিপি, সাবেক সেনা কর্মকর্তা বিগ্রেডিয়ার নাছির উদ্দিন আহমেদ। এছাড়া অনেক নতুন মুখও ফরম কিনেছেন।

দলীয় সূত্রে জানা গেছে, ফেনী-১ (পরশুরাম-ফুলগাজী ও ছাগলনাইয়া) আসনে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার ফরম সংগ্রহের মধ্য দিয়ে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। তিনি এ আসনে টানা পাঁচবার জয়ী হয়েছেন। এর মধ্যে তিনবার প্রধানমন্ত্রী ও দুইবার বিরোধী দলীয় নেত্রী ছিলেন। ২০১৪ সালের নির্বাচনে এ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য হন জাসদ সাধারণ সম্পাদক শিরিন আখতার।

দণ্ডপ্রাপ্ত হওয়ায় নির্বাচনে তার অংশগ্রহণ নিয়ে দ্বিধাদ্বন্দ্ব থাকায় বিকল্প প্রার্থী হিসেবে অনেকে ফরম জমা দিয়েছেন। এদের মধ্যে আছেন, দলের ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, সহ-সাংগঠনিক সম্পাদক জালাল আহম্মদ মজুমদার, ঢাকা মহানগর যুবদল সভাপতি রফিকুল আলম মজনু, জেলা বিএনপির সহ-সভাপতি হাবিবুর রহমান নান্টু, জেলা তাঁতী দলের আহ্বায়ক মাহতাব উদ্দিন আহমদ চৌধুরী মিনারসহ অনেকে।

ফেনী-২ আসনে বিএনপির মনোনয়নপত্র জমা দিয়েছেন জয়নাল আবদীন ভিপি। অন্যদের মধ্যে আছেন, ঢাকা মহানগর দক্ষিণ যুবদল সভাপতি রফিকুল আলম মজনু, জেলা বিএনপির প্রচার সম্পাদক গাজী হাবিব উল্লাহ মানিক, ভারপ্রাপ্ত সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন আহমদ মিস্টার, যুগ্ম-সম্পাদক প্রফেসর এম এ খালেক, সাংগঠনিক সম্পাদক মেজবাহ উদ্দিন খান, সদর উপজেলা সাধারণ সম্পাদক ফজলুর রহমান বকুল, মৎস্যজীবী দলের সভাপতি আলমগীর চৌধুরী, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন পাটোয়ারি, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ব্যবসায়ী ওমর ফারুক সাইমুন, নুর নবী।

সর্বাধিক প্রার্থী ফেনী-৩ আসনে। এ আসনে মনোনয়ন ফরম জমা দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, তার ছোট ভাই দাগনভূঞা উপজেলা বিএনপির সভাপতি আকবর হোসেন, বিগ্রেডিয়ার (অব.) নাছির উদ্দিন আহমেদ, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহ-দফতর সম্পাদক আবদুল লতিফ জনি, সাবেক সদস্য বেলাল মিল্লাত, সাবেক ছাত্র নেতা নাজমুল করিম দুলাল,  শাহানা আক্তার শানু, ওয়ান ব্যাংকের চেয়ারম্যান সাইদ হোসেন চৌধুরী, সোনাগাজী উপজেলা বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবদীন বাবলু, বর্তমান সহ-সভাপতি সোলায়মান ভূঞা, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন সেন্টু, যুগ্ম-সম্পাদক ছালাহ উদ্দিন শিমুলসহ অনেকে।

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির ‘ইন্ডিয়া-আউট’ ক্যাম্পেইন: বাস্তবতা ও সম্ভাব্য ফলাফল
বিএনপির ‘ইন্ডিয়া-আউট’ ক্যাম্পেইন: বাস্তবতা ও সম্ভাব্য ফলাফল
নায়কের জন্মদিনে নায়িকারা...
নায়কের জন্মদিনে নায়িকারা...
মৎস্য অবতরণ কেন্দ্র আধুনিকায়নে কাজ করবে জাইকা ও বিএফডিসি
মৎস্য অবতরণ কেন্দ্র আধুনিকায়নে কাজ করবে জাইকা ও বিএফডিসি
ট্রেনের ৪৫ হাজার টিকিট কিনতে দেড় কোটির বেশি হিট
ট্রেনের ৪৫ হাজার টিকিট কিনতে দেড় কোটির বেশি হিট
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের