X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ঠাকুরগাঁও-১: মির্জা ফখরুলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নামতে চান আ.লীগের ১১ জন

জাকির মোস্তাফিজ মিলু ,ঠাকুরগাঁও
১৯ নভেম্বর ২০১৮, ১৪:১৯আপডেট : ১৯ নভেম্বর ২০১৮, ১৯:১৯

আওয়ামী লীগের প্রার্থীদের ছবি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ঠাকুরগাঁও-১ আসনে ভোটের উত্তেজনাটা এখন মূলত আওয়ামী লীগকে কেন্দ্র করে। দলটি থেকে কে মনোনয়ন পাচ্ছেন, সেটা নিয়েই আলোচনা চলছে, আওয়ামী লীগ থেকে ১১ জন মনোনয়ন চাওয়ায় এই অবস্থা সৃষ্টি হয়েছে। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই আসনে দলীয় মনোনয়ন চেয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার পর বিএনপি বা ঐক্যজোটের পক্ষ থেকে আর কেউই মনোনয়ন চাননি। বরং মির্জা ফখরুল একক প্রার্থী হওয়ায় ফুরফুরে মেজাজে ধানের শীষে ভোট চাইছেন নেতাকর্মীরা।

ঠিক উল্টো অবস্থা এখন ক্ষমতাসীন আওয়ামী লীগের। ১১ জন মনোনয়ন চাওয়ায় কেউই এখনও সোজাসুজি জনগণের কাছে ভোটের প্রচারণা শুরু করতে পারেননি।  বরং মনোনয়ন পেতে দলের হাই কমান্ডে যোগাযোগ করছেন তারা।

স্থানীয়রা জানান, এতোদিনের ধারণা ছিল বরাবরের মতোই মির্জা ফখরুলের সঙ্গে লড়াইটা হবে আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য এবং ও গত দুবারের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনের। কিন্তু আওয়ামী লীগ সাংগঠনিকভাবে  নিজেদের সাজাতে না পারায় দলে বিভক্তি দেখা দিয়েছে। মোট ১১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং প্রত্যেকেই নিজেদের যোগ্য বলে দাবি করছেন। এ অবস্থায় নির্বাচনি প্রস্তুতিতে বাড়তি সুবিধা পাচ্ছে বিএনপি।

আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশীরা হলেন: বর্তমান সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ সাদেক কুরাইশী, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও যুব মহিলা লীগের সভাপতি তাহমিনা আক্তার মোল্লা, তিন বারের এমপি প্রয়াত খাদেমুল ইসলামের ছেলে কূটনীতিক সাহেদুল ইসলাম সাহেদ, প্রয়াত ভাষা সৈনিক ও সাবেক গর্ভনর ফজলুল করিমের ছেলে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মকবুল হোসেন বাবু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অরুনাংশু দত্ত টিটো, সাবেক ছাত্রলীগ নেতা ও কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ কমিটির সহসম্পাদক রাজিউর রেজা খোকন চৌধুরী, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ইন্দ্রনাথ রায়, ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক দফতর সম্পাদক কামরুল হাসান খোকন, মহিলা আওয়ামী লীগ নেত্রী আঞ্জু মনোয়ারা বন্যা ও জেলা আওয়ামী লীগের বাণিজ্য বিষয়ক সম্পাদক শামসুজ্জামান দুলাল।

দলে প্রার্থী বেশি হওয়ায় আওয়ামী লীগের কর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। অভ্যন্তরীণ কোন্দলের কারণে জেলা ও উপজেলা নেতাদের সেঙ্গে সংসদ সদস্যের দূরত্ব দেখা দিয়েছে বলেও জানান তারা।

জানা যায়, এই অঞ্চলে আওয়ামী লীগের নির্বাচনি প্রচার ও প্রস্তুতি শুরু হয়েছে প্রায় গত এক বছরেরও বেশি সময় ধরে। প্রথম দিকে রমেশ চন্দ্র সেনকে সামনে রেখে জেলা নেতারা একসঙ্গে গিয়েছেন আওয়ামী লীগ সরকারের উন্নয়ন বিষয়ক কোনও বড় উদ্বোধনী অনুষ্ঠানে , নৌকা মার্কার প্রচার জনসভায়, ভিত্তিপ্রস্তর স্থাপন বা উন্নয়ন প্রচারে, যেগুলো একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখেই চলতো বলে স্বীকার করতেন আওয়ামী লীগ নেতারা। কিন্তু শেষ দিকে দেখা গেছে, লোকজন কমে গেছে তার পাশ থেকে। তার সঙ্গে দূরত্ব বাড়ার সঙ্গে সঙ্গে দল থেকে নির্বাচন করতে ইচ্ছুক প্রার্থীর সংখ্যাও বেড়েছে।

এ ব্যাপারে সদর উপজেলার প্রবীণ নেতা আমির হোসেন বলেন, ‘ঠাকুরগাঁও-১ আসনে দলীয় প্রার্থী পরিবর্তনের দাবি তৃণমূল নেতাকর্মীদের। বর্তমান সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন নির্বাচিত হয়ে কিছু দুর্নীতিবাজ ও বিতর্কিত লোক নিয়ে তৃণমূল আওয়ামী লীগকে দূরে ঠেলে দিয়েছেন। তাই দল ও আওয়ামী লীগকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে বিকল্প প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ ও জমাদান করতে অনুপ্রেরণা জুগিয়েছি। এখন নেত্রীই সিদ্ধান্ত নেবেন কাকে মনোনয়ন দেওয়া হবে।’

তবে রমেশ চন্দ্র সেনের পক্ষে বলেছেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আলম টুলু। তিনি বলেন, ‘আওয়ামী লীগ অত্যন্ত শক্তিশালী সংগঠন। কতিপয় ব্যক্তি আওয়ামী লীগকে দুর্বল করার জন্য দলে বিভেদ সৃষ্টি করছেন। এলাকার সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনের পক্ষে এই আসনটির প্রতিটি ইউনিটের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ। আমরা আশাবাদী, আমাদের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এলাকার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আবার উনাকেই মনোনয়ন দেবেন।’

সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম বলেন, ‘ঠাকুরগাঁওয়ের ইতিহাসে রমেশ চন্দ্র সেনের উন্নয়ন অতীতের সব রেকর্ডকে ম্লান করেছে। তাই সেটা দলের হাইকমান্ড নিশ্চয়ই বিবেচনা করবেন।’

মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাদেক কুরাইশী বলেন, ‘২০০১ সালে দল কোন্দলে জড়িয়ে পড়ে। কেন্দ্র থেকে ভেঙে দেওয়া হয় কমিটি। সেই সময় ছিল দলের দুঃসময়। দলের দায়িত্ব পড়ে যায় আমার কাঁধে। জেলা আওয়ামী লীগের আহ্বায়কের পদে থেকে আমি দলের কোন্দল দূর করে সুসংগঠিত করেছি। দিনরাত শহর থেকে গ্রাম পর্যন্ত চষে বেড়াচ্ছি। নেত্রী যদি মনোনয়ন দেন তাহলে নির্বাচন করতে আমি প্রস্তুত। তবে প্রধানমন্ত্রী যাকে মনোনয়ন দেবেন তার পক্ষে কাজ করার প্রশ্নে যেন কেউ দ্বিধাগ্রস্ত না হয়- আমাদের জেলায় আমরা তা সাংগঠনিকভাবে নিশ্চিত করবো।’

অন্যদিকে এলাকার মানুষ প্রার্থী পরিবর্তন চায় বলে মনে করেন রমেশ চন্দ্র সেনের প্রতিদ্বন্দ্বী মনোনয়ন প্রার্থীরা। সদর উপজেলা সভাপতি ও মনোনয়ন প্রার্থী অরুনাংশ দত্ত টিটো বলেন, ‘বর্তমান এমপির যথেষ্ট বয়স হয়েছে। তাছাড়া তৃণমূলের দাবি, নেতৃত্বে পরিবর্তন আনার।’ তার দাবি, বিগত উপজেলা নির্বাচনে তাকে বিএনপি প্রার্থীর কাছে পরাজিত হতে হয়েছে আওয়ামী লীগেরই অভ্যন্তরীণ কোন্দলের কারণে।

আরেক প্রার্থী যুব মহিলা লীগের জেলা সভাপতি তাহমিনা মোল্লার সমর্থকদের দাবি, বিগত পৌর নির্বাচনে তাহমিনা মোল্লার বিএনপির কাছে পরাজিত হওয়ার কারণ অসহযোগিতা এবং দলের সবচাইতে সুদৃঢ় ঘাঁটি হিসেবে পরিচিত খানকা শরীফের ভোট নৌকায় না আসা। আর সেটা আওয়ামী লীগেরই একাংশেরই পরিষ্কার কারসাজি বলেও দাবি তাদের। তাদের মতে, এর জন্য ব্যক্তি নয়, দলের নেতৃত্বের ব্যর্থতা রয়েছে। তবে তাহমিনা মোল্লা পরাজয়ের জন্য নিজের ব্যর্থতার কথা উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘নৌকা মার্কার প্রার্থী যেই হোক, তার জন্য কাজ করছি, কাজ করবো।’

এদিকে মনোনয়নপত্র জমা দিয়ে এলাকায় নতুন চমক সৃষ্টি করেছেন প্রয়াত সংসদ সদস্য খাদেমুল ইসলামের ছেলে সাহেদুল ইসলাম সাহেদ। তিনি বলেন, ‘আওয়ামী লীগের সভানেত্রী বর্তমান তরুণদের নিয়ে স্বপ্ন দেখছেন। তরুণ নেতৃত্ব দেশকে বিশ্বের দরবারে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমার বাবা এই আসনে তিন বার এমপি নির্বাচিত হয়েছেন। বাবার অসমাপ্ত কাজগুলো শেষ করার জন্য নেত্রী বিবেচনা করে মনোনয়ন দেবেন বলে আশা করছি।’

এতো প্রার্থীর মনোনয়ন চাওয়া প্রশ্নে জেলার অন্যতম যুগ্ম সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির প্রাক্তন সভাপতি অ্যাডভোকেট তোজাম্মেল হক মঞ্জু বলেন, ‘এ ঘটনা প্রমাণ করে আওয়ামী লীগ দেশের বৃহত্তম গণতান্ত্রিক দল। আর এ দলে প্রতিটি আসনের সংসদ সদস্য হওয়ার মতো একাধিক নেতৃত্ব রয়েছেন। একইসঙ্গে নির্বাচনকে উৎসব হিসেবে নিয়েছে আমাদের দল। মনোনয়নপত্র সংগ্রহের অর্থ যাচ্ছে দলীয় ফান্ডে। তাই যেই মনোনয়ন চান না কেন, প্রধানমন্ত্রী যাকে মনোনয়ন দেবেন; তার পক্ষেই দলের সবাই কাজ করবে।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

তবে বিএনপি নেতা মির্জা ফয়সাল আমীন বলেন, ‘আমি সোজাসুজি কোনও মন্তব্য করতে চাই না, তবে দেশের মানুষের কাছে নিশ্চয়ই এ প্রশ্নটি আসবে, ১১ জনের নমিনেশন চাওয়া আর দলের সবাই মিলে এক জনের নমিনেশন চাওয়া, কোন দলটি ঐক্যবদ্ধ?’

তিনি আরও বলেন, ‘বিএনপি শুধু নিজের ক্ষমতার জন্য লড়াই করেনি, জনগণের অধিকার ফিরিয়ে দিতে, দেশ ও দেশের বিচার বিভাগসহ সব প্রতিষ্ঠানকে রক্ষা করতে খালেদা জিয়া ও তারেক জিয়ার নির্দেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে লড়াই করছে। তার প্রতিফলন সারা দেশের মতো ঠাকুরগাঁওয়ের জনসাধারণও এবারের নির্বাচনে দেখাবেন।’  

ঠাকুরগাঁও নির্বাচন কমিশনের দেওয়া তথ্য মতে, ঠাকুরগাঁও-১ আসনে মোট ভোটারের সংখ্যা ৪ লাখ ২১ হাজার ৬৬২ জন। এদের মধ্যে নারী ভোটারের সংখ্যা ২ লাখ ১০ হাজার ৯৬ ও পুরুষ ভোটারের সংখ্যা ২ লাখ ১১ হাজার ৫২৬। এ আসনটি  একটি পৌরসভা ও  ২১ টি ইউনিয়ন নিয়ে গঠিত।

ঠাকুরগাঁও-১ আসনের বিগত নিবার্চনগুলোর পরিসংখ্যান:

২০০৮ সালে নবম জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী রমেশ চন্দ্র সেন নৌকা প্রতীক নিয়ে ৫৬ হাজার ৬৯০ ভোটের ব্যবধানে ধানের শীষ ও প্রতীকের প্রার্থী মির্জা ফখরুলকে পরাজিত করেন। নৌকা পায় একলাখ ৭৭ হাজার ১০১ ভোট, ধানের শীষ পায় একলাখ ২০ হাজার ৪১১ ভোট।

এর আগে ২০০১ সালে অষ্টম সংসদ নির্বাচনে মির্জা ফখরুল ধানের শীষ প্রতীক নিয়ে ৩৭ হাজার ৯৬২ ভোটে ব্যাবধানে আওয়ামী লীগের প্রার্থী রমেশ চন্দ্র সেনকে হারান। ধানের শীষ পায় একলাখ ৩৪ হাজার ৯১০ ভোট আর নৌকা পায় ৯৬ হাজার ৯৪৮ ভোট। এককভাবে জাতীয় পার্টির প্রার্থী নূরে আলম চৌধুরী ১৬ হাজার ৬৪৭ ভোট পেয়েছিলেন।

১৯৯৬ সালে সপ্তম জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী খাদেমুল ইসলাম পান ৬২ হাজার ৭০৯ ভোট। বিএনপির মির্জা ফখরুল ধানের শীষ প্রতীক নিয়ে পান ৫৮ হাজার ৩৬৯ ভোট। ভোটের ব্যবধান ৪ হাজার ৩৪০ ভোট। আলাদা নির্বাচন করে জামায়াতের রফিকুল ইসলাম পান ১৭ হাজার ২৪২ ভোট।

১৯৯১ সালে পঞ্চম জাতীয় নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে খাদেমুল ইসলাম পান ৫৭ হাজার ৫৩৫ ভোট। বিএনপির মির্জা ফখরুল পান ৩৬ হাজার ৪০৬ ভোট। ভোটের ব্যবধান ২১ হাজার ১২৯ ভোট। জামায়াত প্রার্থী রফিকুল ইসলাম পান ২৬ হাজার ৮০০ ভোট। আর জাতীয় পার্টি প্রার্থী রেওয়ানুল হক ইদু চৌধুরী পান ২১ হাজার ৫০ ভোট।

 

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফরেন সার্ভিস একাডেমিতে ‘জেনোসাইড কর্নার’ বন্ধ থাকায় সাবেক পররাষ্ট্রমন্ত্রীর অসন্তোষ
ফরেন সার্ভিস একাডেমিতে ‘জেনোসাইড কর্নার’ বন্ধ থাকায় সাবেক পররাষ্ট্রমন্ত্রীর অসন্তোষ
ইতিহাস বিকৃত করে বিএনপি সফল হয়নি, এখন আবোল-তাবোল বলছে: পররাষ্ট্রমন্ত্রী
ইতিহাস বিকৃত করে বিএনপি সফল হয়নি, এখন আবোল-তাবোল বলছে: পররাষ্ট্রমন্ত্রী
শাহীনকে সরিয়ে বাবরকে নেতৃত্বে ফেরার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে পিসিবি!
শাহীনকে সরিয়ে বাবরকে নেতৃত্বে ফেরার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে পিসিবি!
মেঘলা আকাশ থেকে ঝরতে পারে বৃষ্টি, বাড়বে গরম
মেঘলা আকাশ থেকে ঝরতে পারে বৃষ্টি, বাড়বে গরম
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়