X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

কুষ্টিয়ায় হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

কুষ্টিয়া প্রতিনিধি
১৯ নভেম্বর ২০১৮, ২০:৫৭আপডেট : ১৯ নভেম্বর ২০১৮, ২১:০১

যাবজ্জীবন কুষ্টিয়ায় জমিসংক্রান্ত বিরোধের জেরে আবদুল গনি তুহিন (২৫) নামে এক যুবককে হত্যার মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও আদালত আসামিদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করেছেন।

সোমবার (১৯ নভেম্বর) দুপুরে কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ অরূপ কুমার গোস্বামী এ রায় দেন। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চরবানিয়াপাড়া গ্রামের মেজবার রহমান (৬০), তার স্ত্রী রঞ্জনা খাতুন (৫০) ও তাদের ছেলে রইস উদ্দিন (২৮)। আসামিদের মধ্যে রইস উদ্দিন পলাতক। অন্য দুই আসামি  রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। এছাড়া এ মামলার আরও  দুই আসামি আবু সাইদ ও সেলিম রেজার অপরাধ প্রমাণিত না হওয়ায় আদালত তাদের বেকসুর খালাস দিয়েছেন।

কুষ্টিয়া জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী জানান, ২০১২ সালের ১ জুন কুমারখালী উপজেলার চরবানিয়াপাড়া গ্রামে পারিবারিক জমি ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব বাঁধে। সেখানে উপস্থিত তুহিন দ্বন্দ্ব ঠেকাতে গেলে তার বুকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে তুহিন মারা যান।

এ ঘটনায় তুহিনের বাবা শহিদুল পাঁচজনের বিরুদ্ধে সদর থানায় মামলা করেন। মামলার তদন্ত শেষে ২০১৩ সালের ৮ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। আদালত ওই বছর ১ অক্টোবর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। বিজ্ঞ আদালত দীর্ঘ সাক্ষ্য শুনানি শেষে মামলার আসামিরা দোষী প্রমাণিত হাওয়ায় তাদের যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা করে জরিমানা করেন।

 

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
লখনউর কাছে হারলো চেন্নাই
লখনউর কাছে হারলো চেন্নাই
পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট শেষেই বিজয় মিছিল
পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট শেষেই বিজয় মিছিল
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া