X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

দুবলার চরে রাস উৎসব শুরু বুধবার

মোংলা প্রতিনিধি
১৯ নভেম্বর ২০১৮, ২১:০১আপডেট : ১৯ নভেম্বর ২০১৮, ২১:০৮

রাসমেলা আগামী বুধবার (২১ নভেম্বর) থেকে বঙ্গোপসাগরের দুবলার চরে শুরু হবে তিন দিনব্যাপী রাস উৎসব। শত বছরের ঐতিহ্যবাহী ও উৎসবকে কেন্দ্র করে সেখানে বসবে সব ধর্মের মিলন মেলা। হাজার হাজার দর্শনার্থীর আগমনে মেলা হয়ে উঠবে উৎসবমুখর। রাস উৎসব আয়োজক কমিটির আহ্বায়ক কামাল উদ্দিন আহম্মেদ এ তথ্য জানান।

এ বছর রাস উৎসবকে কেন্দ্র করে সুন্দরবন পূর্ব বিভাগ থেকে কঠোর নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতোমধ্যে সব রকমের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানান পূর্ব সুন্দরবনের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) মাহমুদুল হাসান। তিনি বলেন, ‘রাস উৎসব নির্বিঘ্নে যাতে তীর্থযাত্রী ও দর্শনার্থীরা যেতে পারেন তার জন্য বন বিভাগের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এছাড়া নিরাপত্তা রক্ষায় বন বিভাগের পাশাপাশি র‍্যাব, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সদস্যরা টহল কার্যক্রম চালাবে।’

বনবিভাগ সূত্রে জানায়, প্রতি বছর কার্তিক ও অগ্রহায়ণের শুক্লপক্ষে হিন্দু সম্প্রদায়ের মানুষ পার্থিব জীবনের কামনা বাসনা পূরণের লক্ষ্যে সুন্দরবনের শেষ প্রান্তে বঙ্গোপসাগরের তীরে দুবলার চরে এক নিবিড় পরিবেশে সমবেত হন। সেখানে সূর্যদয়ের সঙ্গে সঙ্গে সমুদ্রস্নান করতে ঈশ্বরের প্রতি আরতী জানায়। অসংখ্য হিন্দু নর-নারী গঙ্গাসাগরে মেলার মতো তীর্থস্থান মনে করে এ মেলায় উপস্থিত হন।

রাস উৎসবের আয়োজক কমিটির আহ্বায়ক কামাল উদ্দিন জানান, ধর্মভীরু হিন্দু সম্প্রদায়ের  লোকেরা দুবলায় মেলায় মানত করেন  এবং বছরের এসময়টায় এসে আনুসাঙ্গিক অনুষ্ঠান সম্পন্ন করে থাকেন। আবার কেউ কেউ পাপ মোচন হবে মনে করে এ স্থানে আসেন এবং সমুদ্রের ঢেউয়ে স্নান করেন। এসময় ঢেউ সেবনের মন্ত্র উচ্চারণ করে পাঁঠা বলি, ফল ও মিষ্টি সাগরে নিক্ষেপ করতে দেখা যায় ভক্তদের। আগামী ২৩ নভেম্বর সাঙ্গ হবে এবারের রাস উৎসব।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
‘জুনের মধ্যে ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ সম্পন্ন হবে’
‘জুনের মধ্যে ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ সম্পন্ন হবে’
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়