X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

মঠবাড়িয়ায় ধানকাটা নিয়ে সংঘর্ষে আহত ১৭

পিরোজপুর প্রতিনিধি
১৯ নভেম্বর ২০১৮, ২১:০১আপডেট : ১৯ নভেম্বর ২০১৮, ২১:১১

পিরোজপুর পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার শাপলেজা ইউনিয়নের খেতাছিড়া গ্রামে বিরোধপূর্ণ জমির ধান কাটাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নারী ও বৃদ্ধসহ ১৭ জন আহত হয়েছেন। সোমবার (১৯ নভেম্বর) সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে।
এ সংঘর্ষে গুরুতর আহত চারজনকে বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শাপলেজা ইউপি চেয়ারম্যান মো. মিরাজ মিয়া বাংলা ট্রিবিউনকে জানান, খেতাছিড়া গ্রামের মোজাম্মেল হাওলাদারের সঙ্গে একই গ্রামের আবদুল কুদ্দুসের প্রায় তিন একর কৃষি জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সোমবার সকালে মোজাম্মেল হাওলাদার তার দলবল নিয়ে জোরপূর্বক জমির ধান কাটতে যান। এ সময় আবদুল কুদ্দুস বাধা দেন। একপর্যায়ে দুই পক্ষ লাঠিসোঁঠা ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এতে সুমন ফরাজী (২২), মো. চান মিয়া (৪৫), মো. আল  আমিন হাওলাদার (২০), মো. বাচ্চু শিকদার (৪০), মো. আনোয়ার হোসেন (৫৫), মো. মহারাজ হাওলাদার (২৪), গৃহবধূ হাসিনা বেগম (৩২), জাহানারা বেগম (৪০), ফাতেমা বেগম (২৫), মো. শহীদ ফরাজী (৩০), মো. রাজা ফরাজী (৪২), মো. সোহেল ঘরামী (১৮), সোহরাব হোসেন (৪০), শাহ আলম (৪৫), নাসিমা (৪০) ছালাম মিয়া (৩৫) ও মালেক হাওলাদার (৭০) আহত হন। আহতদের মধ্যে সোহরাব হোসেন, চান মিয়া ও বাচ্চু শিকদারকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শাপলেজা ইউপি চেয়ারম্যান আরও জানান, জমিটি নিয়ে ১৫ দিন আগে থানায় সালিশ বৈঠক হয়েছে। আগামী শনিবার আবার থানায় বৈঠক হওয়ার কথা ছিল। তার আগেই সংঘর্ষ বাঁধল। তিনি এ সংঘর্ষের জন্য মোজাম্মেল হাওলাদারকে দায়ী করেন।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমআর শওকত আনোয়ার ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ তিনজনকে আটক করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা