X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

বগুড়ায় আ. লীগের নারী নেত্রীদের নিয়ে ক্যাম্পেইন

বগুড়া প্রতিনিধি
২০ নভেম্বর ২০১৮, ০৭:৪৬আপডেট : ২০ নভেম্বর ২০১৮, ০৭:৫৩

বগুড়ায় ক্যাম্পেইনে বক্তব্য রাখছেন এক নারী নেত্রী বগুড়া শহরতলির ছিলিমপুরে ‘নারীর জয়ে সবার জয়’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ নভেম্বর) দিনব্যাপী ছিলিমপুরের চার তারকা হোটেল নাজ গার্ডেনে ওই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল (ডিআই) রাজশাহী বিভাগীয় কার্যালয়ের আয়োজনে আঞ্চলিক এই নারী সম্মেলনে আট জেলার আওয়ামী মহিলা লীগ, যুব মহিলা লীগ এবং ডিআই ফেলো ও মাস্টার ট্রেইনাররা অংশ নেন।

সম্মেলনে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে দেশ। বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে বাংলাদেশ। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে হবে। দেশের উন্নয়ন অগ্রগতিতে নারী-পুরুষের অবদান সমান। সকলের সম্মিলিত প্রচেষ্টায় দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। আগামী জাতীয় নির্বাচনে সাধারণ আসনে নারীদের মনোনয়ন দেওয়ার দাবি জানান বক্তারা। তৃনমূল পর্যায় পর্যন্ত নারী নেতৃত্ব প্রতিষ্ঠার আহ্বান জানানো হয় ক্যাম্পেইন থেকে।

ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল রাজশাহী বিভাগীয় আঞ্চলিক ব্যবস্থাপক আফসানা বেবীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন— মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও রাজশাহীর নেত্রী মর্জিনা পারভীন, প্রফেসর ড. হাসনা হেনা, জয়পুরহাট জেলা আওয়ামী লীগ নেতা নন্দলাল পার্সি, পাবনা জেলা আওয়ামী লীগ নেতা শাওয়াল বিশ্বাস, ডিআই ফেলো ও জাপার কেন্দ্রীয় সদস্য আব্দুস সালাম বাবু, সিরাজগঞ্জের হাসনা হেনা, পাবনার শামীমা শিরিন, বগুড়ার হেফাজত আরা মিরা, স্বপ্না চৌধুরী, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ডালিয়া নাসরিন রিক্তা, হাবিবা খাতুন ঝর্না, নাটোরের রত্না আহম্মেদ, নওগাঁর আফেলাতুন্নেছা, রাজশাহীর ইয়াসমিন রেজা ফেন্সি, শাম্মীম আজিজ, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল রাজশাহী বিভাগীয় উপআঞ্চলিক সমন্বয়ক মাছুদ আহম্মেদ প্রমুখ।

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একযুগ পর দলছুট, সঙ্গে সঞ্জীব চৌধুরী
একযুগ পর দলছুট, সঙ্গে সঞ্জীব চৌধুরী
সুন্দরবনে মধু সংগ্রহ করা ব্যক্তির ওপর ঝাঁপিয়ে পড়লো বাঘ, নিয়ে গেলো গহীন বনে
সুন্দরবনে মধু সংগ্রহ করা ব্যক্তির ওপর ঝাঁপিয়ে পড়লো বাঘ, নিয়ে গেলো গহীন বনে
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দিলেন এক ব্যক্তি
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দিলেন এক ব্যক্তি
দুই জনপ্রতিনিধির নাম বলে সাভারে সাংবাদিকের ওপর কেমিক্যাল নিক্ষেপ
দুই জনপ্রতিনিধির নাম বলে সাভারে সাংবাদিকের ওপর কেমিক্যাল নিক্ষেপ
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি