X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

মাগুরায় বড় দুই দলে মনোনয়ন প্রত্যাশীদের ঢল

মাগুরা প্রতিনিধি
২০ নভেম্বর ২০১৮, ১১:১১আপডেট : ২০ নভেম্বর ২০১৮, ১১:২৩

মনোনয়ন প্রত্যাশীদের কয়েকজন আসন্ন সংসদ নির্বাচনের জন্য আওয়ামী লীগ এবং বিএনপি থেকেই মাগুরায় রেকর্ড সংখ্যক প্রার্থী মনোনয়ন ফরম কিনেছেন। মাগুরার দু’টি আসনে আওয়ামী লীগের ২৭ এবং বিএনপির ১৭ জন মনোনয়নপত্র কিনেছেন।

মাগুরা-১ আসনে আওয়ামী লীগের ১৮ জন ফরম কিনেছেন বলে জানা গেছে। নেতাকর্মীদের ধারণা, মূলত শীর্ষস্থানীয় দু-একজনের মধ্য থেকে কেউ মনোনয়ন পাবেন। তারপরও অনেকে ফরম কিনেছেন। বর্তমান এমপি এটিএম আব্দুল ওয়াহাব এবং প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সচিব সাইফুজ্জান শিখরের মধ্যে যে কেউ মনোনয়ন পেতে পারেন।

জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাজেদুল হক ঝন্টু বলেন, ‘মনোনয়নের জন্য লড়াই হবে দু’জনের মধ্যে তা সবাই জানে। তারপরও কেন্দ্রে এবং এলাকায় নিজেকে পরিচিত করতেই অন্যদের মনোয়ন ফরম নেওয়া।’

এ আসনে বিএনপি থেকেও ৯ প্রার্থী ফরম নিয়েছেন। দীর্ঘদিন ধরে মাগুরা বিএনপির অন্তর্দ্বন্দ্ব চলতে থাকায় মূলত দলটির নেতৃত্বে কোনও সমন্বয় নেই মনে করছেন নেতাকর্মীরা।

এ প্রসঙ্গে এ আসনের মনোনয়ন প্রত্যাশী আহসান হাবিব কিশোর বলেন, ‘দলীয় কার্যক্রমে সরকারি বাধার কারণে মাগুরায় বিএনপি একটু অগোছালো। আমরা আশা করি কেন্দ্র এমন কাউকে মনোনায়ন দেবেন যে কিনা সবাইকে ধানের শীষের পতাকাতলে ঐক্যবদ্ধ রাখতে পারবে। দলের অনেকেই নিজের মতো করে মনোনয়ন চাইছেন। কিন্তু ধানের শীষ যিনি পাবেন সবাই তার পক্ষেই কাজ করবো।’

মাগুরা-২ আসনের আওয়ামী লীগ থেকে মনোনয়ন ফরম কিনেছেন ৯ জন। মূলত এ আসনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেণ শিকদার মনোনয়ন পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে মনোনয়ন ফরম নেওয়াকে সাংগঠনিক অনুশীলন বলে ভাবছে অনেকেই।

আওয়ামী লীগের কর্মী সাইফুল ইসলাম বলেন, ‘আওয়ামী লীগে নেতার সংখ্যা বেশি তাই বেশি মনোনয়নপত্র বিক্রি হবে এটাই স্বাভাবিক। তবে আমার মনে হয়েছে পছন্দের প্রার্থীকে সমর্থন দেওয়ার জন্যও অনেকে মনোনয়ন ফরম কিনেছেন।’

এ আসনে বিএনপি ৮ জন ফরম কিনেছেন। এ আসনের প্রার্থী বিএনপির কেদ্রীয় ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী মনোনয়ন দৌঁড়ে এগিয়ে আছেন বলে বিভিন্ন মহলে আলোচনা হচ্ছে। তার অন্যতম প্রতিদ্বন্দ্বী কাজি সালিমুল হক কামাল জিয়া অরফানেজ মামলায় বর্তমানে কারাগারে আছেন।

মহম্মদপুরের বিএনপি কর্মী মশিউর রহমান রিংকু বলেন, ‘এ আসনে মনোনয়ন কে পাবেন তা প্রায় সবাই জানেন। তারপরও এত প্রার্থী আধিক্যের কারণ এরা ভবিষ্যতে দলে যেন একটা অবস্থান পাই তারই একটা পূর্ব প্রস্তুতি।’

এ আসনের মনোনয়ন প্রার্থী সাজ্জাদ হোসেন বলেন, ‘বিএনপি একটি বড় দল তাই প্রার্থীর সংখ্যাও অধিক হবে এটাই স্বাভাবিক। তবে নতুন নেতৃত্ব আসুক এটাও আমাদের প্রত্যাশা। একারণেই আমাদের চাওয়া তরুণ নেতৃত্ব যেন মনোনয়ন পায়।’

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার বলেন, ‘আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক দল। গণতান্ত্রিক অনুশীলন এ দলে সব সময় আছে। সেই ধারাবাহিকতায় প্রার্থীর প্রাচুর্য থাকতেই পারে। তবে যেই মনোনয়ন পাক সবাই দলীয় আনুগত্য বজায় রাখবে।’

 

/এসটি/
সম্পর্কিত
বাস-অটোরিকশার সংঘর্ষে মাগুরায় নিহত ৩
‘কিংস পার্টিতে’ সাকিবের যোগদানের বিষয়টি জানেন না মহাসচিব
মেয়াদোত্তীর্ণ ৮০ বস্তা খেজুর বিক্রির পর  ১২০ বস্তা জব্দ
সর্বশেষ খবর
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
লখনউর কাছে হারলো চেন্নাই
লখনউর কাছে হারলো চেন্নাই
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া