X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

নাসিরনগরে স্বামী-স্ত্রীর রক্তাক্ত লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২০ নভেম্বর ২০১৮, ২০:২১আপডেট : ২০ নভেম্বর ২০১৮, ২১:০০

ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে স্বামী-স্ত্রীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২০ নভেম্বর) সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নিহতরা হলেন আলীয়ারা গ্রামের মো. হারুন মিয়া (২৫) এবং তার স্ত্রী পাশের নরহা গ্রামের মিনা আক্তার (১৯)।

পুলিশ ও এলাকাবাসী জানান, দুই মাস আগে তাদের বিয়ে হয়। এরপর থেকে তারা হরিপুর ইউনিয়নের প্রত্যন্ত আলীয়ারা গ্রামে বসবাস করে আসছিলেন। সোমবার সন্ধ্যায় উভয়ের লাশ বাড়ির পাশে একটি পুকুর পাড়ে রক্তাক্ত অবস্থায় পড়েছিল। এ অবস্থা দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে আজ মঙ্গলবার সকালে পুলিশ তাদের লাশ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠায়।

ঘটনা সম্পর্কে নাসিরনগর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. সাজ্জাদুর রহমান জানান, ‘ধারালো অস্ত্রের আঘাতজনিত কারণে তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বাড়ির আশপাশের এলাকায় জনবসতি এবং বাড়িতে অন্য কেউ না থাকায় হত্যাকাণ্ড সম্পর্কে এখনই স্পষ্টভাবে বলা যাচ্ছে না। উভয়ের শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।’

তিনি আরও জানান, ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সরাইল সার্কেল) মো. মনিরুজ্জামান ফকির ও নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজেদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মিনার বাবা মো. জামাল মিয়া অভিযোগ করেন, ‘সম্পত্তির লোভে আমার মেয়ের জামাতার ভাইয়েরা আমার মেয়ে ও জামাইকে খুন করে থাকতে পারে। এ বিষয়ে আমি বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছি।’

নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজেদুর রহমান জানান, ‘প্রাথমিক অবস্থা দেখে মনে হচ্ছে পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে হত্যা করে স্বামী আত্মহত্যা করে থাকতে পারে। তবে ঘটনাটি তদন্তের জন্য ইতোমধ্যে পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে। আশা করি দ্রুত এ ঘটনার রহস্য উদ্ঘাটন করতে পারবো।’

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
২০৪১ পর্যন্ত কর অব্যাহতি আদায় করতে চাই: মোস্তাফা রফিকুল ইসলাম
বেসিস নির্বাচন২০৪১ পর্যন্ত কর অব্যাহতি আদায় করতে চাই: মোস্তাফা রফিকুল ইসলাম
মিয়ানমার থেকে দেশে ফিরছেন দেড় শতাধিক বাংলাদেশি
মিয়ানমার থেকে দেশে ফিরছেন দেড় শতাধিক বাংলাদেশি
কক্সবাজার-চট্টগ্রাম রেললাইনে ট্রেনের বগি লাইনচ্যুত
কক্সবাজার-চট্টগ্রাম রেললাইনে ট্রেনের বগি লাইনচ্যুত
ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার জ্বালানি স্থাপনায় আগুন
ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার জ্বালানি স্থাপনায় আগুন
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা