X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

গাজীপুরে শিবিরের ৬ নেতাকর্মী আটক

গাজীপুর প্রতিনিধি
২১ নভেম্বর ২০১৮, ০৩:৫৬আপডেট : ২১ নভেম্বর ২০১৮, ০৪:০৩

আটক গাজীপুরে ইসলামী ছাত্র শিবিরের ছয়জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২০ নভেম্বর) সকালে গাছা এলাকার আল-বারাকা একাডেমিতে গোপন বৈঠক চলাকালে তাদের আটক করা হয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচালের উদ্দেশ্যে তারা নাশকতার পরিকল্পনা করছিল বলে অভিযোগ করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন।

আটক নেতাকর্মীরা হলেন— ঝালকাঠি জেলার সম্বলকাঠি গ্রামের আব্দুল মজিদের ছেলে আব্দুল করিম (২১), পিরোজপুরের মঠবাড়ীয়া উপজেলার সাকারীকাঠি গ্রামের নুরু মিয়ার ছেলে তাওহীদ হাসান (২৪), টাঙ্গাইলের গোপালপুর উপজেলার রায়েরমাকুল্লাহ গ্রামের শের আলী খানের ছেলে হাবিবুর রহমান সুমন (১৯), একই জেলার মধুপুর উপজেলার জলছত্র গ্রামের মৃত শাহজাহানের ছেলে জুয়েল রানা (২০), চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার রাজার গাঁও গ্রামের রফিকুল ইসলামের ছেলে রিয়াজ হোসেন (১৯) এবং কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার নামাপাড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে মহিদুল ইসলাম (২৩)।

ওসি ইসমাইল হোসেন বলেন, ‘আমরা সংবাদ পায়, নির্বাচন বানচালের জন্য নাশকতা পরিকল্পনা আটতে আল-বারাকা একাডেমিতে জামায়েত-শিবিরের কিছু নেতাকর্মী একত্রিত হয়ে গোপনে বৈঠক করছে। এ খবর পেয়ে আমরা সেখানে অভিযান চালায়। এসময় কয়েকটি জিহাদি বইসহ ছয়জনকে আটক করা হয়। আটক নেতাকর্মীদের মধ্যে একজন শিবিরের সাথী ও একজন সদস্য এবং অন্যরা শিবিরের সক্রিয় কর্মী। তারা জামায়াত-শিবিরের সিনিয়র নেতাদের নির্দেশে এই বৈঠক করছিল বলে আমাদের কাছে তথ্য রয়েছে। এ ঘটনায় নাশকতা পরিকল্পনা করার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দলের সিদ্ধান্ত না মেনে ভোটে আছেন মন্ত্রী-এমপির যেসব স্বজন
উপজেলা নির্বাচনদলের সিদ্ধান্ত না মেনে ভোটে আছেন মন্ত্রী-এমপির যেসব স্বজন
টিভিতে আজকের খেলা (২৪ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৪ এপ্রিল, ২০২৪)
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক