X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

মরণফাঁদ ময়মনসিংহ-ফুলবাড়িয়া সড়ক

ময়মনসিংহ প্রতিনিধি
২১ নভেম্বর ২০১৮, ২০:০৬আপডেট : ২১ নভেম্বর ২০১৮, ২১:২১

সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে ছোট-বড় গর্ত ময়মনসিংহ জেলা সদর থেকে ফুলবাড়িয়া উপজেলা সদরে যাতায়াতের প্রধান সড়কটির বেহাল দশার কারণে দুর্ভোগ পোহাচ্ছেন এলাকাবাসী। মেরামত ও সংস্কারের অভাবে গত এক বছরে সড়কটির অসংখ্য জায়গায় সিলকোটের কার্পেটিং ও ইট উঠে সৃষ্টি হয়েছে মরণফাঁদ খানাখন্দ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গাফিলতির কারণেই সাধারণ মানুষকে এমন দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। 

স্থানীয়রা  জানান, সড়ক ও জনপথ বিভাগের অধীনে প্রধান ২১ কিলোমিটার দৈর্ঘ্যের এই সড়কটির বেহাল দশা চলছে দীর্ঘ এক দশক ধরে। গত এক বছরে সড়কটি অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠেছে। জীবনের ঝুঁকি নিয়ে এ সড়কে যানবাহন চলছে। গত বর্ষার পর থেকে সড়কের ফুলবাড়িয়া বাজার, জোড়বাড়িয়া, বাকতা বাজার, ভালুকজান, কেশরগঞ্জ বাজার, দেওখলা বাজার ও দাপুনিয়া বাজারসহ বিভিন্ন জায়গায় সিলকোটের কার্পেটিং ও ইট উঠে সৃষ্টি হয়েছে ছোট-বড় অসংখ্য গর্ত। এসব গর্তে প্রায়ই উল্টে পড়ছে যানবাহন। এ অবস্থায় সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছে রোগীসহ নারী, শিশু ও বৃদ্ধরা। ফুলবাড়িয়া থেকে ময়মনসিংহ সদরের হাসপাতালে যেতে প্রসূতিসহ অন্য রোগীদের কষ্টসাধ্য হয়ে উঠছে। মালামাল পরিবহনেও এলাকাবাসীকে দুর্ভোগের শিকার হতে হচ্ছে। বেড়েছে পরিবহন ব্যয়ও।

এ বিষয়ে জানতে স্থানীয় সংসদ সদস্য মোসলেম উদ্দিন আহমেদের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। 

আলম এশিয়া পরিবহনের চালক জমশেদ আলী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মেরামত না করায় ভাঙাচোরা সড়কের কারণে যাত্রীবাহী বাসের বিভিন্ন যন্ত্রাংশ ভেঙে ক্ষতিগ্রস্ত হচ্ছে।’ ফুলবাড়িয়ার রিকশাচালক মতি মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘প্রয়োজন ছাড়া কেউ রিকশায় উঠতে চান না। ফলে আর্থিক সঙ্কটে পড়ছে রিকশাচালকরা।’

জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি ডা.কে আর ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘দেশের অনেক উন্নয়ন দৃশ্যমান হলেও নেতৃত্বের ব্যর্থতার কারণে ফুলবাড়িয়ার মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছে। সড়কটির বেহাল দশার কারণে মানুষের কাছে যেতে বিব্রত স্থানীয় আওয়ামী লীগের নেতারাও। আসন্ন নির্বাচনেও এর প্রভাব পড়তে পারে।’

জেলা যুবলীগের সাবেক নেতা আবদুল কদ্দুছ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সড়কটির বেহাল দশা ফুলবাড়িয়ার মানুষকে হতাশ করেছে।’

ফুলবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসার লীরা তরফদার বলেন, ‘সড়কটির উন্নয়নে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় প্রস্তাব করা হয়েছে।’ ইতোমধ্যে সড়ক উন্নয়নে প্রয়োজনীয় বরাদ্দ এ সভায় পাস হয়েছে বলেও জানান তিনি।
ময়মনসিংহ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মাসুদ খান মানুষের ভোগান্তির কথা স্বীকার করে বলেন, সড়কটির উন্নয়নে ইতোমধ্যে ২৪ কোটি টাকার টেন্ডার আহ্বান শেষে দুটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হয়েছে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই সড়কটির উন্নয়নকাজ শেষ হবে বলে জানান তিনি।

 

 

 

 

 

 

 

 

 

 

/এমএফ/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তীব্র গরমে সিল্কসিটি ট্রেনে আগুন
তীব্র গরমে সিল্কসিটি ট্রেনে আগুন
দ্বিতীয় বিয়ে করায় স্বামীর অঙ্গহানি করলেন স্ত্রী
দ্বিতীয় বিয়ে করায় স্বামীর অঙ্গহানি করলেন স্ত্রী
প্রচণ্ড গরমেও ভোটকেন্দ্রে ভোটার, ভোটদানের হার ৬১ শতাংশ
ভারতে দ্বিতীয় দফায় ভোটপ্রচণ্ড গরমেও ভোটকেন্দ্রে ভোটার, ভোটদানের হার ৬১ শতাংশ
‘খেলাধুলার মাধ্যমে বেড়ে ওঠা ব্যক্তিরা দ্রুত নেতৃত্ব দিতে সক্ষম’
‘খেলাধুলার মাধ্যমে বেড়ে ওঠা ব্যক্তিরা দ্রুত নেতৃত্ব দিতে সক্ষম’
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!