নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকায় সড়ক দুর্ঘটনায় আজমীর হোসেন নামে ৭ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ নভেম্বর) দুপুরে ঘোড়াশাল শহীদ ময়েজউদ্দিন সেতুর চেক পোস্টের সামনে এই দুর্ঘটনা ঘটে।
পলাশ থানার ওসি (তদন্ত) গোলাম মোস্তাফা এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত আজমীর হোসেন ঘোড়াশাল দক্ষিণ চরপাড়া গ্রামের আজগর হোসেনের ছেলে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে ঘোড়াশাল শহীদ ময়েজউদ্দিন সেতুর চেকপোস্টের সামনে টঙ্গী থেকে ছেড়ে আসা একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা শিশুটিকে চাপা দেয়। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে ঘোড়াশাল রওশন জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পলাশ থানার ওসি (তদন্ত) গোলাম মোস্তাফা জানান, ঘটনার পর ঘাতক প্রাইভেটকারটি আটক করা হয়েছে। এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।