বরগুনা সদর উপজেলায় নলী এলাকায় বাবা-মাকে হত্যার অভিযোগে ছেলেকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৩০ নভেম্বর) সকাল ১০টায় তাকে আটক করা হয় ।
বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
মৃতরা হলেন ৭নং ঢলুয়া ইউনিয়নে নলী এলাকার বাসিন্দা আ. মান্নান ও ফাতেমা। অভিযুক্ত ছেলে নাম ননী।
স্থানীয়রা জানান, কিছুদিন ধরে বাবা-মার সঙ্গে জমিজমা নিয়ে ছেলে ননীর বিরোধ চলছিল। এর জের ধরেই তিনি বাবা-মাকে হত্যা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ কর্মকর্তা আবির মোহাম্মদ হোসেন বলেন, ‘নিহতদের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় বাবা-মাকে হত্যার সন্দেহে ছেলেকে আটক করা হয়। কিন্তু কি কারণে হত্যা করা হয়েছে সেই রহস্য উদ্ধারে কাজ চলছে।
লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।