‘এইচআইভি পরীক্ষা করুন, নিজেকে জানুন’ স্লোগানে দিনাজপুরের হিলিতে র্যালি ও আলোচনাসভার মধ্য দিয়ে বিশ্ব এইডস দিবস পালিত হয়েছে। হাকিমপুর উপজেলা প্রশাসন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের আয়োজনে এবং হিলিতে কর্মরত বিভিন্ন এনজিওদের সহযোগিতায় এই কর্মসূচি পালন করা হয়।
শনিবার (১ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর হতে একটি র্যালি বের করা হয়। র্যালিটি হিলি স্থলবন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারও একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. রূপা সাহার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন হাসপাতালের স্বাস্থ্য সহকারী জাহাঙ্গীর হোসেন, লাইট হাউজ হিলির ম্যানেজার আরিফুর রহমান, কায়েস উদ্দিন, আপসের ফিল্ড মনিটর রবিউল আওয়াল, হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সভায় বক্তারা এইডসের ঝুঁকি থেকে সবাইকে নিরাপদ থাকতে বিভিন্ন ধরনের পরামর্শ ও পদ্ধতি গ্রহণের কথা জানানো হয়।