গোপালগঞ্জের মুকসুদপুরে মিতালী বাড়ৈ (২২) নামে এ গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করছে পুলিশ। শনিবার সকালে নিজ বাড়ির একটি কক্ষ থেকে গৃহবধূর মৃতদেহ উদ্ধার করা হয়।
নিহত গৃহবধূর মিতালী বাড়ৈ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার শুয়াগ্রামের মনিন্দ্র হালদারের মেয়ে।
মুকসুদপুর উপজেলার সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ি পরিদর্শক মহিদুল ইসলাম জানান, ২০১৮ সালে মুকসুদপুর উপজেলার শুয়াগ্রামের মনিন্দ্র হালদারের মেয়ে মিতালী বাড়ৈ এর সঙ্গে একই উপজেলার বিষ্ণু বাড়ৈ ছেলে তাপস বাড়ৈ এর বিয়ে হয়। বিয়ের পর থেকে মিতালী বাড়ৈ সঙ্গে তাপস বাড়ৈর কলহ চলে আসছিল। শনিবার সকালে নিজ বাড়ির একটি রুম থেকে গৃহবধূ মিতালীর ঝুলন্ত মৃতদেহ দেখতে পায় পরিবারের লোকজন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে।
তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে মিতালী রাতের যে কোনও সময় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করতে পারে। মায়নাতদন্তের জন্য লাশ গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত রহস্য জানা যাবে।