X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

নড়াইলে দুই কৃষককে গুলি করে ও কুপিয়ে হত্যা

নড়াইল প্রতিনিধি
০৬ ডিসেম্বর ২০১৮, ১৪:০১আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৮, ১৪:০৯

নড়াইল নড়াইলের কালিয়া উপজেলার কলাবাড়িয়া ইউনিয়নের কান্দুরী গ্রামে দুই কৃষককে গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। এলাকায় আধিপত্য বিস্তার, পূর্ব শত্রুতার জের ও ধানকাটা নিয়ে বিরোধকে কেন্দ্র্র করে প্রতিপক্ষের লোকজন এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।  পাঁচ জন গুলিবিদ্ধি হয়েছেন বলেও দাবি করেছেন হামলার শিকার পক্ষের লোকজন।  

নিহত দুই জন হলেন-ইমান আলী মোল্যা (৩৮) ও রুকু মোল্যা (৩৪)। ইমান আলী আইচপাড়া-কান্দুরী গ্রামের সাদেক মোল্যার ছেলে এবং রুকু মোল্যা একই গ্রামের ফহম উদ্দিনের ছেলে। তারা কান্দুরী গ্রামের ওলিয়ার মোল্যা গ্রুপের লোক বলে জানা গেছে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করেছে পুলিশ। নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর কবীর বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও এলাকাবাসী জানান, নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতি থানার কান্দুরী গ্রামে দীর্ঘদিন ধরে কলাবাড়িয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড মেম্বার ইলিয়াস হোসেন এবং ওলিয়ার মোল্যার সমর্থকদের মধ্যে দ্বন্দ্ব-সংঘাত চলে আসছিল। বৃহস্পতিবার সকালে ওলিয়ার মোল্যার লোকজন নিজেদের জমিতে ধান কাটতে গেলে প্রতিপক্ষ ইলিয়াস গ্রুপের লোকজন বাধা দেয়। এ সময় ইলিয়াস গ্রুপের লোকজন অতর্কিতে শটগানের গুলি ছুঁড়ে ও কুপিয়ে ওলিয়ার মোল্যা গ্রুপের সমর্থক ইমান আলী মোল্যা ও রুকু মোল্যাকে হত্যা করে।

ওলিয়ার মোল্যার ছেলে মিজবাহ উদ্দিন সজল বলেন, ‘নিহত দুই জন ছাড়াও আমাদের পক্ষের পাঁচ জন গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

নড়াগাতি থানার ওসি আলমগীর কবির বলেন, ‘এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এবিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

 

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
লখনউর কাছে হারলো চেন্নাই
লখনউর কাছে হারলো চেন্নাই
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া