X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

গোপালগঞ্জে কারা পাচ্ছেন ধানের শীষ?

গোপালগঞ্জ প্রতিনিধি
০৬ ডিসেম্বর ২০১৮, ২১:০০আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৮, ২১:০২

এফ ই শরফুজ্জামান জাহাঙ্গীর, সেলিমুজ্জামান সেলিম, সিরাজুল ইসলাম সিরাজ ও ডা. কে এম বাবর (ছবি– প্রতিনিধি)

গোপালগঞ্জ-১, গোপালগঞ্জ-২ ও গোপালগঞ্জ-৩ আসনে বিএনপি থেকে দুই জন করে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যাচাই-বাছাইয়ে গোপালগঞ্জ-১, গোপালগঞ্জ-২ আসনে চার জনের প্রার্থিতাই বহাল রয়েছে। তবে গোপালগঞ্জ-৩ আসনে বিএনপির দুই মনোনয়নপ্রত্যাশীর মধ্যে একজনের প্রার্থিতা বাতিল হয়েছে। এখন গোপালগঞ্জ-১ ও গোপালগঞ্জ-২ আসনে কারা ধানের শীষ পাচ্ছেন, এ নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে।

বিএনপির কর্মী-সমর্থকদের সঙ্গে আলাপে জানা যায়, গোপালগঞ্জ-১ আসনে মনোনয়নপত্র জমা দেন এফ ই শরফুজ্জামান জাহাঙ্গীর ও সেলিমুজ্জামান সেলিম। গোপালগঞ্জ-২ আসনে মনোনয়নপত্র জমা দেন সিরাজুল ইসলাম সিরাজ ও ডা. কে এম বাবর। যাচাই-বাছাইয়ে এই দুই আসনের চার মনোনয়নপ্রত্যাশীর প্রার্থিতাই বৈধ হয়েছে। অন্যদিকে, গোপালগঞ্জ-৩ আসনে এস এম জিলানী ও এস এম আফজাল হোসেন মনোনয়নপত্র জমা দিলেও এস এম জিলানীর প্রার্থিতা বাতিল হয়ে যায়। কর্মী-সমর্থকদের ভাষ্য, গোপালগঞ্জ-৩ আসনে এস এম আফজাল হোসেন ধানের শীষ পাচ্ছেন, এটা ধরে নেওয়া যায়। কিন্তু গোপালগঞ্জ-১ ও গোপালগঞ্জ-২ আসনে কারা ধানের শীষ পাচ্ছেন, এ নিয়ে তারা ধোঁয়াশার মধ্যে রয়েছেন।

তবে জেলা বিএনপির নেতারা বলছেন, অল্প সময়ের মধ্যেই বিএনপির হাই-কমান্ড থেকে জানিয়ে দেওয়া হবে, কে কে ধানের শীষ পাচ্ছেন। কৌশলগত কারণে প্রতি আসনে একাধিক প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন বলেও জানান তারা।

এ ব্যাপারে জেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ জানান, গোপালগঞ্জ-২ আসনে তিনিই ধানের শীষ নিয়ে নির্বাচনে অংশ নেবেন। ডা. কে এম বাবর মনোনয়নপত্র প্রত্যাহার করে নেবেন। তিনি আরও জানান, গোপালগঞ্জ-১ আসনে এফ ই শরফুজ্জামান জাহাঙ্গীর ধানের শীষ পাবেন। সেলিমুজ্জামান সেলিম তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেবেন।

এ ব্যাপারে এফ ই শরফুজ্জামান জাহাঙ্গীর বলেন, ‘হাই-কমান্ড থেকে এখনও কোনও নির্দেশনা পাইনি। তবে আমিই গোপালগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচন করবো বলে আশাবাদী।’

এদিকে, এ ব্যাপারে ডা. কে এম বাবর বলেন, ‘কেন্দ্র থেকে এখনও কোনও নির্দেশনা পাইনি। তবে যেই বিএনপির প্রার্থী হোন না কেন, তার পক্ষেই আমি কাজ করবো।’

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!