X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

এমপি দারার শটগান নবায়নের সময় গুলিতে যুবক আহত

রাজশাহী প্রতিনিধি
০৬ ডিসেম্বর ২০১৮, ২২:০০আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৮, ২২:০০

শটগান (ছবি: সংগৃহীত) রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সরকারদলীয় এমপি কাজী আবদুল ওয়াদুদ দারার শটগানের গুলিতে এক যুবক আহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) দুপুরে জেলার পুঠিয়া উপজেলা পরিষদ চত্বরে আগ্নেয়াস্ত্রটির লাইসেন্স নবায়নের জন্য পরীক্ষা-নীরিক্ষার সময় এ দুর্ঘটনা ঘটে। তবে এমপি দারা সেখানে উপস্থিত ছিলেন না।

আহত যুবকের নাম আশিক ইকবাল (৩০)। তিনিও নিজের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়নের জন্য উপজেলা পরিষদে গিয়েছিলেন। তার পায়ে গুলি লেগেছে। আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবদুল্লাহ আল মাহমুদ জানান, দুপুরে এমপি দারার শটগানটি লাইসেন্স নবায়নের জন্য উপজেলা পরিষদে নিয়ে আসেন তার ভাই কাজী সুজা। এসময় জেলা প্রশাসনের একজন ম্যাজিস্ট্রেট ও দুজন কর্মচারী অস্ত্রটি পরীক্ষা করছিলেন। তখন একজন কর্মচারী ট্রিগার ঠিক আছে কি না তা পরীক্ষার জন্য চাপ দেন। এতে গুলি বের হয়ে আশিক আহত হন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

ইউএনও আবদুল্লাহ আল মাহমুদ আরও জানান, এমপি দারার ভাই কাজী সুজা জানাননি যে শর্টগানে গুলি ঢোকানো আছে। তিনি হয়তো বলতে ভুলে গিয়েছিলেন। আর লাইসেন্স নবায়নের সময় ট্রিগার পরীক্ষা করে দেখতে হয়। এ কারণে সেটিতে চাপ দেওয়া হয়। তবে গুলিটি সরাসরি গিয়ে পায়ে লাগেনি। প্রথমে মেঝেতে লাগার পর সেটি উপরের দিকে উঠে পায়ে লাগে। এ কারণে বড় কোনও দুর্ঘটনা ঘটেনি।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনয়নবঞ্চিত এমপি কাজী আবদুল ওয়াদুদ দারা জানান, আমি ঢাকায় আছি। কিন্তু লাইসেন্স নবায়নের সময় শেষ হয়ে যাচ্ছে বলে ভাইকে দিয়ে শটগান পাঠিয়েছিলাম। সেখানে দুর্ঘটনাটি ঘটেছে।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিল উদ্দিন আহম্মেদ বলেন, ‘এ ঘটনায় থানায় কোনও অভিযোগ দায়ের হয়নি।’

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!