X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

পিইসি পরীক্ষার উত্তরপত্র জালিয়াতির অভিযোগে সহকারী শিক্ষা কর্মকর্তাসহ আটক ৪

কুড়িগ্রাম প্রতিনিধি
০৭ ডিসেম্বর ২০১৮, ১৮:২৪আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৮, ১৯:৩২

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফাইল ছবি কুড়িগ্রামের রৌমারী উপজেলায় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার উত্তরপত্র জালিয়াতির অভিযোগে সহকারী শিক্ষা কর্মকর্তা মো. শাহেদুল ইসলামসহ চারজনকে আটক করে পুলিশে দিয়েছে উপজেলা প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষা কমিটি। পরীক্ষা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপঙ্কর রায় এ তথ্য নিশ্চিত করেছেন।

এ বিষয়ে রৌমারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সম্প্রতি শেষ হওয়া প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার মূল্যায়নের সময় বেশ কিছু উত্তরপত্রের লেখা দেখে সন্দেহ হয় সংশ্লিষ্ট শিক্ষকদের। তারা ওই খাতাগুলো আমার সামনে উপস্থাপন করেন। খাতাগুলোতে লেখার ধরন দেখে আমারও সন্দেহ হয়। আমি উপজেলা প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়ের কাছে উত্তরপত্রগুলো উপস্থাপন করি। পরে ইউএনও মহোদয় তদন্ত করে উত্তরপত্র পরিবর্তনের প্রমাণ পান। ’

রৌমারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আরও জানান, উত্তরপত্র পরিবর্তনে জড়িত থাকার অভিযোগে বন্দবের ও দাঁতভাঙা এলাকার ক্লাস্টারের দায়িত্বপ্রাপ্ত সহকারী শিক্ষা কর্মকর্তা মো. শাহেদুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের অফিস সহায়ক সাদ্দাম হোসেন, রৌমারী সদর ইউনিয়নের সাকসেস মডেল কিন্ডার গার্টেন স্কুলের প্রধান শিক্ষক আবু মুসা ও একই ইউনিয়নের সৃজন শিক্ষা মডেল কিন্ডার গার্টেন স্কুলের প্রধান শিক্ষক আনোয়ার হোসেনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

এ প্রসঙ্গে রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায় (ইউএনও) বলেন, ‘প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নেওয়া নয় শিক্ষার্থীর উত্তরপত্র পরিবর্তনের প্রমাণ পাওয়ায় এবং এ অনৈতিক কাজে প্রত্যক্ষ সংশ্লিষ্টতার অভিযোগে একজন সহকারী শিক্ষা কর্মকর্তাসহ চারজনকে পুলিশে সোপর্দ করা হয়েছে।’

ইউএনও আরও  বলেন, ‘কিন্ডার গার্টেনের শিক্ষকতায় জড়িত দুটি কোচিং সেন্টারের প্রধানের সঙ্গে যোগসাজশে সহকারী শিক্ষা কর্মকর্তা শাহেদুল ইসলাম উত্তরপত্র পরিবর্তনে সহায়তা করেছেন। এ কাজে উত্তরপত্রের কোড লিখে নিয়ে তা পরিবর্তনে সহায়তা করেছে মাস্টাররোলে নিয়োগপ্রাপ্ত অফিস সহায়ক সাদ্দাম হোসেন। উত্তরপত্র মূল্যায়নকালে সন্দেহ হলে আমরা সংশ্লিষ্ট শিক্ষার্থীদের ডেকে নিয়ে তাদের হাতের লেখার সঙ্গে মিলিয়ে নিশ্চিত হই যে ওই উত্তরপত্রের লেখাগুলো তাদের নয়। পরে অফিস সহায়ক সাদ্দাম হোসেনকে জিজ্ঞাসাবাদ করলে সে উত্তরপত্র পরিবর্তনের কথা স্বীকার করে এবং এই চক্রের সঙ্গে সংশ্লিষ্টদের পরিচয় প্রকাশ করে। সংশ্লিষ্ট সহকারী শিক্ষা কর্মকর্তা মো. শাহেদুল ইসলাম ও উল্লিখিত শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের জিজ্ঞাসাবাদ করলে তারাও ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন।’

ইউএনও আরও জানান, ‘কিন্ডারগার্টেন নামের এসব প্রতিষ্ঠান নিজেদের ব্যবসায়িক স্বার্থে নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বৃত্তি পাইয়ে দিতে উত্তরপত্র পরিবর্তনের মতো অনৈতিক কাজ করিয়েছে। কিন্তু উত্তরপত্র মূল্যায়নকারী শিক্ষকদের দূরদর্শিতায় তা ধরা পড়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’

রৌমারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বলেন, ‘আমি বাদী হয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে জালিয়াতির মামলা করার প্রস্তুতি নিচ্ছি। অভিযুক্ত সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করারও ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘লম্বা’ নায়িকা প্রসঙ্গে কৃতির ব্যাখ্যা
‘লম্বা’ নায়িকা প্রসঙ্গে কৃতির ব্যাখ্যা
ভান মুন নোয়াম বমকে ছাত্রলীগ থেকে বহিষ্কার
ভান মুন নোয়াম বমকে ছাত্রলীগ থেকে বহিষ্কার
কারিগরির সনদ জালিয়াতি: সদ্য সাবেক চেয়ারম্যান ডিবি কার্যালয়ে
কারিগরির সনদ জালিয়াতি: সদ্য সাবেক চেয়ারম্যান ডিবি কার্যালয়ে
পরোয়ানা জারির ৬ বছর পর উপজেলা চেয়ারম্যানকে গ্রেফতার
পরোয়ানা জারির ৬ বছর পর উপজেলা চেয়ারম্যানকে গ্রেফতার
সর্বাধিক পঠিত
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
টাকা উড়ছে রেস্তোরাঁয়, নজর নেই এনবিআরের
টাকা উড়ছে রেস্তোরাঁয়, নজর নেই এনবিআরের
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ