X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

মানুষ জঙ্গিবাদের শাসন চায় না, শান্তি চায়: নাসিম

সিরাজগঞ্জ প্রতিনিধি
০৮ ডিসেম্বর ২০১৮, ২০:৪১আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৮, ২১:৩০

বক্তব্য দেন মোহাম্মদ নাসিম স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, দেশের মানুষ শান্তি চায়, উন্নয়ন চায়, কেউ অন্ধকারে ফিরে যেতে চায় না, কেউই জঙ্গিবাদের শাসন চায় না। শনিবার (৮ ডিসেম্বর) নির্বাচনি এলাকা সিরাজগঞ্জের কাজিপুরে পৃথক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন নাসিম। সরকার গঠনে জনগণের রায়ের কোনও বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি। নাসিম দুপুরে সোনামুখী ইউনিয়নের পরানপুর, সকাল বাজার, বিকালে স্থলবাড়ি ও সন্ধ্যায় ভানুডাঙ্গায় সমাবেশ করেন।

এসব সমাবেশে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘গ্রামগঞ্জে নির্বাচনি উৎসব শুরু হয়েছে। দেশ এখন নির্বাচনি জোয়ারে ভাসছে। বাংলার মানুষ বিশ্বাস করে শেখ হাসিনার কোনও বিকল্প নেই। গত ১০ বছরে দেশের যে উন্নয়ন হয়েছে, দেশ অন্ধকার থেকে আলোর পথে এগিয়েছে, মহাকাশ বিজয় হয়েছে, সমুদ্র সীমানা অর্জন হয়েছে। এসব সম্ভব হয়েছে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে।’ তাই উন্নয়নের নেত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা আগামী ৩০ ডিসেম্বর নৌকায় ধান তুলে সংসদে যাবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সোনামুখী ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত সমাবেশ একপর্যায়ে নির্বাচনি সমাবেশে পরিণত হয়। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজগর আলী। বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ শওকত হোসেন, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী, উজ্জল কুমার ভৌমিক ও নুরুল ইসলাম মাস্টার।

বিএনপি-জামায়াত জোটকে উদ্দেশ করে নাসিম বলেন, ‘নির্বাচনে মনোনয়ন চূড়ান্ত করেছেন সুখের কথা, আনন্দের খবর। কিন্তু নির্বাচনকে কেন্দ্র করে কোনও চক্রান্ত করা হলে, জনগণ ভোটের মাধ্যমে তার সমুচিত জবাব দেবে।’ তিনি আরও বলেন, ‘ঐক্যফ্রন্টের নামে কতিপয় রাজনৈতিক এতিম বিএনপি জোটের সঙ্গে হাত মিলিয়ে নির্বাচনে অংশ নিয়েছে। জনবিচ্ছিন্ন এসব নেতাকেও জনগণ ভোটের মাধ্যমে জবাব দেবেন। নির্বাচনে তাদের চরম পরাজয় হবে।’

গত ১০ বছরে শেখ হাসিনা সরকার দেশে অভাবনীয় উন্নয়ন করেছে উল্লেখ করে এই আওয়ামী লীগ নেতা বলেন, ‘শুধু শহর নয়, বর্তমান সরকারের আমলে গ্রাম অঞ্চলের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হয়েছে। রাস্তাঘাট অবকাঠামোগত উন্নয়ন হয়েছে।’

কোনও চক্রান্ত করে লাভ হবে না মন্তব্য করে নাসিম বলেন, ‘নির্বাচন ঠেকানোর ক্ষমতাও কারও নেই। বিশ্বের বিভিন্ন গণতান্ত্রিক দেশের মতো বাংলাদেশেও সংবিধান অনুযায়ী বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে নির্বাচন হবে।
নির্বাচন হবে অবাধ ও সুষ্ঠু। নির্বাচনি মাঠে যারা ফাউল করবে, জনগণ তাদের লালকার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেবে।’

আওয়ামী লীগের এ প্রেসিডিয়াম সদস্য বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্ব দেশের জনগণ আলোর পথ পেয়েছেন। কেউ আর অন্ধকার পথে, জঙ্গিবাদের পথে ফিরে যেতে চায় না। হাওয়া ভবনের শাসন দেখতে চায় না।’

/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
করোনার পর মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
করোনার পর মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়