X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

কৃষকরাই বাংলাদেশের সত্যিকারের নায়ক: ইউজিসি চেয়ারম্যান

রাবি প্রতিনিধি
০৯ ডিসেম্বর ২০১৮, ০৯:০০আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৮, ০৯:০৪

বক্তব্য রাখছেন ইউজিসি চেয়ারম্যান ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান বলেছেন, ‘বাংলাদেশের যদি নায়ক বাছাই করতে হয়, সেখানে আমি-আপনি বা এখানকার কেউ থাকবে না, থাকবে শুধু বাংলার কৃষকরা। কৃষকরাই বাংলাদেশের সত্যিকারের নায়ক। কারণ পেটে ভাত না থাকলে আপনি যতই আইবিএ, এমবিএ’র ডিগ্রি নিয়ে ঘুরে বেড়ান, কোনও লাভ হবে না। এটাই বাস্তবতা।’

শনিবার (৮ ডিসেম্বর) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্টেশনের (আইবিএ) সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসি’র সদস্য অধ্যাপক শাহ্ নওয়াজ আলি, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য  অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইবিএ’র পরিচালক  প্রফেসর একে শামসুদ্দোহা ও ধন্যবাদজ্ঞাপন করেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এম এ  বারী।

অধ্যাপক আবদুল মান্নান বলেন, ‘আমি আইবিএ’র গ্র্যাজুয়েট হই, বাংলার হই বা ইংরেজির হই, কিছু আসে যায় না। প্রথমে আমার দেশপ্রেমটাকে ঝালাই করতে হবে। এই দেশপ্রেম কিন্তু ৯৯ ভাগ হয় না, ১০০ ভাগ হয়। যদি সেটা থাকে তাহলেই আমরা দেশটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো’

গ্র্যাজুয়েটদের উদ্দেশে অনুষ্ঠানে রাবি উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান বলেন, ‘ডিগ্রি অর্জন  করলাম এটা বড় কথা নয়। এর মাধ্যমে আমরা বিদ্বান ঠিকই হলাম, ডিগ্রিও নিয়ে গেলাম, কিন্তু শিক্ষিত হয়েছি  কি না, এটা কিন্তু বলা  যাবে না। বিদ্যা যখন আপনারা অর্জন করেন তখন সার্টিফিকেট  পান, যেটি আজ আপনারা পেলেন। কিন্তু শিক্ষিত হয়েছেন কিনা, সেটার  সার্টিফিকেট কিন্তু দেখানো যাবে না। এটা আপনাদের  প্রমাণ করতে হবে এই অর্জিত বিদ্যার মাধ্যমে।’

অনুষ্ঠানে আইবিএ’র ৪৪০জন শিক্ষার্থীকে সনদের  আনুষ্ঠানিক স্বীকৃতি দেন উপাচার্য  অধ্যাপক আব্দুস সোবহান।  এসময় ১২জন শিক্ষার্থীকে বিশেষ কৃতিত্বপূর্ণ ফলে স্বীকৃতিস্বরূপ স্বর্ণপদক দেওয়া হয়।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
পিএসজির অপেক্ষা বাড়িয়ে দিলো মোনাকো
পিএসজির অপেক্ষা বাড়িয়ে দিলো মোনাকো
অস্ট্রেলিয়ার সৈকতে আটকা পড়েছে শতাধিক পাইলট তিমি
অস্ট্রেলিয়ার সৈকতে আটকা পড়েছে শতাধিক পাইলট তিমি
যুদ্ধ কোনও সমাধান আনতে পারে না: প্রধানমন্ত্রী
যুদ্ধ কোনও সমাধান আনতে পারে না: প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি