X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

ফয়সল নয়, ফজলুর প্রার্থী হওয়ায় খুশি বিএনপির নেতাকর্মীরা

জয়পুরহাট প্রতিনিধি
০৯ ডিসেম্বর ২০১৮, ১১:১৫আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৮, ১৮:৫৮

ফজলুর রহমান ও ফয়সল আলীম

জয়পুরহাট-১ (সদর ও পাঁচবিবি) আসনে মানবতাবিরোধী অপরাধী আব্দুল আলীমের ছেলে ফয়সল আলীমের পরিবর্তে ফজলুর রহমানকে মনোনয়ন দিয়েছে বিএনপি। দলের এ সিদ্ধান্তে জয়পুরহাট জেলা বিএনপির নেতাকর্মীরা খুব খুশি। তাদের প্রত্যাশা ছিল ক্লিন ইমেজের নেতাকে এবারের নির্বাচনে প্রার্থী করা হোক।

দলের জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক ফজলুর রহমান উপজেলা চেয়ারম্যান ছাড়াও জয়পুরহাট পৌরসভায় একাধিকবার মেয়র নির্বাচিত হয়েছেন। এবারই প্রথম তিনি সংসদ সদস্য পদে নির্বাচন করবেন।

জেলায় নির্বাচনি ডামাডোল শুরু হওয়ার পর সদর আসনে নির্বাচন করতে বিএনপির ২০ জন নেতা মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তাদের মধ্যে ফজলুর রহমান, ফয়সল আলীম ও দলের ভারপ্রাপ্ত জেলা সভাপতি মমতাজ উদ্দিনকে মনোনীত করে দল থেকে চিঠি দেওয়া হয়। ওই সময় আসনটিতে নির্বাচন করতে ফয়সলকে মনোনয়ন দেওয়া হচ্ছে- এমন প্রচার ছিল দলটির নেতাকর্মীদের মুখে মুখে। তার মনোনয়ন পাওয়া নিয়ে দলটির জেলা নেতৃত্ব ছাড়াও সমালোচনার ঝড় ওঠে। কারণ, তার বাবা আব্দুল আলীম যুদ্ধাপরাধী মামলায় আমৃত্যু দণ্ডপ্রাপ্ত হয়ে জেলখানায় মারা যান। স্বাধীনতা বিরোধীর সন্তান হওয়ায় ফয়সলের প্রার্থিতা নিয়ে রাজনৈতিক অঙ্গনে দেখা দেয় মিশ্র প্রতিক্রিয়া। এ নিয়ে নেতাকর্মীদের মধ্যেও শোনা গেছে নানা সমালোচনা। এ অবস্থায় ফজলুর রহমানকে দলীয় প্রার্থী ঘোষণা দেওয়ায় খুশি নেতাকর্মীরা।

জেলা যুবদলের যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম এ প্রসঙ্গে বলেন, ‘দেশের বর্তমান আমরা ক্রান্তিকাল অতিক্রম করছি। এই মুহূর্তে নির্বাচনি মাঠে ফাইট দেওয়ার জন্য বিতর্কিত কোনও নেতা নয়, আমাদের প্রত্যাশা ছিল ক্লিন ইমেজের একজন নেতার মনোনয়ন পাওয়া। দলের হাইকমান্ড ফজলুর রহমানকে মনোনয়ন দিয়ে আমাদের সেই প্রত্যাশা পূরণ করেছে। আমরা ভীষণ খুশি।’

জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন, ‘ফজলুর রহমান একজন পরীক্ষিত নেতা। তিনি দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ পদে থেকে দলের নেতৃত্ব দিয়ে আসছেন। আমরা মনে করি তার সার্বিক কর্মকাণ্ড পর্যালোচনা করেই হাইকমান্ড তাকে মনোনয়ন দিয়েছেন। আমরা এখন ধানের শীষকে জেতানোর অঙ্গীকার নিয়ে মাঠে কাজ শুরু করছি।’

জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ আলী হাসান মুক্তা বলেন, ‘ফয়সল আলীমকে মনোনয়ন দেওয়া হলে দলে বিভাজন দেখা দিতো।’

দলের সাধারণ সম্পাদক নাফিজুর রহমান পলাশ এ প্রসঙ্গে সরাসরি কোন মন্তব্য না করে বলেন, ‘দল বেটার মনে করেই ফজলুর রহমানকে মনোনয়ন দিয়েছেন। তাকে মনোনয়ন দেওয়ায় দলের সর্বস্তরের নেতাকর্মীরা খুশি হয়েছেন।’

/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টাঙ্গাইল শহরের বিভিন্ন পয়েন্টে ককটেল বিস্ফোরণ, শহরজুড়ে আতঙ্ক
টাঙ্গাইল শহরের বিভিন্ন পয়েন্টে ককটেল বিস্ফোরণ, শহরজুড়ে আতঙ্ক
আজকের আবহাওয়া: ঢাকাসহ ৭ বিভাগে ঝড়ো হাওয়াসহ শিলা বৃষ্টির পূর্বাভাস
আজকের আবহাওয়া: ঢাকাসহ ৭ বিভাগে ঝড়ো হাওয়াসহ শিলা বৃষ্টির পূর্বাভাস
আধুনিক ব্যবস্থাপনা নিয়ে আজ থেকে শুরু প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী
আধুনিক ব্যবস্থাপনা নিয়ে আজ থেকে শুরু প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী
আমার কোনও অনুশোচনা নেই: গার্দিওলা
আমার কোনও অনুশোচনা নেই: গার্দিওলা
সর্বাধিক পঠিত
‘ভুয়া ৮ হাজার জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে’
‘ভুয়া ৮ হাজার জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে’
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
এবার নায়িকার দেশে ‘রাজকুমার’ 
এবার নায়িকার দেশে ‘রাজকুমার’ 
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫