X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বিএনপি জামায়াত নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে: খাদ্যমন্ত্রী

কেরানীগঞ্জ প্রতিনিধি
০৯ ডিসেম্বর ২০১৮, ১৭:১৯আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৮, ১৭:১৯

বক্তব্য রাখছে খাদ্যমন্ত্রী কামরুল

খাদ্যমন্ত্রী অ্যডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বিএনপি-জামায়াত নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। নির্বাচনের দিন তারা হানাহানি করার চেষ্টা চালাবে। কিন্তু আইন শৃংখলা বাহিনী সদা তৎপর থাকবে। বিএনপি একটি সন্ত্রাসী দল। একাদশ জাতীয় সংসদ নির্বাচন আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হবে। মানুষের মাঝে এখন নির্বাচনি জোয়ার দেখা দিয়েছে। ১৯৭০ সালে যেভাবে নির্বাচন হয়েছিল এবারের নির্বাচন সে রকমভাবেই হবে।’ রবিবার (০৯ডিসেম্বর) দুপুরে ঘাটারচর এলাকায় লাবনী রেস্টুরেন্টে এক নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন,‘বিএনপি দেশের জন্য কোন কাজ করেনি। তাদের সময় দেশের মানুষ অনাহারে, অর্ধহারে থাকতো। বিএনপি বিদেশিদের সঙ্গে গ্যাস দেওয়ার চুক্তির মাধ্যমে ক্ষমতায় এসেছিল। কিন্তু ক্ষমতায় এসে তারা গ্যাস দিতে পারেনি। জিয়াউর রহমান অবৈধভাবে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে অনেক যুদ্ধাপরাধীকে কারাগার থেকে মুক্তি দিয়েছিলেন। তিনি এদেশে সাম্প্রদায়িক রাজনীতি শুরু করেন। কিন্তু আমাদের প্রধানমন্ত্রীর স্লোগান হচ্ছে ধর্ম যার যার উৎসব সবার ‘

তিনি আরও বলেন,‘আমরা স্বাধীনতা অর্জন করেছি কিন্তু মুক্তি অর্জন করতে পারিনি। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এখন আমরা পুরোপুরি মুক্তি অর্জন করতে পেরেছি। উচ্চ আদালতের বিচারের মাধ্যমে বঙ্গবন্ধুর খুনীদের ফাঁসি কার্যকর করে জাতী আজ কলঙ্কমুক্ত হয়েছে।’

খাদ্যমন্ত্রী বলেন,‘আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব এই শ্লোগানে বিশ্বাস করি না। আমার স্লোগান হচ্ছে আমার ভোট আমি দেব উন্নয়নের পক্ষে দেব, মুক্তিযুদ্ধের পক্ষে দিব। নির্বাচনে যারা কারচুপির কথা বলে তারা বেকুব। তথ্যপ্রযুক্তি ও মিডিয়ার যুগে নির্বাচনে কারচুপি করার কোনও সুযোগ নেই। দেশে এতো মিডিয়া থাকতে এখন বিদেশি পর্যবেক্ষকের দরকার নেই।’ কামরুল ইসলাম বলেন,‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে অভুতপূর্ব উন্নয়ন হয়েছে। বিদেশিরা এখন বাংলাদেশকে শ্রদ্ধার চোখে দেখে।। বিশ্বের ১০০ জন মহীয়সী নারীর মধ্যে শেখ হাসিনার অবস্থান ২৬ তম। দেশে এখন আর কোন গরীব নাই। এখন প্রতিবছর  ৪ কোটি মেট্রিকটন খাদ্য উৎপাদন হয়। আমরা এখন খাদ্যে স্বয়ং সম্পূর্ণ।’

ঢাকা-২ আসনের সংসদ সদস্যের নির্বাচন পরিচালনা সমন্বয় কমিটির আহ্বায়ক শফিউল আজম খান বারকুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও  বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রীর সহধর্মীনি তায়েবা ইসলাম, ছেলে ডা. তানজিল ইসলাম ওয়াদিদ, সদস্য সচিব ইউসুফ আলী চৌধুরী সেলিম, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক মো. আলতাফ হোসেন বিপ্লব, অ্যাডভোকেট এনামুল হক, হযরতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো, আলাউদ্দিন, সমন্বয় কমিটির সদস্য হাজী মো. আলাউদ্দিন ও আবুল হাসান মাস্তান প্রমুখ।

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী