X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বিএনপি নেতা গ্রেফতার: নাশকতা মামলায় জামায়াত-শিবিরের ৯ নেতাকর্মী জেলে

দিনাজপুর প্রতিনিধি
০৯ ডিসেম্বর ২০১৮, ২০:৫২আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৮, ২০:৫২

গ্রেফতার

দিনাজপুরের পার্বতীপুরে উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনকে শাদোকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে দিনাজপুরের কাহারোলে নাশকতা মামলায় জামায়াত-শিবিরের ৯ নেতাকর্মীকে জেল হাজতে পাঠিয়েছে আদালত।

পুলিশ জানায়, গত শনিবার রাত পৌনে ৮টায় পার্বতীপুর নতুন বাজারের প্রধান সড়ক থেকে পার্বতীপুর মডেল থানা পুলিশ শাহাদত হোসেন শাদোকে গ্রেফতার করে। শাহাদত হোসেন পার্বতীপুর উপজেলা বিএনপি’র যুগ্ন সাধারণ সম্পাদক।

পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমান জানান, শাহাদত হোসেনের বিরুদ্ধে অসংখ্য মামলা রয়েছে। একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে দিনাজপুর কাহারোল উপজেলায় নাশকতা মামলার পালিয়ে থাকা ৯ জামায়াত-শিবির নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে জেল হাজতে

পাঠিয়েছেন আদালত।

দিনাজপুর পুলিশ কোর্ট পরিদর্শক রবিউল ইসলাম জানান, রবিবার দুপুর দেড়টায় জেলার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিশ্বনাথ মণ্ডলের আদালতে কাহারোল উপজেলার চৌরঙ্গী এলাকার ৯ জামায়াত-শিবির নেতাকর্মী আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। বিচারক তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।

আটককৃতরা হলেন- কাহারোল উপজেলার চৌরঙ্গী গ্রামের জামায়াতের রোকন আয়েজউদ্দীন আহমেদ (৫২), আব্দুর রহিম (৪৫), কিবরিয়া (৩০), সৈকত আহমেদ (২৬), জাহাঙ্গীর আলম (৪০), আশরাফুল হক (৩৮), মফিজুল ইসলাম (৩৫), সফিকুল ইসলাম (২৮) ও মেজবাহুল হক (২৭)। আটককৃতদের রবিবার বিকেলে আদালত থেকে কড়া পুলিশ প্রহরায় জেল হাজতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, ২০১৪ সালের ২৭ ডিসেম্বর রাত সাড়ে ১০টায় কাহারোল উপজেলার চৌরঙ্গী বাজারে ধান বোঝাই ১টি ট্রাকে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগ করে। ধান বোঝাই ট্রাকে ধান ও ট্রাকের অংশ বিশেষ পুড়ে ব্যাপক ক্ষতি হয়। এই ঘটনায় ট্রাক চালক কমর আলী বাদী হয়ে ওই রাতেই কাহারোল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে। মামলাটি দেড় বছর তদন্ত করে জামায়াত-শিবির ও বিএনপির ৩৫ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে মামলার তদন্ত কর্মকর্তা এসআই  ফারুক হাসান।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
‘বিএনপি যে কোনও উপায়ে ক্ষমতায় আসার জন্য মরিয়া হয়ে উঠেছে’
‘বিএনপি যে কোনও উপায়ে ক্ষমতায় আসার জন্য মরিয়া হয়ে উঠেছে’
ফেসবুকে নিজের সমালোচনা দেখে হাসি পায় সাকিবের
ফেসবুকে নিজের সমালোচনা দেখে হাসি পায় সাকিবের
উপজেলা নির্বাচনে পলকের হস্তক্ষেপ ঠেকাতে হাইকোর্টে রিট
উপজেলা নির্বাচনে পলকের হস্তক্ষেপ ঠেকাতে হাইকোর্টে রিট
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না