X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

উৎসবের আমেজে নির্বাচনি প্রচার শুরু

বাংলা ট্রিবিউন ডেস্ক
১০ ডিসেম্বর ২০১৮, ১৭:৫৯আপডেট : ১০ ডিসেম্বর ২০১৮, ১৮:০৬

প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে সারাদেশে উৎসবমুখর পরিবেশে নির্বাচনি প্রচার শুরু হয়েছে। রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে প্রতীক পাওয়ার পরপরই নেতাকর্মীদের নিয়ে প্রার্থীদের মিছিল ও জনসংযোগ শুরু করতে দেখা গেছে দেশের বিভিন্ন এলাকায়। দলীয় মনোনয়নের প্রার্থীদের প্রতীক আগে থেকে জানা থাকায় কর্মীরা আগেই প্রস্তুতি নিয়ে রেখেছিলেন। প্রচারণা শুরু নিয়ে বাংলা ট্রিবিউনের প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন-

দিনাজপুর:

দিনাজপুরে নার্সদের নিয়ে আনন্দ শোভাযাত্রার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারণা শুরু করেন হুইপ ইকবালুর রহিম। নার্সিং পেশাকে দ্বিতীয় শ্রেণিতে উন্নীতকরণ এবং গত ১০ বছরে ২০ হাজারের বেশি নার্স নিয়োগ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে এই আনন্দ শোভাযাত্রা করেন দিনাজপুরের নার্স, কর্মকর্তা ও শিক্ষার্থীরা। আজ সোমবার সকাল ১০টার দিকে দিনাজপুর বালুবাড়ী বন্ধন কমিউনিটি সেন্টারের সামনে থেকে এই শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় অংশ নেন স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম। দিনাজপুরে শোভাযাত্রার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারণা শুরু করেন হুইপ ইকবালুর রহিম

শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফের বন্ধন কমিউনিটি সেন্টারে গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হুইপ ইকবালুর রহিম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে সবক্ষেত্রেই উন্নয়ন হয়েছে। জটিল ও কঠিন রোগের অপারেশনসহ চিকিৎসার জন্য আগে বিদেশে যেতে হলেও এখন আর যেতে হয় না। এখন অনেক জটিল রোগের অপারেশন দেশেই সম্ভব হচ্ছে। আগে যে চিকিৎসক সংকট ছিল তা অনেকাংশে নেই। বিভিন্নভাবে এখন দক্ষ নার্স তৈরি করা হচ্ছে। এই অবদান প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথা আওয়ামী লীগের। শুধু দিনাজপুর সদর উপজেলাতেই ১০ বছরে সাড়ে ৩ হাজার কোটি টাকার উন্নয়ন কাজ হয়েছে। তাই এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হলে আবারও নৌকা মার্কায় ভোট দিন।’

ময়মনসিংহ:

ময়মনসিংহে উৎসবমুখর পরিবেশে জাতীয় সংসদ নির্বাচনে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী। সোমবার (১০ ডিসেম্বর) দুপুরে নতুন বাজার দলীয় কার্যালয়ে নির্বাচনি প্রচারণার উদ্বোধন করেন ময়মনসিংহ-৪ সদর আসনের মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ। এসময় জেলা ও উপজেলা বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সকাল থেকেই নেতাকর্মীরা ধানের শীষ হাতে করে মিছিল নিয়ে দলীয় কার্যালয়ে এসে হাজির হন। এসময় উৎসবে পরিণত হয় দলীয় কার্যালয়। প্রতীক বরাদ্দের পর বাগেরহাটের মোংলায় আওয়ামী লীগের আনন্দ মিছিল

শেরপুর:

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুরের ৩টি আসনের বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়ার পরপরই প্রচারণা শুরু হয়ে গেছে। সোমবার বেলা ১২টা থেকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় জেলা রিটার্নিং অফিসার আনার কলি মাহবুব প্রার্থীদের মাঝে এসব প্রতীক বরাদ্দ করেন। প্রথমে নৌকা প্রতীক নিতে আসেন শেরপুর-১ (সদর) আসনের মহাজোটের আওয়ামী লীগ প্রার্থী মো. আতিউর রহমান আতিক। এরপর একই আসনের ধানের শীষ প্রতীক নিতে আসেন ঐক্যফ্রন্টের বিএনপি  প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা এবং মহাজোটের আরেক প্রার্থী লাঙল প্রতীক নিতে আসেন জাতীয় পার্টির মো. ইলিয়াছ উদ্দিন। পর্যাক্রমে জেলার বিভিন্ন আসনের দলীয় প্রার্থীরা তাদের সমর্থক এবং নেতাকর্মীদের নিয়ে প্রতীক নিয়ে যান। এসময় উল্লেখিত রাজনৈতিক দলের নেতাকর্মীরা স্লোগান দিয়ে প্রার্থীকে নিয়ে জেলা প্রশাসকের চত্বর ত্যাগ করেন। শেরপুরের ৩টি আসনে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন ও সিপিবির মোট ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা সবাই আজ প্রতীক নিয়ে ভোটের মাঠে নেমে যান। সাজেকে দীপংকর তালুকদারের নির্বাচনি পথসভা

রাঙামাটি:

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম সাজেক ও বাঘাইহাট থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করেছেন আওয়ামী লীগের প্রার্থী দীপংকর তালুকদার। সোমবার সকালে প্রতীক বরাদ্দের পরপরই নির্বাচন প্রচারণায় নামেন তিনি। দুর্গম সাজেক ইউনিয়নের বাঘাইহাট বাজার থেকে তিনি জনসংযোগ শুরু করেন ও বক্তব্য রাখেন। পথ সমাবেশে দীপংকর তালুকদার বলেন, ‘নৌকা উন্নয়নের প্রতীক। পার্বত্য শান্তিচুক্তির পর আওয়ামী লীগের আমলে পাহাড়ে ব্যাপক উন্নয়ন হয়েছে। একটি গোষ্ঠী পাহাড়ে সন্ত্রাস ও চাঁদাবাজির মাধ্যমে উন্নয়ন বন্ধ রাখতে চায়। গত ৫ বছরে জনসংহতি সমিতির এমপি একটি ইটও ফেলতে পারেননি। তাই উন্নয়ন ও সন্ত্রাস এবং চাঁদাবাজি বন্ধে নৌকা মার্কায় ভোট দিন।’

লক্ষ্মীপুর:

লক্ষ্মীপুর জেলায় ৪টি আসনে একাদশ জাতীয় সংসদ র্নিবাচনে প্রতিদ্বন্দিতা করছেন এক স্বতন্ত্র প্রার্থীসহ ২৪ জন। সোমবার সকালে তাদের সবাইকে প্রতীক দেন জেলা রিটার্নিং র্কমর্কতা অঞ্জন চন্দ্র পাল। প্রতীক পাওয়ার পরপরই প্রার্থীরা জনসংেযাগ শুরু করেন। আওয়ামী লীগ প্রার্থী বিমানমন্ত্রী শাহাজাহান কামাল নৌকা পত্রীক নিয়ে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ মান্দারী ও পৌরসভার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেন। এসময় তিনি ভোটারদের কাছে নৌকা প্রতীকের ভোট চান। উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য শেখ হাসিনার নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন।

নড়াইল:

নড়াইলের দু’টি আসনে ১২ প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে প্রতিদ্বন্দ্বী বিভিন্ন প্রার্থী ও তাদের প্রতিনিধির হাতে সংসদ নির্বাচনের প্রতীক তুলে দেন জেলা রিটার্নিং অফিসার ও নড়াইলের জেলা প্রশাসক আনজুমান আরা। এরপরই প্রার্থীরা প্রচারে নেমে পড়েন।

নড়াইল-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বর্তমান সংসদ সদস্য বিএম কবিরুল হক মুক্তি পেয়েছেন নৌকা প্রতীক। তার পক্ষে নড়াইল সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অচীন চক্রবর্তী নৌকা প্রতীক গ্রহণ করেন।এছাড়া বিএনপির প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলম পেয়েছেন ধানের শীষ, জেলা জাপার (এরশাদ) সাধারণ সম্পাদক মিল্টন মোল্যা পেয়েছেন লাঙল, ইসলামী আন্দোলনের প্রার্থী হাফেজ মোহাম্মদ খবির উদ্দীন পেয়েছেন হাতপাখা এবং এনপিপি’র (ছালু) জেলা কমিটির সাধারণ সম্পাদক মুনসুরুল হক পেয়েছেন আম প্রতীক।

নড়াইল-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা পেয়েছেন নৌকা প্রতীক। মাশরাফির পক্ষে জেলা ও উপজেলা আওয়ামী লীগ নেতারা নৌকা প্রতীক গ্রহণ করেন। ২০ দলীয় জোট তথা ঐক্যফ্রন্টের প্রার্থী এনপিপি’র কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ পেয়েছেন ধানের শীষ, জেলা জাতীয় পার্টির (এরশাদ) সভাপতি অ্যাডভোকেট ফায়েকুজ্জামান ফিরোজ পেয়েছেন লাঙল, এনপিপির (ছালু) জেলা সভাপতি মনিরুল ইসলাম পেয়েছেন আম, ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সাধারণ সম্পাদক এস এম নাসির উদ্দীন পেয়েছেন হাতপাখা, ইসলামী ঐক্যজোটের প্রার্থী মাহাবুবুর রহমান পেয়েছেন মীনার এবং জাতীয় সমাজতান্ত্রিক দলের (রব) কেন্দ্রীয় কমিটির সদস্য ফকির শওকত আলী পেয়েছেন তারা প্রতীক। বরিশালে আওয়ামী লীগের প্রার্থীর গণসংযোগ

বরিশাল:

প্রতীক বরাদ্দ পেয়েই নির্বাচনি প্রচারণায় নেমে পড়েছেন বরিশালের ৬টি আসনের প্রার্থীরা। সোমবার দুপুর সোয়া ২টার দিকে বরিশাল নগরীর কালীবাড়ি রোডে আবুল হাসানাত আবদুল্লাহ এবং তার বড় ছেলে সিটি মেয়র সাদিক আবদুল্লাহর বাড়ি থেকে নির্বাচনি প্রচারণা শুরু করেন সদর আসনে আওয়ামী লীগ প্রার্থী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম। গণসংযোগ এবং লিফলেট বিতরণকালে তার সঙ্গে সিটি মেয়র সাদিক আবদুল্লাহসহ স্থানীয় আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন। প্রচারণাকালে জাহিদ ফারুক উন্নয়নের ধারা অব্যাহত রাখার পাশাপাশি বরিশালকে দৃষ্টিনন্দনভাবে সাজাতে নৌকা প্রতীকে ভোট দিতে সবার প্রতি আহ্বান জানান। বরিশালে বিএনপির প্রার্থীর গণসংযোগ

বিকাল সোয়া ৩টার দিকে নগরীর পশ্চিম কাউনিয়ার নিজ বাস ভবন চত্বর থেকে নেতাকর্মীদের নিয়ে প্রচারণা শুরু করেন সদর আসনে বিএনপি’র প্রার্থী মজিবর রহমান সরোয়ার। গণসংযোগকালে জনগণের সঙ্গে কুশল বিনিময় ছাড়াও লিফলেট বিতরণ করেন তিনি। এ সময় বরিশালের উন্নয়ন এবং খালেদা জিয়ার মুক্তির জন্য ধানের শীষে ভোট প্রার্থণা করেন বিএনপির এই নেতা। বিগত সিটি নির্বাচনে আওয়ামী লীগ জনগনের ভোট কেড়ে নেওয়ায় ৩০ ডিসেম্বরের নির্বাচনে বিএনপি’র পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে বলে জানান সরোয়ার। বরিশালে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থীর গণসংযোগ

এছাড়া বিকালে নগরী থেকে প্রচারণা শুরু করেন চরমোনাই অনুসারী ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখার প্রার্থী সৈয়দ ফয়জুল করিম। তিনি লিফলেট বিতরণের পাশাপাশি ভোট প্রার্থনা করেন। এসময় বিপুল সংখ্যক নেতাকর্মী তার সঙ্গে ছিলেন। এছাড়াও বরিশালের অন্যান্য আসনের প্রার্থীরা প্রতীক বরাদ্দ পেয়েই উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে নির্বাচনি প্রচারণা শুরু করেছেন। চলছে প্রার্থীদের পক্ষে মাইকিং।

আরও পড়ুন- 

নির্বাচনি ডামাডোল শুরু: সিইসি 

৩০০ আসনে প্রধান দুই জোটের প্রার্থী যারা

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চাঁদপুরে লঞ্চে আগুন, হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত ১০
চাঁদপুরে লঞ্চে আগুন, হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত ১০
ঈদযাত্রার সময় দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত: জরিপ
ঈদযাত্রার সময় দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত: জরিপ
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দেওয়া ব্যক্তির মৃত্যু
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দেওয়া ব্যক্তির মৃত্যু
তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার বিকল্প নেই
তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার বিকল্প নেই
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া