X
শুক্রবার, ১০ মে ২০২৪
২৭ বৈশাখ ১৪৩১

জামালপুরে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে আহত ১০, গ্রেফতার ৬

জামালপুর প্রতিনিধি
১০ ডিসেম্বর ২০১৮, ২০:২৮আপডেট : ১০ ডিসেম্বর ২০১৮, ২০:৩২

একাদশ জাতীয় সংসদ নির্বাচ জামালপুরের মেলান্দহ উপজেলার দুরমুট এলাকায় সোমবার (১০ ডিসেম্বর) দুপুরে বিএনপির প্রার্থী মাজার জিয়ারত করার জন্য নেতাকর্মীদের নিয়ে যাচ্ছিলেন। পথে আওয়ামী লীগ কর্মীদের সঙ্গে সংঘর্ষ বেঁধে যায়। এতে উভয়পক্ষের ১০ জন আহত হয়। সংঘর্ষের ঘটনায় মেলান্দহ থানার পুলিশ ৬ জন বিএনপি কর্মীকে গ্রেফতার করেছে। এ ঘটনায় আওয়ামী লীগ ও বিএনপি নেতারা একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করছেন।
বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুল অভিযোগ করে বলেন, ‘প্রতীক বরাদ্দের পর তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দুরমুট হজরত শাহ কামাল (র.) এর মাজার জিয়ারত করতে যাই। বাজারের কাছে পৌঁছার পর হঠাৎ কিছু সংখ্যক স্থানীয় যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মী তাদের ওপর হামলা করে। এ সময় ৫ নেতাকর্মী আহত হয়।’

অপরদিকে দুরমুট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান সৈয়দ খালেকুজ্জামান জুবেরী পাল্টা অভিযোগ করে বলেন, ‘বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুল মাজার জিয়াতের নামে ৪০ থেকে ৫০টি মোটরসাইকেলের বহর নিয়ে মহড়া দিতে এসে কয়েকজন আওয়ামী লীগের নেতা-কর্মীদের পেয়ে তাদের ওপর হামলা চালায়। এতে ইউনিয়ন যুবলীগের সভাপতি এসএম ইমরান, সাধারণ সম্পাদক হোসেন আলীসহ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কমপক্ষে ৫ নেতাকর্মী গুরুতর আহত হয়। একজনকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিক্যালে পাঠানো হয়েছে।’ বিএনপির প্রার্থী যে অভিযোগ করেছেন তা মিথ্যা বলে দাবি করেন তিনি।
এ ব্যাপারে মেলান্দহ থানার ওসি গাজী মো. সাখাওয়াত হোসেন জানান, আওয়ামী লীগ ও বিএনপির সংর্ঘষের পর অনাকাঙ্খিত ঘটনা এড়াতে ঘটনাস্থল থেকে ৬ জনকে আটক করা হয়েছে।

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মে মাসেই ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারে স্পেন ও আয়ারল্যান্ড
মে মাসেই ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারে স্পেন ও আয়ারল্যান্ড
জেরুজালেমে জাতিসংঘের কার্যালয়ে আগুন দিলো ইসরায়েলি বিক্ষোভকারীরা
জেরুজালেমে জাতিসংঘের কার্যালয়ে আগুন দিলো ইসরায়েলি বিক্ষোভকারীরা
অস্থির সবজির বাজার, মাংস ও ডিমের দামও চড়া
অস্থির সবজির বাজার, মাংস ও ডিমের দামও চড়া
বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
সর্বাধিক পঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামের বানান ভুল লিখলো সওজ, চলছে সমালোচনা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামের বানান ভুল লিখলো সওজ, চলছে সমালোচনা
৫ জনকে হারিয়ে বিপুল ভোটে ভাইস চেয়ারম্যান সেই সুইটি
৫ জনকে হারিয়ে বিপুল ভোটে ভাইস চেয়ারম্যান সেই সুইটি
দেশের ব্যাংকগুলো ধ্বংস হচ্ছে, তার উদাহরণ এনআরবিসি: জিএম কাদের
দেশের ব্যাংকগুলো ধ্বংস হচ্ছে, তার উদাহরণ এনআরবিসি: জিএম কাদের
অস্তিত্ব হুমকির মুখে পড়লে পারমাণবিকনীতি পরিবর্তন করবে ইরান
অস্তিত্ব হুমকির মুখে পড়লে পারমাণবিকনীতি পরিবর্তন করবে ইরান
রাশিয়াকে ঠেকাতে আরও অস্ত্র চাইলেন জেলেনস্কি
রাশিয়াকে ঠেকাতে আরও অস্ত্র চাইলেন জেলেনস্কি