X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

খুলনায় বিধি না মেনে বিএনপির মিছিল, পুলিশের বাধা

খুলনা প্রতিনিধি
১০ ডিসেম্বর ২০১৮, ২২:০১আপডেট : ১০ ডিসেম্বর ২০১৮, ২২:০৪

পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে বাকবিতণ্ডা খুলনায় বিএনপির নেতাকর্মীদের প্রচার মিছিলে পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মিছিলের প্রস্তুতিকালে প্রায় ২০ মিনিট ধরে পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে বিএনপির নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে চলে যায়। খুলনা মহানগর বিএনপির কার্যালয়ের সামনে সোমবার (১০ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
তবে এ বিষয়ে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, ‘নির্বাচনি আচরণবিধি অনুযায়ী, দুপুর ২টার পর শোভাযাত্রা বা মিছিল করা যাবে বলে রিটার্নিং অফিসার জানিয়েছেন। এ বিধি না মেনে বিএনপি দুপুর ১২টায় মিছিল বের করার উদ্যোগ নেয়।’
খুলনা মহানগর বিএনপির সহ-দফতর সম্পাদক সামছুজ্জামান চঞ্চল জানান, বেলা ১১টায় রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. হেলাল হোসেনের কাছ থেকে দলীয় প্রতীক ধানের শীষ বরাদ্দ নিয়ে দলীয় কার্যালয়ে যান খুলনা-২ আসনের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু ও খুলনা-৩ আসনের প্রার্থী রকিবুল ইসলাম বকুল। এ সময় প্রচার মিছিলের প্রস্তুতির আগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির জন্য দোয়া করা হয়। দোয়ায় বিএনপির সাধারণ সম্পাদক ও কেসিসির সাবেক মেয়র মনিরুজ্জামান মনি, অ্যাডভোকেট ড. এস আর ফারুক, মোস্তফা কামাল, অ্যাডভোকেট আকতার জাহান রুকুসহ জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে নগরের বিভিন্ন ওয়ার্ড থেকে ২০ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্টের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে উপস্থিত হন। তাদের নিয়ে বিএনপির দুই প্রার্থী একটি মিছিলের প্রস্তুতিকালে খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার শাকিল আহমেদের নেতৃত্বে মিছিলে বাধা দেওয়া হয়।
এদিকে মিছিলে বাধা দেওয়ার ঘটনায় খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার শাকিল আহমেদের পক্ষপাতিত্ব ও অসৌজন্যমূলক আচরণের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ২০ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্টের নেতাকর্মীরা। মিছিলে বাধা পাওয়ার পর দলীয় কার্যালয়ে ফিরে গিয়ে খুলনা-২ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু বলেন, ‘পুলিশের পক্ষপাতিত্ব ও অসৌজন্যমূলক আচরণ সুষ্ঠু নির্বাচনে বাধা সৃষ্টি করবে।’

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা