X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

চাঁদপুরে বিএনপি-পুলিশ সংঘর্ষে আহত ২০, আটক ২

চাঁদপুর প্রতিনিধি
১০ ডিসেম্বর ২০১৮, ২২:০৮আপডেট : ১০ ডিসেম্বর ২০১৮, ২২:১০

সংঘর্ষের পর বিএনপি নেতাকর্মীদের ওপর পুলিশের হামলা চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপি প্রার্থী ও নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (১০ ডিসেম্বর) বিকেলে ফরিদগঞ্জ উপজেলা সদরে এ ঘটনা ঘটে। সংঘর্ষে বিএনপি নেতাকর্মী ও পুলিশসহ ২০ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ ও ৬ রাউন্ড শর্টগানের গুলি ছোড়ে। এ সময় পুলিশ আরিফ হোসেন ও ইমাম হোসেন নামে দুজনকে আটক করে।
স্থানীয়রা জানান, চাঁদপুর-৪ আসনে বিএনপি’র প্রার্থী আব্দুল হান্নান জেলা রিটার্নিং অফিস থেকে প্রতীক পাওয়ার পর নেতাকর্মীদের নিয়ে উপজেলা সদর বাজারে নির্বাচনি প্রচার শুরু করেন। এ সময় মধ্য বাজারে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশসহ কমপক্ষে ২০ জন আহত হয়।
আহতদের মধ্যে পুলিশের এস আই ওমর ফারুক, এস আই সুমন্ত মজুমদার, এস আই আবুল কালাম ও এস আই গোলাম রসুল রয়েছেন। বিএনপি নেতা-কর্মীদের মধ্যে রয়েছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফ মোহাম্মদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদ আমানত গাজী, সাবেক ভিপি মজিবুর রহমান, মহিলা নেত্রী ফরিদা ইয়াছমিন, শ্রমিক দলের দলের সভাপতি আজিম, বিএনপি নেতা মানিক, নান্নু মিজি, ইকবাল হোসেন, শাহিন।
বিএনপির শোডাউন বিএনপি’র প্রার্থী এম এ হান্নান বলেন, ‘আজ আমরা প্রতীক পেয়েছি। তাই নির্বাচনি প্রচারে বাধা নেই। আমরা শান্তিপূর্ণ প্রচারণা নিয়ে বাজারে পৌঁছলে পুলিশ হামলা করে। পুলিশের হামলায় উপজেলা বিএনপির ২০ থেকে ২৫ জন নেতাকর্মী আহত হয়েছে। নেতাকর্মীদের গ্রেফতার করেছে পুলিশ।
এদিকে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশীদ চৌধুরী বলেন, ‘নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে বিএনপির প্রার্থী হান্নান বিশাল শোডাউন নিয়ে বাজারে প্রবেশ করে। এই সময় কোনও কারণ ছাড়াই বিএনপির নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা চালায়। তাদের হামলায় পুলিশের চারজন অফিসার আহত হয়।’

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘নবায়নযোগ্য জ্বালানি ৪০ শতাংশে উন্নীত করার চেষ্টা চলছে’
‘নবায়নযোগ্য জ্বালানি ৪০ শতাংশে উন্নীত করার চেষ্টা চলছে’
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
মধুমতি ব্যাংকের সাবেক কর্মকর্তাসহ দুজনের বিরুদ্ধে মামলার অনুমোদন দুদকের
মধুমতি ব্যাংকের সাবেক কর্মকর্তাসহ দুজনের বিরুদ্ধে মামলার অনুমোদন দুদকের
আইসিটি খাতে নারীদের দক্ষতা বৃদ্ধি অপরিহার্য: শিক্ষা প্রতিমন্ত্রী
আইসিটি খাতে নারীদের দক্ষতা বৃদ্ধি অপরিহার্য: শিক্ষা প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ