X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

নোয়াখালীর ৬টি আসনে প্রতীক পেলেন ৪৯ প্রার্থী

নোয়াখালী প্রতিনিধি
১১ ডিসেম্বর ২০১৮, ০১:২০আপডেট : ১১ ডিসেম্বর ২০১৮, ০১:৩৭





নোয়াখালী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালীর ৬টি আসনে ৪৯ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করেছেন জেলা রিটার্নিং অফিসার তন্ময় দাস। বিভিন্ন দলের ৭১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। জেলা রিটার্নিং অফিসার যাচাই-বাছাইয়ে ঋণ খেলাপি ও ভূয়া স্বাক্ষর সংগ্রহের অভিযোগে ১১ জনের মনোনয়নপত্র বাতিল করেন। এছাড়া পাঁচ জন মনোনয়নপত্র প্রত্যাহার ও ছয় জনের দলীয় প্রতীক না থাকায় চূড়ান্ত প্রার্থী তালিকা থেকে আরও ১১ জন বাদ পড়ায়, চূড়ান্ত প্রার্থী রয়েছেন ৪৯ জন।

নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী আংশিক) আসনে চূড়ান্ত প্রার্থী তালিকায় রয়েছেন ৯ জন। আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য এইচ এম ইব্রাহীম (নৌকা), বিএনপির সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন (ধানের শীষ), বিকল্পধারার সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মো. ওমর ফারুক (কুলা), ইসলামী ফ্রন্ট বাংলাদেশের মো. শাহ আলম (চেয়ার), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. জিয়াউল হক (বটগাছ), জাতীয় পার্টির আবু নাছের ওয়াহেদ ফারুক (লাঙ্গল), জাসদ (রব) এর হাসান মোর্তূজা আলী তাহের (তারা), ইসলামী আন্দোলন বাংলাদেশ এর একেএম এরফান খান (হাতপাখা) ও স্বতন্ত্র থেকে বোরহান উদ্দিন (আপেল) প্রতীক পেয়েছেন।

নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনে চূড়ান্ত প্রার্থী তালিকায় রয়েছেন ৮ জন। আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য মোরশেদ আলম (নৌকা), বিএনপির সাবেক সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুক (ধানের শীষ), জাতীয় পার্টির হাসান মঞ্জুর (লাঙ্গল), প্রগতিশীল গণতান্ত্রিক দল এর আবদুল্লাহ-আল-মামুন (বাঘ), ন্যাশনাল পিপলস পার্টির মো. নজরুল ইসলাম (আম), ইসলামি আন্দোলন বাংলাদেশ এর খলিলুর রহমান (হাতপাখা), বাংলাদেশ মুসলিম লীগ এর হাছিবুল হাসান (হারিকেন) এবং বাংলাদেশ জাতীয় পার্টির মোহাম্মদ মমিন উল্যাহ (কাঁঠাল) প্রতীক পেয়েছেন।

নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনে চূড়ান্ত প্রার্থী তালিকায় রয়েছেন ৮ জন। আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য মামুনুর রশিদ কিরন (নৌকা), বিএনপির সাবেক সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্যা বুলু (ধানের শীষ), ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মো. নূর উদ্দিন (হাতপাখা), জাকের পার্টির মুহাম্মদ বাহার উদ্দিন (গোলাপ ফুল), জাতীয় পার্টির ফজলে এলাহি সোহাগ ( লাঙ্গল), বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মজিবুল হক মজিব (কাস্তে), বাংলাদেশ খেলাফত আন্দোলন এর মো. ওমর ফারুক মিয়া (বটগাছ) ও গণতন্ত্রী পার্টির মানিক লাল দাস (কবুতর) প্রতীক পেয়েছেন।

নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনে চূড়ান্ত প্রার্থী তালিকায় রয়েছেন ৮ জন। আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরী (নৌকা) ও বিএনপির ভাইস-চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান (ধানের শীষ), জাতীয় পার্টির মোবারক হোসেন আজাদ (লাঙ্গল), ইসলামি আন্দোলন বাংলাদেশের আবদুল হান্নান (হাতপাখা), বাংলাদেশ খেলাফত মজলিশের আবদুল আলী (দেওয়াল ঘড়ি), বাংলাদেশ খেলাফত আন্দোলনের ফরিদ মিয়া (বটগাছ), বাম গণতান্ত্রিক জোটের মো. মহিন উদ্দিন চৌধুরী (মই), বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) এর সামসুন নাহার (টেলিভিশন) প্রতীক পেয়েছেন।

নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে চূড়ান্ত প্রার্থী তালিকায় রয়েছেন ৮ জন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের (নৌকা), বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ (ধানের শীষ), জাতীয় পার্টির কাজী মুহাম্মদ আবদুর রহিম (লাঙ্গল), ইসলামী ফ্রন্ট বাংলাদেশের মোহাম্মদ সামছুদ্দোহা (চেয়ার), বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) মমতাজ বেগম (টেলিভিশন), বাম গণতান্ত্রিক জোটের সিরাজ উল্লাহ (মই), ইসলামী আন্দোলন বাংলাদেশের আবু নাছের (হাতপাখা) এবং স্বতন্ত্র গাজী মো. জুলফিকার হায়দার (আপেল) প্রতীক পেয়েছেন।

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে চূড়ান্ত প্রার্থী তালিকায় রয়েছেন ৮ জন। আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য আয়েশা ফেরদাউস (নৌকা), তাঁর স্বামী সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী (নোঙ্গর), আবু সাঈদ মোহাম্মদ নোমান (মোটর গাড়ী) ও মোহাম্মদ কেফায়েত উল্যাহ (আপেল), বিএনপির সাবেক সংসদ সদস্য প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিম (ধানের শীষ), জাতীয় পার্টির নাছিম উদ্দিন মো. বায়েজিদ (লাঙ্গল), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মোহাম্মদ মোজাম্মেল হক (ছড়ি), ইসলামী আন্দোলন বাংলাদেশের সফি উল্যাহ্ আল মুস্তফা (হাতপাখা) প্রতীক পেয়েছেন।

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী