X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে ১৬ আসনে প্রতীক পেলেন ১১৪ প্রার্থী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১১ ডিসেম্বর ২০১৮, ০৬:৫০আপডেট : ১১ ডিসেম্বর ২০১৮, ০৬:৫০

চট্টগ্রাম একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম জেলার সবগুলো আসনে চূড়ান্ত প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। জেলার ১৬টি আসনে ১১৪ জন প্রাথী প্রতীক পেয়েছেন। সোমবার (১০ ডিসেম্বর) তাদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। জেলা নির্বাচন কর্মকর্তা মুনীর হোসাইন খান এ তথ্য জানিয়েছেন।

বাংলা ট্রিবিউনকে মুনির হোসেন খান বলেন, ‘এবার চট্টগ্রামের ১৬টি আসনে মোট ১১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। সোমবার এই ১১৪ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১১ ডিসেম্বর) থেকে তারা প্রচারণা চালিয়ে যেতে পারবেন।’

মুনীর হোসাইন খান আরও বলেন, ‘এবার চট্টগ্রামের ১৬ আসনের মধ্যে নগরীর ৬টি আসনে ৪৮ জন এবং নগরীর বাইরে জেলার ১০টি আসনে ৬৬ জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন।’

চট্টগ্রাম জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, চট্টগ্রামের ১৬টি আসনে ১৫ জন প্রার্থী নৌকা প্রতীক বরাদ্দ পেয়েছেন। এর মধ্যে ১৩ জন প্রার্থী আওয়ামী লীগের, অপর দুইজন মহাজোটের শরীক দল জাসদ ও তরিকত ফেডারেশনের প্রার্থী। তারা নৌকা প্রতীকে নির্বাচন করবেন। এছাড়া মহাজোটের আরেক শরীক দল জাতীয় পার্টির প্রার্থী আনিসুল ইসলাম মাহমুদ লাঙ্গল প্রতীকে নির্বাচন করবেন।

এবার ১৬টি আসনের মধ্যে ১৪টিতে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবেন বিএনপির প্রার্থীরা। বাকি দুটি আসনে ঐক্যফ্রন্টের অন্যতম শরীক দল এলডিপির দুই প্রার্থী ছাতা প্রতীকে নির্বাচন করবেন। এছাড়া হাত পাখা বরাদ্দ পেয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ১২ প্রার্থী, হাত পাঞ্জা বাংলাদেশ মুসলীম লীগের এক প্রার্থী, উদীয়মান সূর্য গণফোরামের তিন প্রার্থী, চেয়ার ইসলামি আন্দোলন বাংলাদেশের ১০ প্রার্থী, ফুলের মালা বাংলাদেশ ত্বরিকত ফেডারেশনের এক প্রার্থী, লাঙ্গল জাতীয় পার্টির ছয় প্রার্থী, আপেল স্বতন্ত্র থেকে নির্বাচন করা আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী, আম ন্যাশনাল পিপলস পর্টির তিন প্রার্থী, গামছা কৃষক শ্রমিক জনতা লীগের এক প্রার্থী, মোমবাতি বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের ৮ প্রার্থী, মিনার ইসলামী ঐক্যজোটের এক প্রার্থী, খেজুর গাছ জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের এক প্রার্থী, বটগাছ বাংলাদেশ খেলাফত আন্দোলনের ৪ প্রার্থী, সিংহ স্বতন্ত্র ৩ প্রার্থী এবং দেয়াল ঘড়ি বরাদ্দ পেয়েছেন খেলাফত মজলিসের এক প্রার্থী।

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভ্যাটেই মিলবে রাজস্ব, অথচ ভ্যাট বাড়াতে অনীহা
ভ্যাটেই মিলবে রাজস্ব, অথচ ভ্যাট বাড়াতে অনীহা
বাংলাদেশে দক্ষতা উন্নয়নে বিনিয়োগের ফল দৃশ্যমান হচ্ছে
গ্লোবাল স্কিলস ফোরামে বক্তারাবাংলাদেশে দক্ষতা উন্নয়নে বিনিয়োগের ফল দৃশ্যমান হচ্ছে
ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট কাল
ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট কাল
তীব্র গরমে পানি চাইতে চাইতেই ট্রাফিক পুলিশের মৃত্যু
তীব্র গরমে পানি চাইতে চাইতেই ট্রাফিক পুলিশের মৃত্যু
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা