X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

আগামীকাল কোটালীপাড়ায় শেখ হাসিনার জনসভা

গোপালগঞ্জ প্রতিনিধি
১১ ডিসেম্বর ২০১৮, ১৪:৫১আপডেট : ১১ ডিসেম্বর ২০১৮, ১৪:৫৯

প্রধানমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি জিয়ারত করে আগামীকাল বুধবার (১২ ডিসেম্বর) নির্বাচনি প্রচারণা শুরু করবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শেখ হাসিনা তার নির্বাচনি এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়ায় এদিন বিকালে নির্বাচনি জনসভায় ভাষণ দেবেন। জনসভাকে সফল করতে আওয়ামী লীগ নেতাকর্মীরা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে প্রশাসন কাজ করে যাচ্ছে।

দলীয় ও স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, বুধবার দুপুর আড়াইটার দিকে শেখ হাসিনা কোটালীপাড়ার জনসভায় ভাষণ দেবেন। কোটালীপাড়া শেখ লুৎফর রহমান সরকারি ডিগ্রি কলেজ মাঠে আওয়ামী লীগ এই জনসভার আয়োজন করেছে। কোটালীপাড়া পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা এম বদরুল আলম বদর জানান, ‘এ নির্বাচনি জনসভাকে সফল করতে জেলা ও উপজেলা আওয়ামী লীগ নেতাকর্মী দিন রাত কাজ করে যাচ্ছেন। জনসভাস্থল নির্মাণসহ অন্যান্য কাজের তদারকি করছেন তারা।’

কোটালীপাড়া এলাকার ভোটার মিজানুর রহমান, গৌরাঙ্গ লাল দাস, জাহিদুল ইসলাম দাড়িয়া, আবুল হাসনাত জানান, তাদের ভোটে নির্বাচিত হয়ে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা নির্বাচিত হয়ে থাকেন। তারা এতে নিজেদের গর্বিত মনে করেন।আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-৩ আসন থেকে রেকর্ড সংখ্যক ভোট দিয়ে তারা তাদের প্রিয় নেত্রীকে জিতিয়ে দিতে চান।আগামীতেও তারা তাদের নির্বাচিত প্রতিনিধিকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চান।

গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার জানান, ‘আগামীকাল বুধবার (১২ ডিসেম্বর) দুপুরে টুঙ্গিপাড়ায় আসছেন প্রধানমন্ত্রী। টুঙ্গিপাড়া পৌঁছে তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহাপাঠ ও মোনাজাতে অংশ নেবেন।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা ঠিক রাখতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছ।’

বুধবার প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় নিজ বাড়িতে রাত্রিযাপন করবেন। পরের দিন বৃহস্পতিবার সকাল ১০টায় টুঙ্গিপাড়া থেকে সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হবেন।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া