X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

উঠান বৈঠকের মাধ্যমে প্রচারণা শুরু করলেন জ্যাকব

ভোলা প্রতিনিধি
১১ ডিসেম্বর ২০১৮, ১৭:০২আপডেট : ১১ ডিসেম্বর ২০১৮, ১৭:০২

উঠান বৈঠকের মাধ্যমে প্রচারণা শুরু করলেন জ্যাকব আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ব্যাস্ত সময় পার করছেন আওয়ামী লীগ মনোনীত দুইবারের নির্বাচিত সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব। নৌকা প্রতীক বরাদ্দের পরপরই মঙ্গলবার (১১ ডিসেম্বর) ভোলার মনপুরা থেকে উঠান বৈঠকের মাধ্যমে নির্বাচনি প্রচারণা শুরু করেন তিনি।

মনপুরা পৌঁছালে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক নদীর ঘাটে এসে নেতাকে ফুল দিয়ে বরণ করেন কর্মী সমর্থকরা। এসময় জ্যাকব সর্বপ্রথম মনপুরা ইউনিয়নের রামনেওয়াজ বাজার উঠান বৈঠকের মাধ্যমে নির্বাচনি প্রচারণা শুরু করেন। এতে সভাপতিত্ব করেন মনপুরা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. লোকমান হোসেন হাওলাদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব। বৈঠকে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি শেলিনা আকতার চৌধুরী।

এসময় মনপুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমানতউল্যাহ আলমগীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি জ্যাকব বলেন, ‘আমি বিগত ১০ বছর ক্ষমতায় থাকাকালীন চরফ্যাশন-মনপুরায় ব্যাপক উন্নয়নমূলক কাজ করেছি। এছাড়া চরফ্যাশনে ৩টি নতুন থানা, ৭টি নুতন ইউনিয়ন, চরফ্যাশন ও মনপুরায় ৩টি পুলিশ তদন্ত কেন্দ্র চালু এবং জেলা সদর থেকে পানি উন্নয়ন বোর্ডের ডিভিশন-২ কার্যালয়, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, হাসপাতাল, মসজিদ ও মাদ্রাসা ভবন নির্মাণসহ অনেক উন্নয়নমূলক কাজ করেছি। চরফ্যাশন মনপুরার ইতিহাসে স্বাধীনতার পর এত উন্নয়ন এদেশবাসী দেখেনি। আমি উন্নয়ন করতে চাই। আমি চরফ্যাশনকে জেলা করার জন্য কাজ করছি।’ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। দেশের মানুষ শান্তিতে থাকে। আর বিএনপি ক্ষমতায় থাকলে দেশ পিছিয়ে যায়। দেশে লুটতরাজ ও জঙ্গি হামলা হয়।’
রামনেওয়াজ বাজার উঠান বৈঠক শেষে কলাতলীচর, একই দিনে বিকাল ৪টায় হাজির হাট ইউনিয়নের হাজিরহাট বাজারে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে উঠান বৈঠক করেন জ্যাকব। এসময় উপজেলা আওয়ামী লীগের নেতারাসহ সব সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
রাঙামাটিতে হলো সংসদীয় কমিটির বৈঠক
রাঙামাটিতে হলো সংসদীয় কমিটির বৈঠক
ডুবে যাওয়া জাহাজের ১১ নাবিক উদ্ধার, সবার আগে লাফ দেওয়া মাস্টার নিখোঁজ
ডুবে যাওয়া জাহাজের ১১ নাবিক উদ্ধার, সবার আগে লাফ দেওয়া মাস্টার নিখোঁজ
জাকার্তায় সোনা জিতে বাংলাদেশ পুলিশের ভানরুমের চমক
জাকার্তায় সোনা জিতে বাংলাদেশ পুলিশের ভানরুমের চমক
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা