X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ঐক্যফ্রন্ট-আইএসআই আজ একাত্ম হয়েছে : কাজী নাবিল আহমেদ

যশোর প্রতিনিধি
১১ ডিসেম্বর ২০১৮, ১৯:৩৬আপডেট : ১১ ডিসেম্বর ২০১৮, ২০:০৪


যশোরে নির্বাচনি কর্মিসভায় বক্তব্য রাখছেন সদর (যশোর-৩) আসনে নৌকা মার্কার প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ
নির্বাচনি কর্মিসভায় প্রধান অতিথির বক্তৃতাকালে যশোর-৩ (সদর) আসনে নৌকা মার্কার প্রার্থী কাজী নাবিল আহমেদ বলেছেন, ঐক্যফ্রন্ট-আইএসআই আজ একাত্ম হয়েছে। আগে জামায়াত দাঁড়িপাল্লা নিয়ে নির্বাচন করতো, আর এখন ধানের শীষ। অর্থাৎ, বিএনপি প্রমাণ করেছে, তারা আসলেই বাংলাদেশকে স্বীকার করে না। তাদের ভালবাসা পাকিস্তানকে ঘিরে।  তারা এদেশের স্বাধীনতা -সার্বভৌমত্ব কিছুই বিশ্বাস করে না।
মঙ্গলবার (১১ ডিসেম্বর) বিকেলে নওয়াপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয় চত্বরে ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে এই নির্বাচনি কর্মিসভা অনুষ্ঠিত হয়।
কাজী নাবিল আহমেদ বলেন, জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলেই উন্নয়ন।  তার সফল নেতৃত্বের কারণে আজ আমরা উন্নয়নের মহাসড়কে। বিশ্ব নেতৃবৃন্দ আজ শেখ হাসিনার উন্নয়ন যাদুতে বিস্মিত।

সংসদ সদস্য কাজী নাবিল আরও বলেন, সারাদেশের যে উন্নয়ন অগ্রযাত্রা, তা থেকে যশোরও পিছিয়ে নেই।  জননেত্রী শেখ হাসিনা যশোরকে প্রথম ডিজিটাল জেলা হিসেবে ঘোষণা করেছেন। এই সময়ে যশোরে একটি বিশ্ববিদ্যালয়, একটি মেডিক্যাল কলেজ, ২৫০ শয্যা থেকে ৫০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল, বহুতল বিশিষ্ট আদালত ভবন, জনগণের প্রাণের দাবি ভৈরব নদ খননসহ স্কুল কলেজ সংস্কার ও ভবন নির্মাণের কাজ সম্পন্ন করা হচ্ছে।
তিনি বলেন, পদ্মাসেতু নির্মাণ সম্পন্ন হলে ঢাকা ও চট্টগ্রামের পর যশোর থেকে খুলনা তৃতীয় অর্থনৈতিক জোন হিসেবে গড়ে উঠবে। ইতোমধ্যে যশোর সদর ও শার্শা উপজেলায় দুটি অর্থনৈতিক জোন করা হয়েছে।
তিনি বলেন, আওয়ামী লীগ বড় দল, বড় পরিবার। সব বিভেদ ভুলে আসুন নৌকাকে জয়যুক্ত করি। এখন আমাদের ফরজ কাজ একটিই। আর তা হলো- সবাই মিলে এই উনিশ দিন প্রতিটি ভোটারের বাড়ি বাড়ি গিয়ে নৌকার জন্য ভোট প্রার্থনা।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে কর্মীসভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ, সেক্রেটারি মেহেদি হাসান মিন্টু, প্রবীণ আওয়ামী লীগনেতা গোলাম মোস্তফা, ইউপি চেয়ারম্যান নাসরিন সুলতানা, সুখেন মজুমদার, সৈয়দ মেহেদি হাসান, হাফিজুর রহমান,  মামুনুর রশিদ, লুৎফুল কবীর বিজু, ওসমান গণি প্রমুখ।
সভার শুরুতে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটির নেতৃবৃন্দ এবং ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বররা সংসদ সদস্য কাজী নাবিল আহমেদকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন।


/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী