X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ক্ষমতায় থাকাকালে কেবল পকেট ভরেছে বিএনপি-জামায়াত: আসাদুজ্জামান নূর

নীলফামারী প্রতিনিধি
১১ ডিসেম্বর ২০১৮, ১৯:৩৫আপডেট : ১১ ডিসেম্বর ২০১৮, ২০:২৩

নির্বাচনি প্রচারণায় আসাদুজ্জামান নূর (ছবি– প্রতিনিধি)

ক্ষমতায় থাকাকালে বিএনপি-জামায়াত জোট সরকার কেবল নিজেদের পকেট ভারী করেছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। তিনি বলেছেন, ‘বিএনপি-জামায়াত একাধিকবার ক্ষমতায় ছিল। আপনারা বলেন, তারা কী উন্নয়ন করেছে? তারা কেবল তাদের পকেটই ভরেছে।’

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকালে নীলফামারী সদরের কুন্দুপুকুর ইউনিয়নের খাজা সৈয়দ পীর মির মহিউদ্দিন চিশতি (রহঃ) মাজার জিয়ারতের পর এক নির্বাচনি পথসভায় তিনি এ মন্তব্য করেন।

আসাদুজ্জামান নূর বলেন, ‘আমি মনে করি, আইনের দৃষ্টিতে জামায়াত বলতে দেশে কোনও দল নেই। তাদের কোনও দলীয় পরিচিতি ও প্রতীক নেই। যারা জ্বালাও-পোড়াও করে চলমান উন্নয়নকে ব্যাহত করেছে, তারা কোনও আর্দশের দল না। তাদের এদেশে রাজনীতি করার কোনও অধিকার নেই।’

তিনি আরও বলেন, ‘আমি বিশ্বাস করি, গত ১০ বছরের উন্নয়নে আমরা একটা পর্যায়ে এসে পৌঁছেছি। এবার ক্ষমতায় গেলে আমাদের ব্যাপক পরিকল্পনা আছে। নীলফামারীতে অর্থনৈতিক জোন হবে, কৃষি কলেজ হবে, ঠাঁকুরগাও থেকে জয়গঞ্জ পর্যন্ত রেলপথ তৈরি হবে।’

মন্ত্রী বলেন, ‘নীলফামারীতে উত্তরা ইপিজেড, মেডিক্যাল কলেজ, নার্সিং ইনস্টিউটিট, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, যুব উন্নয়ন কেন্দ্র, আড়াইশ’ শয্যা হাসপাতাল, ডাইবেটিকস হাসপাতাল ও খেলার জন্য উন্নত স্টেডিয়াম হয়েছে। এখন সেই ইপিজেডে ২১টি কারখানায় ৩২ হাজার শ্রমিক কাজ করছে। আগামী এক থেকে দেড় বছরের মধ্যে সেখানে ৫০ হাজার শ্রমিক কাজ করবে। এসব বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার উন্নয়ন।’

এসময় আরও উপস্থিত ছিলেন– জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক মমতাজুল হক, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলিমুদ্দিন বসুনিয়া, সাধারণ সম্পাদক আবুজার রহমান, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রশিদ, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মাসুদ আলাল, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহিদ মামুদ প্রমুখ।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউএনআরডব্লিউএ-তে ফের অর্থায়নের পরিকল্পনা জাপানের
ইউএনআরডব্লিউএ-তে ফের অর্থায়নের পরিকল্পনা জাপানের
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’