X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

বগুড়ায় হিরো আলমকে নিয়ে কৌতূহল

বগুড়া প্রতিনিধি
১১ ডিসেম্বর ২০১৮, ২০:১৭আপডেট : ১১ ডিসেম্বর ২০১৮, ২০:৫০

হিরো আলম (ছবি: ইন্টারনেট থেকে) হাইকোর্টের নির্দেশে প্রার্থিতা ফিরে পাওয়া বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমকে নিয়ে এলাকায় ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ভোটাররা। রাস্তায় রাস্তায়, হোটেল-রেস্তরাঁয়, চায়ের দোকানে সবখানে তাকে নিয়ে আলোচনা-সমালোচনা চলছে। ইউটিউবে তার ভিডিও খুঁজে দেখারও হিড়িক পড়েছে বলে জানাচ্ছেন স্থানীয়রা। হিরো আলম বলছেন, তিনি প্রার্থী হওয়ায় তরুণ সমাজের মাঝে সাড়া জেগেছে। তার বিশ্বাস নির্বাচনে ভালো কিছু করবেন।

বাংলা ট্রিবিউনকে হিরো আলম জানিয়েছেন, তার পছন্দ সিংহ প্রতীক। তিনি বুধবার (১২ ডিসেম্বর) বগুড়া জেলা রিটার্নিং অফিসারের কাছ থেকে প্রতীক নেওয়ার পর প্রচারণা শুরু করবেন।

মঙ্গলবার বিকালে হিরো আলম বলেন, ‘আজ সকালে ঢাকার হাইকোর্টের মাজার জিয়ারত করেছি। বুধবার বগুড়ায় ফিরে প্রথমে রিটার্নিং অফিসারের কাছে গিয়ে পছন্দের সিংহ প্রতীক নেবো। এরপর নন্দীগ্রাম উপজেলা ও পরে কাহালু উপজেলায় মাজার জিয়ারতের মাধ্যমে আমার নির্বাচনি প্রচারণা শুরু করবো।’ তিনি আরও বলেন, ‘আমাকে নিয়ে এখনও ষড়যন্ত্র চলছে। মিথ্যা অজুহাতে রিটার্নিং অফিসার ও নির্বাচন কমিশন আমার প্রার্থিতা বাতিল করেছিল। আমি হাইকোর্টে গিয়ে সুবিচার পেয়েছি। আমাকে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দেওয়ায় আমি মাননীয় বিচারপতি, মিডিয়াকর্মী ও সমর্থকদের কৃতজ্ঞতা জানাই। ঢাকায় অবস্থান করায় সমর্থকরা সবসময় ফোন করছেন। নন্দীগ্রাম উপজেলা যুব সংহতির সভাপতি কামালপাশাসহ বিভিন্ন এলাকার সমর্থকরা দুই দিন ধরে মিষ্টি বিতরণ করছেন। আমি প্রার্থী হওয়ায় তরুণ সমাজের মাঝে সাড়া জেগেছে। আমার বিশ্বাস নির্বাচনে ভালো কিছু করবো।’

এদিকে এলাকাবাসী জানান, হিরো আলম প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাওয়ায় তার সমর্থকরা মঙ্গলবারও কাহালুর মুরুইলসহ বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণ করেছেন। নন্দীগ্রাম উপজেলার বাদলাসন গ্রামের আবদুল হান্নান, কাথম গ্রামের আরিফ হোসেন, নন্দীগ্রাম সদরের রাব্বি হোসেন-সহ কয়েকজন জানান, হিরো আলম প্রার্থী হওয়ায় জনগণের মাঝে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে। হোটেল-রেস্তরাঁয় তাকে নিয়ে আলোচনা-সমালোচনা চলছে। তারা আরও বলেন, এ আসনে মূলত বিএনপি ও জাতীয় পার্টির মধ্যেই প্রতিদ্বন্দ্বিতা হবে।

কাহালু উপজেলার তানসেন আলম, মোসাদ্দেক আলী, বাজার এলাকায় সুশান্ত কুমার প্রমুখ জানান, হিরো আলম প্রার্থী হওয়ায় অনেকে তাকে নিয়ে মজা করছেন। এলাকায় এলে তার সঙ্গে অনেকে সেলফি তোলেন। এছাড়া ইউটিউবে হিরো আলমের ছবি দেখার হিড়িক পড়েছে।

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে মহাজোটের প্রার্থী জাসদ (ইনু) নেতা একেএম রেজাউল করিম তানসেন জানান, ‘নির্বাচনে অংশ নেওয়া সবার গণতান্ত্রিক অধিকার। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনে সবাই অংশগ্রহণ করবে। তাই হিরো আলমেরও নির্বাচন করার অধিকার রয়েছে। তবে আমি তার ব্যাপারে অন্য কোনও বিষয়ে মন্তব্য করতে চাই না।’

ওই আসনে বিএনপির দলীয় প্রার্থী মোশারফ হোসেন জানান, ‘নির্ধারিত বয়সের যেকোনও ব্যক্তি এমপি নির্বাচনে অংশ নিতে পারেন। হিরো আলম এলাকায় যতটুকু জনপ্রিয় বা কাজ করেছেন, তার ওপরই জনগণ তাকে মূল্যায়ন করবেন।’

একই আসনে ন্যাশনাল পিপলস পার্টির (আম) আয়ুব আলী বলেন, ‘আমি হিরো আলমকে সামনে থেকে কখনও দেখিনি। তার শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা সম্পর্কেও কিছু জানা নেই। সংসদে যোগ্য ব্যক্তিকেই ভোট দিয়ে পাঠানো উচিত।’

নন্দীগ্রাম উপজেলা ভাইস চেয়ারম্যান বিএনপি নেতা একে আজাদ বলেন, ‘হিরো আলম নতুন মুখ। জনগণের সঙ্গে তার সম্পৃক্ততা নেই। মিডিয়া তাকে পরিচিত করছে। তাই তিনি কিছু ভোট পেতে পারেন। আর তাকে নিয়ে অস্থির হওয়ার কিছু নেই। কারণ, এ আসনে মহাজোট ও ধানের শীষের প্রার্থীর মাঝে প্রতিদ্বন্দ্বিতা হবে।’

কাহালু উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি হেলাল উদ্দিন কবিরাজ এ বিষয়ে বলেন, ‘হিরো আলম এ আসনে নতুন মুখ। তবে মিডিয়ার সুবাধে তিনি নতুন প্রজন্মের প্রিয়। মনে হয় ভোটে তেমন সুবিধা করতে পারবেন না। যদিও এদেশের মানুষ হাসতেও পারে কাঁদতেও পারে। তারা কখন কাকে বুকে তুলে নেবে তা সঠিক করে বলা কঠিন। তাই কাউকে হেলা করা উচিত হবে না।’

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
র‌্যাবের নতুন মুখপাত্র কমান্ডার আরাফাত
র‌্যাবের নতুন মুখপাত্র কমান্ডার আরাফাত
২০৪১ পর্যন্ত কর অব্যাহতি আদায় করতে চাই: মোস্তাফা রফিকুল ইসলাম
বেসিস নির্বাচন২০৪১ পর্যন্ত কর অব্যাহতি আদায় করতে চাই: মোস্তাফা রফিকুল ইসলাম
মিয়ানমার থেকে দেশে ফিরছেন দেড় শতাধিক বাংলাদেশি
মিয়ানমার থেকে দেশে ফিরছেন দেড় শতাধিক বাংলাদেশি
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা