X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

সারাদেশে ভোটের হাওয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ডিসেম্বর ২০১৮, ২১:০৯আপডেট : ১২ ডিসেম্বর ২০১৮, ০১:১১

প্রতীক বরাদ্দের পর একদিন পার হয়ে গেছে। আর দেশজুড়ে শুরু হয়েছে ভোটের উৎসবমুখর প্রচারণা। সব দলের সব প্রার্থী নেমে গেছেন ভোটের মাঠে। ভোটারের সঙ্গে গণসংযোগ, মিছিল, মাইকিং, শোডাউন করে নিজের প্রতীক ও প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়ার সুযোগ নিচ্ছে সব দল। এছাড়াও ঘরোয়া বৈঠক, উঠান বৈঠক, কর্মীসভা, মতবিনিময় সভাসহ নানা কর্মসূচিতে ব্যস্ততম দিন পার করছেন প্রার্থীরা।  তবে গতকাল সোমবার ও আজ মঙ্গলবার (১১ ডিসেম্বর) প্রত্যেক প্রার্থীর সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্মসূচি ছিল দলীয় কর্মীদের মাধ্যমে পুরো নির্বাচনি এলাকায় পোস্টার সাঁটিয়ে নিজের উপস্থিতি জানান দেওয়া।

মূলত সোমবার থেকেই দেশের বিভিন্ন জায়গায় প্রার্থীরা প্রচারণায় নেমে পড়েন। সোমবার রাত থেকেই পোস্টারিং, মাইকিং, সভা-সমাবেশ শুরু হয়েছে। তবে প্রচারণা জমে উঠতে শুরু করেছে আজ মঙ্গলবার। সকাল থেকে প্রার্থীরা ও তাদের কর্মীরা ছুটতে শুরু করেছেন নিজ নিজ নির্বাচনি এলাকায়। পুরোদমে নির্বাচনি ব্যস্ততা শুরু করে দিয়েছেন তারা।  ভোটারদের সঙ্গে সালাম ও কুশল বিনিময় নির্বাচনি প্রচারণায় এনেছে নতুন প্রাণ। দেশজুড়ে নির্বাচনি প্রচারণা নিয়ে বাংলা ট্রিবিউনের প্রতিনিধিদের পাঠানো খবর: চট্টগ্রামে মুহিবুল হাসান চৌধুরী নওফেলের নির্বাচনি গণসংযোগ

চট্টগ্রাম:

প্রতীক বরাদ্দের পর চট্টগ্রামে প্রচারণায় নেমেছেন প্রার্থীরা। মঙ্গলবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় হযরত আমানত শাহ (রহ.) মাজার জিয়ারতের মধ্যদিয়ে প্রচারণা শুরু করেন প্রয়াত আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন চৌধুরীর ছেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল। এর কিছুক্ষণ পরে বেলা সাড়ে ১১টায় একই মাজার জিয়ারত করে প্রচারণা শুরু করেন বিএনপি নেতা আব্দুল্লাহ আল নোমান। মুহিবুল হাসান চৌধুরী নওফেল চট্টগ্রাম-৯ (কোতোয়ালি) আসন থেকে নৌকার প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। অন্যদিকে আব্দুল্লাহ আল নোমান চট্টগ্রাম-১০ (পাহাড়তলী) আসন থেকে ধানের শীষের প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। প্রচারণায় চট্টগ্রামের বিএনপি নেতা আব্দুল্লাহ আল নোমান

শুধু নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীরা প্রচারণা চালাচ্ছেন তা নয়, নির্বাচনকে ঘিরে পাড়ায় পাড়ায় শুরু হয়েছে প্রচারণা। প্রার্থীদের পক্ষে পাড়ায় পাড়ায় প্রচারণা চালিয়ে যাচ্ছেন দলীয় নেতাকর্মীরাও। গণসংযোগ, লিফলেট বিতরণের পাশাপাশি সমান তালে চলছে স্লোগান আর পোস্টার টাঙানোর কাজ। নগরীর বিভিন্ন এলাকা ঘুরে প্রার্থীদের পক্ষে ভোট চেয়ে পোস্টার টাঙাতে দেখা গেছে নেতাকর্মীদের। এলাকার মুরব্বিদের সালাম ও সব বয়সের মানুষের সঙ্গে কুশল বিনিময় করছেন তারা। এর আগে মঙ্গলবার সকাল ১০টায় স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে কর্মী সভার মধ্য দিয়ে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। এদিকে মা-বাবার কবর জেয়ারত করার মধ্য দিয়ে প্রচারণা শুরু করেন চট্টগ্রাম-৮ আসনের প্রার্থী মহাজোটের অন্যতম শরিক দল জাসদের নেতা মঈনুদ্দিন খান বাদল। চট্টগ্রামে নির্বাচনি প্রচার শুরু

অন্যদিকে নিজ নির্বাচনি এলাকার ওয়ার্ড আওয়ামী লীগ নেতাদের সঙ্গে মত বিনিময়ের মধ্য দিয়ে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন চট্টগ্রাম-১১ আসনের নৌকার প্রার্থী এম এ লতিফ। চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনের মহাজোট প্রার্থী দিদারুল আলম প্রচারণা শুরুর প্রথম দিন কাটিয়েছেন জঙ্গল সলিমপুরে। দুপুর ১২টা থেকে তিনি জঙ্গল সলিমপুরে গণসংযোগ করেন। বিকাল পর্যন্ত ওই এলাকায় ঘুরে ঘুরে তিনি এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন। আফছারুল আমিনের গণসংযোগ

এদিকে মা-বাবার কবর জিয়ারতের মধ্য দিয়ে প্রচারণা শুরু করেন চট্টগ্রাম-১০ আসনের মহাজোট প্রার্থী ডা. আফছারুল আমিন।

গোপালগঞ্জ:

মঙ্গলবার (১১ ডিসেম্বর) বিকালে গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড় হাইস্কুল মাঠে আওয়ামী লীগের প্রথম নির্বাচনি জনসভা করেন গোপালগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বিশ্বের পাঁচ জন সৎ ও প্রভাবশালী রাষ্ট্রনায়কের মধ্যে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা তৃতীয়। আগামী ৩০ ডিসেম্বর নির্বাচন সুষ্ঠু হলে আমরা দুই-তৃতীয়াংশ আসনে জয়লাভ করে সরকার গঠন করবো।’ আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি এলাকাবাসী ওই জনসভায় উপস্থিত ছিলেন। নির্বাচনি প্রচারণায় আনিসুল হক

ব্রাহ্মণবাড়িয়া:

মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে আখাউড়ায় আনুষ্ঠানিকভাবে গণসংযোগ করেন আইন বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। নির্বাচনি প্রচারণার সময় আখাউড়া উপজেলা সদরের সড়ক বাজার, রাধানগর, দেবগ্রাম, নয়দিল, দরুইন, মোগড়া, মনিয়ন্দ এলাকার রাস্তার দুইপাশে দাঁড়িয়ে শত শত নারী-পুরুষ মন্ত্রীকে শুভেচ্ছা জানায়। তিনি বিভিন্ন পথসভায় বক্তব্য রাখেন।

নরসিংদী:

আজ মঙ্গলবার দুপুরে নরসিংদীর পলাশে নির্বাচনি প্রচারণা শুরু করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ (পলাশ) আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী ড. আব্দুল মঈন খান। এসময় তিনি বলেন, ‘ভোটের মাধ্যমে এ সরকারকে বিদায় করে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে হবে।’ এসময় জেলা বিএনপির নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন।

যশোর:

যশোর জেলা সদরের ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভার দেড়শ’ মুক্তিযোদ্ধা তাদের সম্মান অক্ষুণ্ন রাখার স্বার্থে নৌকা মার্কার পক্ষে প্রচারণা চালানোর ঘোষণা দিয়েছেন। এজন্য যশোর সদর আসনের নৌকা মার্কার প্রার্থী কাজী নাবিল আহমেদের পক্ষে স্বেচ্ছায় নিজেদের অর্থে তহবিল গঠন করে প্রচারণায় নামছেন তারা। মঙ্গলবার (১১ ডিসেম্বর)  বেলা ১১টায় শহরের কাজীপাড়ায় ‘কাজী শাহেদ সেন্টারে’ যশোর সদর উপজেলার তৃণমূল পর্যায় থেকে আসা মুক্তিযোদ্ধাদের সঙ্গে যশোর-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের এক মতবিনিময় সভায় এ ঘোষণা দেন মুক্তিযোদ্ধারা। যশোরে নৌকা মার্কার পক্ষে প্রচারণা চালানোর ঘোষণা দিয়েছেন মুক্তিযোদ্ধারা

মতবিনিময় সভায় তৃণমূল পর্যায়ের মুক্তিযোদ্ধারা বলেন, নৌকা না জিতলে এদেশে মুক্তিযোদ্ধাদের আবারও অপমানিত হতে হবে। বিএনপি-জামায়াত চক্র ক্ষমতায় এলে তাদের অস্তিত্ব বিপন্ন হবে। তাই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অটুট রাখার স্বার্থে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থীদের বিজয়ী করে আনা ছাড়া কোনও বিকল্প নেই। মুক্তিযোদ্ধারা ইতোমধ্যে সবাই কমবেশি অর্থ জমা করে একটি ফান্ড তৈরি করেছেন, যেখান থেকে নৌকার পক্ষে তারা নির্বাচনি ব্যয় নির্বাহ করবেন বলে মতবিনিময় সভায় জানান।

মুক্তিযোদ্ধাদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে নৌকা মার্কার প্রার্থী সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ বলেন, ‘আমি শহীদ পরিবারের সন্তান হিসেবে জানি, আপনাদের কথার কতো মূল্য। সবাই আপনাদের কথাকে প্রাধান্য দেয়। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আপনাদের চাওয়া ছিল একটি সোনার বাংলা। বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আপনাদের সেই সোনার বাংলা গড়তে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। আগামী ৩০ ডিসেম্বর আমাদের আদর্শিক লড়াই।’

সিরাজগঞ্জ:

মঙ্গলবার বিকালে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা আওয়ামী লীগ এক নির্বাচনি জনসভার আয়োজন করে। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এতে যোগ দেন। পরে তিনি তাড়াশের নিমগাছি ও রায়গঞ্জ উপজেলার ধানগড়া বাজারে আরও দুইটি নির্বাচনি জনসভায় বক্তৃতা দেন। এ জনসভার মধ্য দিয়ে মোহাম্মদ নাসিমের নেতৃত্বে ১৪ দলের আনুষ্ঠানিক নির্বাচনি প্রচারণা শুরু হলো।

নির্বাচনকে কেন্দ্র করে চক্রান্ত শুরু হয়েছে উল্লেখ করে ১৪ দলের মুখপাত্র নাসিম বলেন,‘দেশে বিদেশে ষড়যন্ত্র হয়েছে। জনগণের সঙ্গে ঐক্য না করে ড. কামাল গংরা বঙ্গবন্ধুর খুনিদের সঙ্গে ঐক্য করেছেন, চক্রান্ত করছেন। তবে এদেশের জনগণ তাদের চক্রান্ত ভোটের মাধ্যমে প্রতিহত করবে। পৃথিবীর কোনও শক্তি নেই নির্বাচন ঠেকাতে পারে। জ্বালাও-পোড়াও আন্দোলনে ব্যর্থ দলকে আর কোনও দিন জনগণ ভোট দেবে না। ’ সিরাজগঞ্জে নির্বাচনি জনসভায় মোহাম্মদ নাসিম

এদিকে নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে বিচ্ছিন্নভাবে কিছু সহিংসতার খবরও পাওয়া গেছে। প্রচারণা শুরু করতে ঠাকুরগাঁও-১ আসনে নিজ নির্বাচনি এলাকায় যাওয়ার সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে দুষ্কৃতকারীদের হামলার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১১ ডিসেম্বর) দুপুর সোয়া ১টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার দানারহাট এলাকায় এ ঘটনা ঘটে। এতে মির্জা ফখরুলের গাড়ি ক্ষতিগ্রস্ত না হলেও বহরের ৪-৫টি গাড়ি ভাঙচুর করা হয়। পরে হামলাকারীরা পালিয়ে যায়।

নোয়াখালীর কবিরহাট উপজেলার কবিরহাট বাজারে যুবলীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মঙ্গলবার (১১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে। কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা হাসান জানান, ‘আজ বেলা ১১টার দিকে কবিরহাট জিরো পয়েন্টের উত্তরে বিএনপি এবং পশ্চিমে যুবলীগ পথসভা আহ্বান করে। এ সময় দুই পক্ষের কর্মীরা মিছিল নিয়ে বাজারে আসলে তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুরে স্থানীয়দের সঙ্গে নির্বাচনি মতবিনিময় সভা করেছেন মহাজোটের প্রার্থী তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এর আগে জাসদ সভাপতি সাংবাদিকদের বলেন, বিএনপি নির্বাচনের নামে বারবার যে সমতল ভূমির কথা বলছে তা নিশ্চিত হয়েছে নিরপেক্ষ নির্বাচন কমিশন (ইসি) গঠনের মধ্য দিয়ে।

ঢাকায় বিএনপি প্রার্থীদের গণসংযোগ

বিএনপি প্রার্থী মির্জা আব্বাস ও আফরোজা আব্বাসের গণসংযোগ মঙ্গলবার (১১ ডিসেম্বর) দুপুরে শাহজাহানপুরের নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে করেছেন ঢাকা-৮ ও ঢাকা- ৯ আসনের প্রার্থী মির্জা আব্বাস ও আফরোজা আব্বাস। সংবাদ সম্মেলনের পর দুপুরে শাহজাহানপুর এলাকায় হেঁটে ফুটপাত ও দোকানে-দোকানে লিফলেট বিতরণ করেছেন এই দুই প্রার্থী। ঢাকা-৪ আসনে বিএনপির প্রার্থী সালাহউদ্দিন আহমেদ সকাল থেকে প্রচারণা শুরু করেন তার নির্বাচনি এলাকা শ্যামপুরে। লিফলেট বিতরণের পাশাপাশি প্রতিটি ঘরে-ঘরে গিয়ে ভোট চান তিনি। ঢাকা-৫ আসনের প্রার্থী নবী উল্লাহ নবী সকালে দক্ষিণ যাত্রাবাড়ীর নবী টাওয়ার থেকে নির্বাচনি প্রচারণা শুরু করেন। এদিকে মধ্য বাড্ডার নিজ বাসভবন থেকে সকালে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন ঢাকা-১১ আসনের প্রার্থী শামীম আরা বেগম। উত্তর বাড্ডা ও মেরুল বাড্ডার বালুচর এলাকায় গণসংযোগ করেন তিনি। আর ঢাকা-১৬ আসনের প্রার্থী আহসান উল্লাহ হাসান গণসংযোগ করেন মিরপুর ৬ নম্বরে।

কুষ্টিয়ার মিরপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু

 

এরশাদের অনুপস্থিতিতেই বনানীতে প্রচারণা শুরু জাতীয় পার্টির: অসুস্থতার কারণে চিকিৎসার জন্য সোমবার রাতে সিঙ্গাপুরে গেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। আজ মঙ্গলবার বিকেলে তার পক্ষে প্রচারণা শুরু করেন দলটির প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সল চিশতী।
রাজধানীর বনানী এলাকায় হুসেইন মুহম্মদ এরশাদের পক্ষে নির্বাচনি প্রচারণায় এসএম ফয়সল চিশতী বলেন, নির্বাচনি প্রচারণায় এরশাদের উপস্থিতি কোনও বিষয় না। তিনি জাতীয় নেতা, তিনি ভিভিআইপি নেতা। এরশাদের নির্বাচনি প্রচারণায় দলের নেতাকর্মীরাই যথেষ্ট।

বাম গণতান্ত্রিক জোট: শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পনের মধ্য দিয়ে নির্বাচনি প্রচার শুরু করেছে বাম গণতান্ত্রিক জোট। মঙ্গলবার (১১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় জোটের পক্ষ থেকে মনোনীত বিভিন্ন আসনের প্রার্থীরা ফুল দিয়ে এ প্রচার শুরু করেন। এ জোটের প্রার্থীদের দাবি, ভোটের অধিবার ফিরিয়ে দেওয়া, মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার আন্দোলনের অংশ হিসেবে তারা নির্বাচনে অংশ নিচ্ছেন। অপশাসন রুখে দিতে তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। জনগণের শক্তি, জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার অঙ্গীকার জানিয়ে নিজেদের প্রার্থীদের সমর্থনে ভোট প্রার্থনা করেন তারা।

শহীদ মিনার থেকে বাম জোটের নির্বাচনি প্রচার শুরু

 

রাজধানীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রচারণা:  মঙ্গলবার সকালে রাজধানীর পল্টনে ইসলামী আন্দোলনের দলীয় প্রতীক হাত পাখার পক্ষে গণসংযোগ কার্যক্রম উদ্বোধন করেন দলটির আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। এসময় তিনি বলেছেন, হাতপাখায় ভোট দিলে দেশের আমূল পরিবর্তন হবে। এরপর পল্টন এলাকায় মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম ঢাকা-৮ আসনে দলীয় প্রার্থী মুক্তিযোদ্ধা আবুল কাসেমের পক্ষে লিফলেট বিতরণ করেন এবং সাধারণ মানুষের কাছে ভোট চান।

নির্বাচনি প্রচারণায় অংশ নেন চরমোনাই পীর

 

 সলিমুল্লাহর কবর জিয়ারতের মাধ্যমে ববি হাজ্জাজের প্রচারণা শুরু: মুসলিম লীগের প্রতিষ্ঠাতা নবাব স্যার সলিমুল্লাহর কবর জিয়ারতের মাধ্যমে একাদশ জাতীয় নির্বাচনের প্রচারণা শুরু করেছেন গণঐক্যের চেয়ারম্যান ববি হাজ্জাজ। বাংলাদেশ মুসলিম লীগের দলীয় প্রতীক হারিকেন নিয়ে মুসলিম লীগ ও এনডিএম-এর সমন্বয়ে গণঐক্য জোটের ৫৫টি আসনে প্রার্থীদের প্রচারণার উদ্বোধন করেন তিনি। রাজধানীর বেগমবাজারে স্যার সলিমুল্লাহর কবর জিয়ারতের পর কবরস্থান প্রাঙ্গণে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে ববি হাজ্জাজ বলেন, ‘আজকের প্রচারণা শুধু নির্বাচনের জন্যই নয়, এ প্রচারণার লক্ষ্য দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং নবাব স্যার সলিমুল্লাহর স্বপ্ন বাস্তবায়নে দীর্ঘমেয়াদি যাত্রা করা।’

  নবাব স্যার সলিমুল্লাহর কবর জিয়ারত করে নির্বাচনি প্রচারণা শুরু করেন গণঐক্যের চেয়ারম্যান ববি হাজ্জাজ

বুধবার আওয়ামী লীগের আনুষ্ঠানিরক প্রচারণা শুরু করবেন প্রধানমন্ত্রী:  আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার (১২ ডিসেম্বর) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত শেষে কোটালীপাড়ায় জনসভার মাধ্যমে নির্বাচনি প্রচারণা শুরু করবেন। পরদিন বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) ঢাকায় ফেরার পথে বিভিন্ন স্থানে মোট সাতটি জায়গায় নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে পথসভায় বক্তব্য রাখবেন তিনি।

বুধবার সিলেটে মাজার জিয়ারতের মধ্য দিয়ে ঐক্যফ্রন্ট ও বিএনপির প্রচারণা শুরু:  সিলেটে মাজার জিয়ারতের মধ্য দিয়ে ধানের শীষের প্রার্থীদের প্রচারে নামছে জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপি। বুধবার (১২ ডিসেম্বর) দুপুরে সিলেট যাবেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন ও বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খান। এদিন দুপুর ১২টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তারা সিলেট যাবেন বলে নিশ্চিত করেছেন বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান। সিলেটে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরাণ (রহ.) এবং মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল আতাউল গনি ওসমানীর মাজার জিয়ারত শেষে প্রচার কাজে অংশ নেবেন তারা।

/এএইচআর/এফএস/ওআর/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রেলক্রসিংয়ে রিকশায় ট্রেনের ধাক্কা, বাবার মৃত্যু মেয়ে হাসপাতালে
রেলক্রসিংয়ে রিকশায় ট্রেনের ধাক্কা, বাবার মৃত্যু মেয়ে হাসপাতালে
যুক্তরাষ্ট্র দূতাবাসের পুরস্কার পেলেন কুবির চার শিক্ষার্থী
যুক্তরাষ্ট্র দূতাবাসের পুরস্কার পেলেন কুবির চার শিক্ষার্থী
গরমে বেড়েছে অসুখ, ধারণক্ষমতার তিন গুণ বেশি রোগী হাসপাতালে
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালগরমে বেড়েছে অসুখ, ধারণক্ষমতার তিন গুণ বেশি রোগী হাসপাতালে
টিভিতে আজকের খেলা (১৯ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৯ এপ্রিল, ২০২৪)
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন