X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

দীর্ঘদিন ধরে দেশে গণতন্ত্র নেই: গয়েশ্বর

কেরানীগঞ্জ প্রতিনিধি
১১ ডিসেম্বর ২০১৮, ২১:৪৪আপডেট : ১১ ডিসেম্বর ২০১৮, ২১:৫৮

বক্তব্য রাখছেন গয়েশ্বর চন্দ্র রায় (ছবি– প্রতিনিধি)

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘দীর্ঘদিন ধরে দেশে গণতন্ত্র নেই। সেটাকে উদ্ধারের জন্য আমরা মাঠে নেমেছি।’

মঙ্গলবার (১১ ডিসেম্বর) বিকালে কেরানীগঞ্জের জিনজিরা বিএনপির দলীয় অফিসে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন গণতন্ত্রকে সুসংহত করতে পারে। দেশে গণতান্ত্রিক ব্যবস্থা থাকলেই মানুষের বাক-স্বাধীনতা থাকে এবং আইনের শাসন প্রতিষ্ঠা হয়।’

তিনি আরও বলেন, ‘আমরা গণতন্ত্রকে ফিরিয়ে আনতে চাই। নির্বাচিত জনপ্রতিনিধির সরকার চাই। তাই গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য আমরা মাঠে নেমেছি ভোটযুদ্ধে।’

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘আমরা আশা করেছিলাম, নির্বাচন কমিশন সঠিকভাবে দায়িত্ব পালন করবে। কিন্তু বাস্তবে তা দেখা যাচ্ছে না। পুলিশ প্রশাসন বাড়ি বাড়ি যাচ্ছে, বিএনপির নেতাকর্মীদের নানা হুমকি দিয়ে আতঙ্ক সৃষ্টি করছে। বিএনপির মহাসচিব মীর্জা ফখরুল ইসলামের গাড়িবহরে ন্যাক্কারজনক হামলা চালিয়ে ১৬টি গাড়ি ভাঙচুর করা হয়েছে। যে দলটি দেশে পাঁচ বার ক্ষমতায় ছিল, সে দলের মহাসচিবের ওপর আক্রমণ, এটি কিসের আলামত।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নির্বাচন বানচাল করতে চায়। তিনি একথা বলে বিএনপির মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছেন। জনগণ যাকে খুশি ভোট দেবে, আমরা কারও ভোট জোর করে নেবো না। যতই হুমকি আসুক না কেন, আমরা এই ভোটযুদ্ধে আছি এবং থাকবো। মানুষের অধিকার রক্ষার জন্য আমরা লড়ে যাবো। আমরা নির্বাচনে ভোটের মাধ্যমে গণতন্ত্রকে উদ্ধার করবো, খালেদা জিয়াকে মুক্ত করবো এবং দেশকে দুঃশাসনের হাত থেকে রক্ষা করবো। আমার মনে হচ্ছে, আগামী নির্বাচন ২০১৪ সালের নির্বাচনের চেয়েও ভয়াবহ হবে।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন– বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য আলহাজ নাজিম উদ্দিন, দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেক আলী বাবু, বিএনপি নেতা কাউছার, সুলতান নাসের, আবু সেলিম চৌধুরী সেলিম, জিনজিরা ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী ওমর শাহনেয়াজ, সাধারণ সম্পাদক মো. আজাদ হোসেন, আগানগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো আসাদ প্রমুখ। সংবাদ সম্মেলন শেষে তার নেতৃত্বে একটি নির্বাচনী মিছিল বের করা হয়।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফরিদপুরে দুই শ্রমিক হত্যায় জড়িতদের গ্রেফতার দাবিতে খেলাফত মজলিসের মিছিল
ফরিদপুরে দুই শ্রমিক হত্যায় জড়িতদের গ্রেফতার দাবিতে খেলাফত মজলিসের মিছিল
মশা তাড়ানোর ৫ প্রাকৃতিক উপায়
মশা তাড়ানোর ৫ প্রাকৃতিক উপায়
মেলা থেকে অস্ত্রের মুখে দুই নারীকে তুলে নিয়ে ধর্ষণ
মেলা থেকে অস্ত্রের মুখে দুই নারীকে তুলে নিয়ে ধর্ষণ
তীব্র গরমে সিল্কসিটি ট্রেনে আগুন
তীব্র গরমে সিল্কসিটি ট্রেনে আগুন
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!