X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

কুড়িগ্রামে বিএসএফ’র হাতে বাংলাদেশি ‘মাদক চোরাকারবারি’ আটক

কুড়িগ্রাম প্রতিনিধি
১২ ডিসেম্বর ২০১৮, ০৩:৪৮আপডেট : ১২ ডিসেম্বর ২০১৮, ০৩:৪৯

কুড়িগ্রামে বিএসএফ’র হাতে বাংলাদেশি ‘মাদক চোরাকারবারি’ আটক কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার খালিশাকোঠাল সীমান্তে ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আলমগীর হোসেন (২২) নামে এক বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার (১১ ডিসেম্বর) রাত আটটার দিকে সীমান্তবর্তী ভারতের বসকোঠাল এলাকা থেকে তাকে আটক করা হয়েছে।
লালমনিরহাট বিজিবি ১৫ ব্যাটালিয়নের অধীন ফুলবাড়ী উপজেলার বালারহাট বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার মোহাম্মদ আলী এ তথ্য জানিয়েছেন। আটক বাংলাদেশি আলমগীর উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পূর্বফুলমতি গ্রামের কাসেম আলীর ছেলে। তার পেশা ‘মাদক পাচার’ বলে জানিয়েছেন বিজিবি কর্মকর্তারা।
সীমান্তবাসীদের বরাত দিয়ে বিজিবি জানায়, মঙ্গলবার রাত ৮ টার দিকে খালিশাকোঠাল সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার নং ৯৩৫ এর ৫ এসের পাশ দিয়ে ভারতীয় মাদক চোরাকারবারি দেলোয়ার হোসেনের বাড়িতে মাদক আনতে যায় বাংলাদেশের নাগরিক আলমগীর। গোপন তথ্যের ভিত্তিতে ভারতীয় কোচবিহার জেলার দিনহাটা থানার অধীন ৩৮ বসকোঠাল ক্যাম্পের বিএসএফ সদস্যরা ওই বাড়ি তল্লাশি করে আলমগীরকে আটক করে ক্যাম্পে নিয়ে যায়। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ গাঁজা ও ফেনসিডিল উদ্ধার করে বিএসএফ।
লালমনিরহাট বিজিবি ১৫ ব্যাটালিয়নের অধীন বালারহাট বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার মোহাম্মদ আলী বলেন, ‘বাংলাদেশি আটকের খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে সীমান্ত এলাকায় খোঁজ নিয়ে জানতে পারি আটক বাংলাদেশি আলমগীর একজন পেশাদার মাদক চোরাকারবারি। সে মাদক আনার জন্য ভারতে অবৈধ অনুপ্রবেশ করেছে। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। বুধবার সকালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হবে।’

/জেজে/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রেকর্ড স্টোর ডে: এবারও বিশেষ আয়োজন
রেকর্ড স্টোর ডে: এবারও বিশেষ আয়োজন
পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা চায় চীন ও ইন্দোনেশিয়া
আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা চায় চীন ও ইন্দোনেশিয়া
সর্বাধিক পঠিত
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
তৃতীয় ধাপে যেসব উপজেলায় ভোট
তৃতীয় ধাপে যেসব উপজেলায় ভোট